ফারায়েজ এর নিয়ম । উত্তরাধিকার কে কে হবেন
ফারায়েজ এর নিয়ম । উত্তরাধিকার কে কে হবেন , এই পর্বের হাদীস =৪ টি (১০৪১-১০৪৪) >> আল লুলু ওয়াল মারজান এর মুল সুচিপত্র দেখুন
পর্ব-২৩ঃ ফারায়েজ
২৩/১. উত্তরাধিকারীদের দেয়ার পর অবশিষ্টে মৃতের পুরুষ আত্মীয়দের অগ্রাধিকার ।
২৩/২. কালালাহ এর উত্তরাধিকার [নিষ্প্রভতা] ।
২৩/৩. কালালাহ- যে ব্যাপারে সর্বশেষ আয়াত অবতীর্ণ হয়েছে ।
২৩/৪. যে ব্যক্তি সম্পদ ছেড়ে গেল তা তার উত্তরাধিকারের ।
২৩/১. উত্তরাধিকারীদের দেয়ার পর অবশিষ্টে মৃতের পুরুষ আত্মীয়দের অগ্রাধিকার ।
১০৪১. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণিতঃ
নাবী [সাঃআঃ] হইতে বর্ণিত। তিনি বলেনঃ মীরাস তার হক্দারদেরকে পৌঁছিয়ে দাও। এরপর যা অবশিষ্ট থাকে, তা নিকটতম পুরুষের জন্য।
[বোখারী পর্ব ৮৫: /৫, হা: ৬৭৩২; মুসলিম ২৩/১, হাঃ ১৬১৫] ফারায়েজ এর নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
২৩/২. কালালাহ এর উত্তরাধিকার [নিষ্প্রভতা] ।
১০৪২. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, একবার আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লাম। তখন নাবী [সাঃআঃ] ও আবু বকর [রাদি.] পায়ে হেঁটে আমার খোঁজ খবর নেয়ার জন্য আমার নিকট আসলেন। তাঁরা আমাকে সংজ্ঞাহীন অবস্থায় পেলেন। তখন নাবী [সাঃআঃ] অযূ করিলেন। তারপর তিনি তাহাঁর অবশিষ্ট পানি আমার গায়ের উপর ছিটিয়ে দিলেন। ফলে আমি সংজ্ঞা ফিরে পেয়ে দেখলাম, নাবী [সাঃআঃ] উপস্থিত। আমি নাবী [সাঃআঃ]-কে বললামঃ হে আল্লাহ্র রসূল ! আমার সম্পদের ব্যাপারে আমি কী করব? আমার সম্পদের ব্যাপারে কী পদ্ধতিতে আমি সিদ্ধান্ত গ্রহণ করব? তিনি তখন আমাকে কোন উত্তর দিলেন না। অবশেষে মীরাসের আয়াত অবতীর্ণ হল।
[বোখারী পর্ব ৭৫: /৫, হা: ৫৬৫১; মুসলিম ২৩/২, হাঃ ১৬১৬] ফারায়েজ এর নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
২৩/৩. কালালাহ- যে ব্যাপারে সর্বশেষ আয়াত অবতীর্ণ হয়েছে ।
১০৪৩. আবু ইসহাক [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণিতঃ
আমি বারাআ [রাদি.]-কে বলিতে শুনিয়াছি যে, সর্বশেষ নাযিলকৃত সূরাহ হচ্ছে “বারাআত” এবং সর্বশেষে নাযিলকৃত আয়াত হচ্ছে ….[আর-বি]…..
[বোখারী পর্ব ৬৫: /২৭, হাঃ ৪৬০৫; মুসলিম ২৩/৩, হাঃ ১৬১৮] এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
২৩/৪. যে ব্যক্তি সম্পদ ছেড়ে গেল তা তার উত্তরাধিকারের ।
১০৪. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণিতঃ
আল্লাহ্র রসূল [সাঃআঃ]-এর নিকট যখন কোন ঋণী ব্যক্তির জানাযা উপস্থিত করা হত তখন তিনি জিজ্ঞেস করিতেন, সে তার ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত মাল রেখে গেছে কি? যদি তাঁকে বলা হত যে, সে তার ঋণ পরিশোধের মতো মাল রেখে গেছে তখন তার জানাযার সালাত আদায় করিতেন। নতুবা বলিতেন, তোমাদের সাথীর জানাযা আদায় করে নাও। পরবর্তীতে যখন আল্লাহ্ তাহাঁর বিজয়ের দ্বার উন্মুক্ত করে দেন, তখন তিনি বলিলেন, আমি মুমিনদের জন্য তাহাদের নিজের চেয়েও অধিক নিকটবর্তী। তাই কোন মুমিন ঋণ রেখে মারা গেলে সে ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার। আর যে ব্যক্তি সম্পদ রেখে যায়, সে সম্পদ তার উত্তরাধিকারীদের জন্য।
[বোখারী পর্ব ৩৯: /৫, হাঃ ২২৯৮; মুসলিম ২৩/৪, হাঃ ১৬১৯] ফারায়েজ এর নিয়ম -এই হাদীসটির তাহক্কিকঃ সহীহ হাদীস
Leave a Reply