ফাতিমা রাযিআল্লাহু তাআলা আনহা এর মর্যাদা।
ফাতিমা রাযিআল্লাহু তাআলা আনহা এর মর্যাদা। >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন
৬২/২৯. অধ্যায়ঃ ফাতিমা রাযিআল্লাহু তাআলা আনহা এর মর্যাদা।
নাবী (সাঃআঃ) বলেছেন, ফাতিমা রাযিআল্লাহু তাআলা আনহা জান্নাতী নারীদের নেত্রী।
৩৭৬৭
মিসওয়ার ইবন মাখরামা (রাদি.) হইতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাঃআঃ) বলেছেন, ফাতিমা আমার (দেহের) অংশ। যে তাঁকে অসন্তুষ্ট করিল সে আমাকেই অসন্তুষ্ট করিল।
(আঃপ্রঃ ৩৪৮৪, ইঃফাঃ ৩৪৯২*)
* আঃপ্রঃর ৩৪৮৫ নং এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ৩৪৯৩ নং হাদীসটি মূল বুখারীতে এ স্থানে সংকলিত হয়নি। এ হাদীসটি ইমাম বুখারী অত্র গ্রন্থের যথাক্রমে ৩৩২৫-৩৩২৬ ও ৩৭১৫-৩৭১৬ নং হাদীসে বর্ণনা করিয়াছেন।
Leave a Reply