প্রতিবেশী ও মেহমানকে সম্মান প্রদর্শন করিতে উৎসাহিত করা
প্রতিবেশী ও মেহমানকে সম্মান প্রদর্শন করিতে উৎসাহিত করা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৬. অধ্যায়ঃ রসূলুল্লাহ্ [সাঃআ:]-কে স্ত্রী, পুত্র, পরিজন ও পিতামাতা তথা সকলের চাইতে অধিক ভালোবাসা ওয়াজিব এবং যে ব্যক্তি এরূপ ভালোবাসবে না তার ঈমান নেই বলা হয়েছে
১৭. অধ্যায়ঃ নিজের জন্য যে কল্যাণ পছন্দ করে তা অপর মুসলিম ভাইয়ের জন্য পছন্দ করা ঈমানের বৈশিষ্ট্যের অন্তর্গত
১৮. অধ্যায়ঃ প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম
১৯. অধ্যায়ঃ প্রতিবেশী ও মেহমানকে সম্মান প্রদর্শন করিতে উৎসাহিত করা, কল্যাণ সাধন ব্যতীত নিরবতা অবলম্বন করা এবং এগুলো ঈমানের অন্তর্ভুক্ত হওয়ার বর্ণনা
১৬. অধ্যায়ঃ রসূলুল্লাহ্ [সাঃআ:]-কে স্ত্রী, পুত্র, পরিজন ও পিতামাতা তথা সকলের চাইতে অধিক ভালোবাসা ওয়াজিব এবং যে ব্যক্তি এরূপ ভালোবাসবে না তার ঈমান নেই বলা হয়েছে
৭২
আনাস [রাঃআ:] হইতে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ [সাঃআ:] বলেছেনঃ “কোন বান্দা [রাবী আবদুল ওয়ারিসের বর্ণনায় কোন ব্যক্তি] ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ আমি তার নিকট তার পরিবার-পরিজন, ধন-সম্পদ ও অন্যান্য লোকদের চাইতে অধিকতর প্রিয় না হব।” [ই.ফা. ৭৪; ই.সে. ৭৬]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৭৩
আনাস ইবনি মালিক [রাঃআ:] হইতে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ [সাঃআ:] বলেছেনঃ তোমরা কেউই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তাহাঁর সন্তান-সন্ততি, পিতা-মাতা এবং অন্যান্য লোকদের চাইতে অধিকতর প্রিয় না হব। [ই.ফা. ৭৫; ই.সে. ৭৭]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৭. অধ্যায়ঃ নিজের জন্য যে কল্যাণ পছন্দ করে তা অপর মুসলিম ভাইয়ের জন্য পছন্দ করা ঈমানের বৈশিষ্ট্যের অন্তর্গত
৭৪
আনাস ইবনি মালিক [রাঃআ:] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নবি [সাঃআ:] বলেছেনঃ তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা যা পছন্দ করো তা অন্য ভাইয়ের জন্যও পছন্দ করিবে। আরো বর্ণনায় রয়েছে, প্রতিবেশীর জন্যও পছন্দ করিবে। [ই.ফা. ৭৬; ই.সে. ৭৮]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৭৫
আনাস [রাঃআ:] হইতে বর্ণিতঃ
নবি [সাঃআ:] বলেছেনঃ সে মহান সত্তার শপথ যাঁহার হাতে আমার প্রাণ! কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা যা পছন্দ করো তা অন্য ভাইয়ের জন্যও পছন্দ করিবে। অথবা তোমার প্রতিবেশীর জন্য। [ই.ফা. ৭৭; ই.সে. ৭৯]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৮. অধ্যায়ঃ প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম
৭৬
আবু হুরাইরাহ [রাঃআ:] হইতে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ [সাঃআ:] বলেছেনঃ যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না থাকে, সে জান্নাতে প্রবেশ করিবে না। [ই.ফা. ৭৮; ই.সে. ৮০]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৯. অধ্যায়ঃ প্রতিবেশী ও মেহমানকে সম্মান প্রদর্শন করিতে উৎসাহিত করা, কল্যাণ সাধন ব্যতীত নিরবতা অবলম্বন করা এবং এগুলো ঈমানের অন্তর্ভুক্ত হওয়ার বর্ণনা
৭৭
আবু হুরাইরাহ [রাঃআ:] হইতে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ [সাঃআ:] বলেনঃ যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, নতুবা চুপ থাকে। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে, সে যেন প্রতিবেশীর সাথে সদ্ধ্যবহার করে। যে ব্যক্তি আল্লাহর আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন মেহমানদের সমাদর করে। [ই.ফা. ৭৯; ই.সে. ৮১]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৭৮
আবু হুরাইরাহ [রাঃআ:] হইতে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ [সাঃআ:] বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর প্রতি ও আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি ও আখিরাতের উপর ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ও আখিরাতের উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে।
[ই.ফা. ৮০; ই.সে. ৮২]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৭৯
আবু হুরাইরাহ [রাঃআ:] হইতে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ [সাঃআ:] বলেছেনঃ পরবর্তী অংশ রাবী আবু হাসীনের অনুরূপ। তবে এতে রয়েছে “তার প্রতিবেশীর প্রতি যেন ভালো ব্যবহার করে।” [ই.ফা. ৮১; ই.সে. ৮৩]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৮০
আবু শুরায়হ্ আল খুযাঈ [রাঃআ:] হইতে বর্ণিতঃ
নবি [সাঃআ:] বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। আর যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে, নতুবা নিরবতা অবলম্বন করে। [ই.ফা. ৮২; ই.সে. ৮৪]
হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
Leave a Reply