পারস্যবাসী র [ইরান অধিবাসীদের] ফযিলত

পারস্যবাসী র [ইরান অধিবাসীদের] ফযিলত

পারস্যবাসী র [ইরান অধিবাসীদের] ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৫৯. অধ্যায়ঃ পারস্যবাসী র [ইরান অধিবাসীদের] ফযিলত

৬৩৯১. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

দ্বীন যদি আকাশের দূরবর্তী সুরাইয়া তারকারাজির নিকট থাকত তবে ইরানের যে কোন লোক তা নিয়ে আসত; কিংবা তিনি বলেছেন, কোন ইরানী সন্তান তা নিয়ে নিত।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৬৬, ইসলামিক সেন্টার- ৬৩১৫]

৬৩৯২. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমরা রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর নিকট উপবিষ্ট ছিলাম। তখন তাহাঁর উপর সূরাতুল জুমুআহ্ নাযিল হলো। যখন তিনি এ আয়াত পড়লেন- “আর [এ রসূলের আগমন] অপরাপর ব্যক্তিদের জন্যও যারা এখনো তাদের [মুমিনদের] সাথে এসে একত্রিত হয়নি”- [সূরাহ্ জুমুআহ্ ৬২:৩]। তখন এক লোক বলিল, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! এ লোকেরা কারা? রসূলুল্লাহ্ [সাঃআঃ] তার কোন প্রত্যুত্তর করিলেন না। এমন কি সে একবার অথবা দুবার অথবা তিনবার তাঁকে প্রশ্ন করিল। বর্ণনাকারী বলেন, আমাদের মাঝে তখন সালমান ফারিসী [রাদি.] ছিলেন। রাবী বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] তাহাঁর হাত সালমান [রাদি.]-এর উপর রাখলেন; তারপর বলিলেন, ঈমান যদি সুরাইয়া নক্ষত্ররাজির নিকট [অর্থাৎ- বহু দূরে] থাকত তবে অবশ্যই তাহাঁর সম্প্রদায়ের লোকেরা সেখানে পৌঁছে যেত।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৬৭, ইসলামিক সেন্টার- ৬৩১৬]

Comments

Leave a Reply