পায়খানায় প্রবেশের দোয়া এবং বের হওয়ার দোয়া

পায়খানায় প্রবেশের দোয়া এবং বের হওয়ার দোয়া

পায়খানায় প্রবেশের দোয়া এবং বের হওয়ার দোয়া << হিসনুল মুসলিম এর মুল সুচিপত্র দেখুন

পায়খানায় প্রবেশের দোয়া এবং বের হওয়ার দোয়া

পায়খানায় প্রবেশের দো‘আ
পায়খানা থেকে বের হওয়ার দো‘আ

৬. পায়খানায় প্রবেশের দো‘আ

بِسْمِ اللَّهِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبائِث

([বিসমিল্লাহি] আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা মিনাল খুব্‌সি ওয়াল খাবা-ইসি)

১০- “[আল্লাহর নামে।] হে আল্লাহ! আমি আপনার নিকট অপবিত্র নর জিন্ন ও নারী জিন্ন থেকে আশ্রয় চাই”।

বুখারী ১/৪৫, নং ১৪২; মুসলিম ১/২৮৩, নং ৩৭৫। শুরুতে অতিরিক্ত ‘বিসমিল্লাহ্‌’ উদ্ধৃত করেছেন সা‘ঈদ ইবন মানসূর। দেখুন, ফাতহুল বারী, ১/২৪৪।

৭. পায়খানা থেকে বের হওয়ার দো‘আ

غُفْرَانَكَ

(গুফরা-নাকা)

১১- “আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী।”

হাদীসটি নাসাঈ ব্যতীত সকল সুনান গ্রন্থকারই উদ্ধৃত করেছেন; তবে নাসাঈ তার ‘আমালুল ইয়াওমি ওয়াললাইলাহ’ গ্রন্থে (নং ৭৯) তা উদ্ধৃত করেছেন। আবূ দাউদ, নং ৩০; তিরমিযী, নং ৭; ইবন মাজাহ, নং ৩০০। আর শাইখ আলবানী সহীহ সুনান আবি দাউদে ১/১৯ একে সহীহ বলেছেন


Posted

in

by

Comments

One response to “পায়খানায় প্রবেশের দোয়া এবং বের হওয়ার দোয়া”

Leave a Reply