পানীয় দ্রব্যসমূহ
পানীয় দ্রব্যসমূহ
পর্বঃ ৭৪, পানীয় দ্রব্যসমূহ, অধ্যায়ঃ (১-৩১)=৩১টি
মদ হারাম হওয়ার আয়াত ও হাদীস। যেসব বস্তু থেকে মাদক তৈরি হয়
৭৪/১. অধ্যায়ঃ মহান আল্লাহর বাণীঃ হে বিশ্বাসীগণ ! মদ, জুয়া আর আস্তানা ও ভাগ্য নির্ধারক তীর ঘৃণিত শয়তানী কাজ, তোমরা তা বর্জন কর, যাতে তোমরা সাফল্যমণ্ডিত হইতে পার (সুরা আল-মায়িদা ৫ : ৯০)
৭৪/২. অধ্যায়ঃ আঙ্গুর থেকে তৈরি মদ
৭৪/৩. অধ্যায়ঃ মদ হারাম করে আয়াত অবতীর্ণ হয়েছে এবং তা থেকে তৈরী হত কাঁচা ও পাকা খেজুর থেকে।
৭৪/৪. অধ্যায়ঃ মধু থেকে তৈরী মদ। এটিকে পরিভাষায় বিতা বলে।
৭৪/৫. অধ্যায়ঃ মদ এমন পানীয় যা জ্ঞান লোপ করে দেয়।
৭৪/৬. অধ্যায়ঃ যে ব্যক্তি মদকে ভিন্ন নামে নামকরণ করে তা হালাল মনে করে।
৭৪/৭. অধ্যায়ঃ বড় ও ছোট পাত্রে নাবীয প্রস্তুত করা।
৭৪/৮. অধ্যায়ঃ বিভিন্ন ধরনের বরতন ও পাত্র ব্যবহার নিষেধ করার পর নাবী (সাঃআঃ)-এর পক্ষ থেকে পুনঃ অনুমতি প্রদান।
৭৪/৯. অধ্যায়ঃ শুকনো খেজুরের রস যতক্ষণ তা নেশা না সৃষ্টি করে।
৭৪/১০. অধ্যায়ঃ বাযাক (অর্থাৎ আঙ্গুরের হালকা জাল দেয়া রস)-এর বর্ণনা।
৭৪/১১. অধ্যায়ঃ যারা মনে করেন নেশাদার হবার পর কাঁচা ও পাকা খেজুর একসঙ্গে মিশানো ঠিক নয় এবং উভয়ের রসকে একত্র করা ঠিক নয়।
দুধ, পানি, মিষ্টান্ন, পান করার সুন্নত সমূহ। পাত্রগুলো ঢেকে রাখা
৭৪/১২. অধ্যায়ঃ দুধ পান করা
৭৪/১৩. অধ্যায়ঃ সুপেয় পানি তালাশ করা।
৭৪/১৪. অধ্যায়ঃ পানি মিশ্রিত দুধ পান করা।
৭৪/১৫. অধ্যায়ঃ মিষ্টান্ন ও মধু পান করা।
৭৪/১৬. অধ্যায়ঃ দাঁড়ানো অবস্থায় পান করা।
৭৪/১৮. অধ্যায়ঃ পান করার ব্যাপারে ডানের, তারপর ক্রমান্বয়ে ডানের ব্যক্তির অগ্রাধিকার।
৭৪/১৯. অধ্যায়ঃ পান করিতে দেয়ার ব্যাপারে বয়োজ্যেষ্ঠ লোককে অগ্রাধিকার দেয়ার জন্য তার ডানে অবস্থিত লোক থেকে অনুমতি গ্রহণ করিতে হইবে কি?
৭৪/২০. অধ্যায়ঃ অঞ্জলি ভরে হাউজের পানি পান করা।
৭৪/২১. অধ্যায়ঃ ছোটরা বড়দের খিদমত করিবে।
৭৪/২২. অধ্যায়ঃ পাত্রগুলো ঢেকে রাখা
৭৪/২৩. অধ্যায়ঃ মশকের মুখ খুলে তাতে মুখ লাগিয়ে পান করা।
৭৪/২৪. অধ্যায়ঃ মশ্কের মুখ থেকে পানি পান করা।
৭৪/২৫. অধ্যায়ঃ পান পাত্রে নিঃশ্বাস ফেলা।
৭৪/২৬. অধ্যায়ঃ দুই কিংবা তিন নিঃশ্বাসে পানি পান করা।
৭৪/২৭. অধ্যায়ঃ স্বর্ণের পাত্রে পানি পান করা
৭৪/২৮. অধ্যায়ঃ স্বর্ণ ও রৌপ্য পাত্রে পানি পান করা।
৭৪/২৯. অধ্যায়ঃ পেয়ালায় পান করা
৭৪/৩০. অধ্যায়ঃ নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম)-এর ব্যবহৃত পেয়ালায় পান করা এবং তাহাঁর পাত্রসমূহের বর্ণনা।
৭৪/৩১. অধ্যায়ঃ বরকত পান করা ও বরকতযুক্ত পানির বর্ণনা।
Leave a Reply