পানি গোলাম পশু ক্রয় বিক্রয় বায়না, জায়িহা, শুফআহ

পানি গোলাম পশু ক্রয় বিক্রয় বায়না, জায়িহা, শুফআহ

পানি গোলাম পশু ক্রয় বিক্রয় বায়না, জায়িহা, শুফআহ >>আবুদ দাউদ শরীফ এর মুল সুচিপত্র পড়ুন

অধ্যায়ঃ ২৪, অনুচ্ছেদঃ ৬০-৭৭=১৮টি

অনুচ্ছেদ-৬০ঃ প্রাকৃতিক দুর্যোগে ফল-ফসল বিনষ্ট হলে তার ক্ষতিপূরণ
অনুচ্ছেদ-৬১ঃ জায়িহাহ শব্দের ব্যাখ্যা
অনুচ্ছেদ-৬২ঃ পানির প্রবাহ বন্ধ করা নিষেধ
অনুচ্ছেদ-৬৩ঃ প্রয়োজনের অতিরিক্ত পানি বিক্রি করা
অনুচ্ছেদ-৬৪ঃ বিড়াল বিক্রয় মূল্য সম্পর্কে
অনুচ্ছেদ-৬৫ঃ কুকুর বিক্রয় মূল্য সম্পর্কে
অনুচ্ছেদ-৬৬ঃ মদ ও মৃত জীবের মূল্য
অনুচ্ছেদ-৬৭ঃ হস্তগত করার আগে খাদ্যশস্য বিক্রয়
অনুচ্ছেদ-৬৮ঃ ক্রয় বিক্রয়ের সময় যে ব্যক্তি বলে, ধোঁকাবাজি করা চলবে না
অনুচ্ছেদ-৬৯ঃ উরবান [বায়না] প্রসঙ্গ
অনুচ্ছেদ-৭০ঃ কোন ব্যক্তির এমন বস্তু বিক্রয় করা যা নিজের কাছে নেই
অনুচ্ছেদ-৭১ঃ ক্রয়-বিক্রয়ে শর্তারোপ
অনুচ্ছেদ-৭২ঃ গোলাম ক্রয়-বিক্রয়
অনুচ্ছেদ-৭৩ঃ কৃতদাস ক্রয় করে কাজে নিয়োগের পর তার মধ্যে ত্রুটি পাওয়া গেলে
অনুচ্ছেদ-৭৪ঃ পণ্যে বিদ্যমান থাকাবস্থায় ক্রেতা-বিক্রেতার মাঝে মতভেদ হলে
অনুচ্ছেদ-৭৫ঃ শুফআহ
অনুচ্ছেদ-৭৬ঃ দেউলিয়া সাব্যস্ত ব্যক্তির নিকট নিজের মাল অক্ষত অবস্থায় পেলে
অনুচ্ছেদ-৭৭ঃ যে ব্যক্তি অক্ষম পশুকে সবল করে

অনুচ্ছেদ-৬০ঃ প্রাকৃতিক দুর্যোগে ফল-ফসল বিনষ্ট হলে তার ক্ষতিপূরণ

৩৪৬৯. আবু সাঈদ আল-খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহর [সাঃআঃ] যুগে এক ব্যক্তি [বাগানের] ফল কিনে লোকসানে পড়ে খুব ঋণগ্রস্ত হলে রসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেনঃ তোমরা তাহাকে সদাক্বাহ প্রদান করো। লোকেরা সদাক্বাহ দিলো কিন্তু তা তার ঋণ পরিশোধের সমপরিমাণ হলো না। অতঃপর রসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেনঃ [ হে পাওনাদার] যা পেয়েছো তা নিয়ে নাও, এর অতিরিক্ত আর পাবে না।

সহীহঃ ইবনি মাজাহ [২৩৫৬]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৭০. জাবির ইবনি আব্দুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ তুমি যদি তোমার কোন ভাইয়ের কাছে বাগানের খেজুর বিক্রি করো এবং তা প্রাকৃতিক দুর্যোগে বিনষ্ট হয়ে যায়, তাহলে তার কাছ থেকে কোন মূল্য গ্রহণ তোমার জন্য বৈধ নয়। তুমি কিসের বিনিময়ে তোমার ভাইয়ের কাছ থেকে অন্যায়ভাবে মূল্য গ্রহণ করিবে?

সহীহঃ ইবনি মাজাহ [২২১৯]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

অনুচ্ছেদ-৬১ঃ জায়িহাহ শব্দের ব্যাখ্যা

৩৪৭. আত্বা [রহমাতুল্লাহি আলাইহি] সূত্র হইতে বর্ণীতঃ

তিনি বলেন, জায়িহাহ বলা হয় এমন প্রাকৃতিক দুর্যোগকে যাতে প্রকাশ্য ক্ষতিসাধন হয়ে থাকে। যেমন অতিবৃষ্টি, তুষারপাত, পঙ্গপালের আক্রমন, ঝড়, অগ্নিকান্ড ইত্যাদি।

হাদিসের তাহকিকঃ হাসান মাকতু

৩৪৭২. ইয়াহইয়া ইবনি সাঈদ [রহমাতুল্লাহি আলাইহি] সূত্র হইতে বর্ণীতঃ

তিনি বলেন, মূলধনের এক-তৃতীয়াংশের কম বিনষ্ট হলে তা প্রাকৃতিক দুর্যোগ গণ্য নয়। ইয়াহইয়া [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, এটাই মুসলিমদের প্রচলিত নিয়ম।

হাদিসের তাহকিকঃ হাসান মাকতু

অনুচ্ছেদ-৬২ঃ পানির প্রবাহ বন্ধ করা নিষেধ

৩৪৭৩. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেনঃ অতিরিক্ত পানি থেকে কাউকে বাধা দেয়া যাবে না। কেননা এতে ঘাস [বাঁচিয়ে রাখাকেই] বাধা দেয়া হইবে।

সহীহঃ ইবনি মাজাহ [২৪৭৮]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৭৪. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেনঃ ক্বিয়ামাতের দিন তিন ধরনের লোকের সাথে মহান আল্লাহ কথা বলবেন না-

[১] যে ব্যক্তি তার কাছে রক্ষিত অতিরিক্ত পানি থেকে পথিক ব্যক্তিকে বাঁধা দেয়;

[২] যে ব্যক্তি আসরের পর কোন জিনিসের মূল্য নিয়ে মিথ্যা শপথ করে এবং

[৩] যে ব্যক্তি ইমামের কাছে বাইআত গ্রহণ করে। এরপর ঈমাম তাহাকে পার্থিব স্বার্থ দান করলে সে তার আনুগত্য করে, আর স্বার্থ হাসিল না হলে আনুগত্যের শপথ ভঙ্গ করে।

সহীহঃ ইবনি মাজাহ [২২০৭]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৭৫. আল-আমাশ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে একই সনদ হইতে বর্ণীতঃ

অনুরূপ অর্থের হাদিস বর্ণিত। এই আরো রয়েছেঃ [আল্লাহ] তাহাদেরকে পবিত্র করবেন না এবং তাহাদের জন্য রয়েছে নির্মম শাস্তি। আর মালের উপর কসম খাওয়ার অর্থ হলো এরূপ বলাঃ আল্লাহর নামে শপথ করে বলছি, এ মাল এতো এতো দামে কিনতে চেয়েছিল। এ কথা শুনে বর্তমান ক্রেতা বিশ্বাস করে তার নির্ধারিত মূল্যে তা কিনে নিলো।

সহীহঃ এর পূর্বেরটি দেখুন। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৭৬. বুহাইসাহ নাম্নী নামক জনৈক মহিলা হইতে তার পিতার সূত্র হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমার পিতা নাবী [সাঃআঃ] এর নিকট অনুমতি চেয়ে তাহাঁর শরীরের জামার ভেতর মুখ ঢুকিয়ে তাহাকে চুমু দিলেন এবং জড়িয়ে ধরলেন। অতঃপর বলিলেন, হে আল্লাহর নাবী! কোন জিনিস থেকে বাধা দেয়া হালাল নয়? তিনি বলিলেনঃ পানি। তিনি আবার বলিলেন, হে আল্লাহর নাবী! কোন জিনিস থেকে বাধা দেয়া হালাল নয়? তিনি বলিলেনঃ লবণ। তিনি আবার বলিলেন, হে আল্লাহর নাবী! কোন জিনিস দেয়া থেকে নিষেধ করা যায় না? তিনি বলিলেনঃ তুমি যত ভালো কাজ করিবে তোমার ততোই মঙ্গল হইবে।

দুর্বলঃ এটি যাকাত অধ্যায়ের শেষ দিকে গত হয়েছে। হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস

৩৪৭৭. আবু খিদাশ [রহমাতুল্লাহি আলাইহি] নাবী [সাঃআঃ] এর জনৈক মুহাজির সাহাবীর কাছ হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি নাবী [সাঃআঃ] এর সাথে তিনবার যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি তাঁকে বলিতে শুনেছিঃ মুসলিমরা তিনটি জিনিসে সমানভাবে অংশীদারঃ পানি, ঘাস ও আগুন।

সহীহঃ ইরওয়া [৬/৭] পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

অনুচ্ছেদ-৬৩ঃ প্রয়োজনের অতিরিক্ত পানি বিক্রি করা

৩৪৭৮. ইয়াস ইবনি আব্‌দ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] প্রয়োজনের অতিরিক্ত পানি বিক্রি করিতে নিষেধ করেছেন।

সহীহঃ ইবনি মাজাহ [২৪৭৬]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

অনুচ্ছেদ-৬৪ঃ বিড়াল বিক্রয় মূল্য সম্পর্কে

৩৪৭৯. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

নাবী [সাঃআঃ] কুকুর ও বিড়ালের বিক্রয় মূল্য গ্রহণ করিতে নিষিদ্ধ করেছেন।

সহীহঃ আহাদীসুল বুয়ূ।

পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৮০. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

নাবী [সাঃআঃ] বিড়ালের বিক্রয় মূল্য [গ্রহণ করিতে] নিষিদ্ধ করেছেন।

পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

অনুচ্ছেদ-৬৫ঃ কুকুর বিক্রয় মূল্য সম্পর্কে

৩৪৮১. আবু মাসউদ আল-আনসারী [রাদি.] হইতে বর্ণীতঃ

নাবী [সাঃআঃ] কুকুর বিক্রয় মূল্য, ব্যভিচারের মাধ্যমে অর্জিত আয় এবং গণকের ভেট নিষিদ্ধ করেছেন।

সহীহঃ ইবনি মাজাহ [২১৫৯]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৮২. আবদুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] কুকুরের মূল্য নিষিদ্ধ করেছেন। কেউ কুকুরের মূল্য চাইতে এলে মাটি দিয়ে তার হাতের মুষ্টি ভরে দিবে।

পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৮৩, আওন ইবনি আবু জুহাইফাহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

তার পিতা বলিয়াছেন, রসূলুল্লাহ [সাঃআঃ] কুকুরের মূল্য গ্রহণ করিতে নিষেধ করেছেন।

পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৮৪. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেনঃ কুকুরের বিক্রয় মূল্য, গণকের ভেট এবং ব্যভিচারের মাধ্যমে আয় ভক্ষণ করা হালাল নয়।

সহীহঃ নাসায়ী [৪২৯৩]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

অনুচ্ছেদ-৬৬ঃ মদ ও মৃত জীবের মূল্য

৩৪৮৫. . আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ নিশ্চয়ই মহান আল্লাহ মদ ও মদের মূল্য হারাম করেছেন, মৃত জন্তু ও এর মূল্য হারাম করেছেন এবং শূকর ও এর মূল্য হারাম করেছেন।

সহীহঃ আহাদীসুল বুয়ূ। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৮৬. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি মাক্কাহ বিজয়ের বছর সেখানে অবস্থানকালে রসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনেছেনঃ নিশ্চয়ই মহান আল্লাহ মদ, মৃত জন্তু, শূকর ও মূর্তির ক্রয়-বিক্রয় হারাম করেছেন। বলা হলো, হে আল্লাহর রাসূল! মৃত জন্তুর চর্বি নৌকায় লাগানো হয়, চামড়া বস্তুতে ব্যবহার করা হয় এবং লোকজন এর দ্বারা বাতি জ্বালায়। এর ক্রয়-বিক্রয় সম্পর্কে আপনার কি অভিমত? তিনি বলেনঃ না, এগুলো হারাম। রসূলুল্লাহ [সাঃআঃ] আরো বলেনঃ আল্লাহ ইয়াহুদীদের ধ্বংস করুন! মহান আল্লাহ যখন তাহাদের জন্য চর্বি হারাম করিলেন, তখন তারা চর্বি গলিয়ে বিক্রি করলো এবং এর মূল্য ভক্ষণ করলো।

সহীহঃ ইবনি মাজাহ [২১৬৭]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৮৭. ইয়াযীদ ইবনি আবু হাবীব [রহমাতুল্লাহি আলাইহি] সূত্র হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আত্বা [রহমাতুল্লাহি আলাইহি] জাবির [রাদি.] সূত্রে উপরোক্ত হাদিসের অনুরূপ হাদিস আমাকে লিখে পাঠালেন। তিনি তাতে এটি হারাম কথাটুকু উল্লেখ করেননি।

আমি এটি সহিহ এবং যঈফেও পাইনি। হাদিসের তাহকিকঃ নির্ণীত নয়

৩৪৮৮. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে কাবার রুকনের নিকট বসে থাকতে দেখি। ইবনি আব্বাস বলেন, তিনি আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং তিনবার বলিলেনঃ মহান আল্লাহ ইয়াহুদীদের অভিশপ্ত করুন। নিশ্চয়ই মহান আল্লাহ তাহাদের জন্য চর্বি হারাম করেছিলেন। কিন্ত তারা তা বিক্রি করে এর মূল্য ভক্ষণ করতো। অথচ আল্লাহ যখন কোন জাতির জন্য কোন বস্তু খাওয়া হারাম করেন তখন তার মূল্যও হারাম করেন। খালিদ ইবনি আবদুল্লাহ বর্ণিত হাদিসে আমি তাঁকে দেখেছি কথাটি উল্লেখ নাই। তিনি বর্ণনা করেছেনঃ আল্লাহ ইয়াহুদীদের ধ্বংস করুন।

সহীহঃ আহাদীসুল বুয়ূ। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৮৯. মুগীরাহ ইবনি শুবাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেনঃ যে ব্যক্তি মদ বিক্রি করলো, সে যেন [খাওয়ার জন্য] শূকরের গোশত প্রস্তুত করলো।

দুর্বলঃ যঈফাহ [৪৫৬৬], যয়ীফ আল-জামিউস সাগীর [৫৪৯৯]। হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস

৩৪৯০. আয়িশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, যখন সূরাহ বাক্বারাহ্র শেষের দিকের আয়াতগুলো অবতীর্ণ হলো, রসূলুল্লাহ [সাঃআঃ] বেরিয়ে এসে আমাদেরকে তা পড়ে শুনালেন। তিনি বলিলেনঃ মদের ব্যবসা হারাম করা হয়েছে।

সহীহঃ আহাদীসুল বুয়ূ। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৯১. আমাশ [রহমাতুল্লাহি আলাইহি] তার নিজস্ব সনদ হইতে বর্ণীতঃ

একই অর্থের হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, [সূরাহ বাকারাহ্র] শেষের আয়াতগুলো সূদ [হারাম] সম্পর্কিত।

সহীহঃ এর পূর্বেরটি দেখুন। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

অনুচ্ছেদ-৬৭ঃ হস্তগত করার আগে খাদ্যশস্য বিক্রয়

৩৪৯২. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেনঃ কেউ খাদ্যশস্য ক্রয় করলে তা হস্তগত না করা পর্যন্ত পুনরায় বিক্রি করিবে না।

সহীহঃ ইবনি মাজাহ [২২২৬]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৯৩. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমরা রসূলুল্লাহ [সাঃআঃ] এর যুগে খাদ্যশস্য কিনতাম। আমাদের নিকট লোক পাঠানো হতো, যিনি আমাদেরকে আদেশ করিতেনঃ পুনরায় বিক্রি করার পূর্বে যে স্থানে আমরা তা কিনেছি সেখান থেকে তা অন্যত্র সরিয়ে নিবে।

সহীহঃ নাসায়ী [৪৬০৫] পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৯৪. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, লোকেরা বাজারের একটি উঁচু জায়গায় স্তূপ করে খাদাশস্য কিনতো। রসূলুল্লাহ [সাঃআঃ] ক্রয়কৃত বস্তু অন্যত্র সরিয়ে নেয়ার আগে বিক্রি করিতে নিষেধ করেন।

সহীহঃ নাসায়ী [৪৬০৬] পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৯৫. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] কোন ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাপে খাদ্যশস্য কেনার পর তা হস্তগত করার পূর্বে পুনরায় বিক্রি করিতে নিষেধ করেছেন।

সহীহঃ নাসায়ী [৪৬০৪] পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৯৬. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেনঃ কেউ খাদ্যবস্তু কিনে তা পরিমাপ করার পূর্বে যেন পুনরায় বিক্রি না করে। বর্ণনাকারী আবু বাক্‌রের বর্ণনায় আরো রয়েছেঃ তিনি [তাউসের পিতা] বলেন, আমি ইবনি আব্বাস [রাদি.]-কে জিজ্ঞেস করলাম, তা কেন? তিনি বলেন, তুমি কি দেখছো না! তারা সোনার [দীনারের] বিনিময়ে খাদ্যশস্য বিক্রি করতো, অথচ ঐ খাদ্যশস্য বিক্রেতার দখলেই আছে।

সহীহঃ ইবনি মাজাহ [২২২৭]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৯৭. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেনঃ তোমাদের কেউ যেন খাদ্যশস্য কিনে তা হস্তগত করার পূর্বে বিক্রি না করে। মুসাদ্দাদ অতিরিক্ত বর্ণনা করেন যে, ইবনি আব্বাস [রাদি.] বলিয়াছেন, আমার মতে প্রত্যেক জিনিসের ক্ষেত্রেই খাদ্যদ্রব্যের অনুরূপ হুকুম।

সহীহঃ এর পূ্র্বেরটি দেখুন। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৯৮. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, খাদ্যশস্যের স্তুপ ক্রয় করে তা নিজের গন্তব্য স্হানে পৌঁছানোর অগে বিক্রির অপরাধে রসূলুল্লাহর [সাঃআঃ] যুগে লোকদেরকে মারধোর করা হতো।

সহীহঃ নাসায়ী [৪৬০৮] পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৪৯৯. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি বাজারে গিয়ে যাইতূন কিনলাম। তা আমার হস্তগত হলে এক ব্যক্তি এসে আমাকে এর একটা ভালো মুনাফা দিতে চাইলো। আমি তাহাকে যাইতূন প্রদানের ইচ্ছা করলে পেছন থেকে এক ব্যক্তি আমার বাহু ধরলেন। তাকিয়ে দেখি যায়িদ ইবনি সাবিত [রাদি.]। তিনি বলিলেন, যেখান থেকে কিনেছেন সেখানে বিক্রি করবেন না, আপনার স্থানে নিয়ে গিয়ে বিক্রি করুন। কারণ রসূলুল্লাহ [সাঃআঃ] ব্যবসায়ীদেরকে পণ্যদ্রব্য ক্রয়ের পর নিজের জায়গায় স্থানান্তরিত করার আগে বিক্রি করিতে নিষেধ করেছেন।

হাসানঃ পূ্র্বেরটি দ্বারা। হাদিসের তাহকিকঃ হাসান হাদিস

অনুচ্ছেদ-৬৮ঃ ক্রয় বিক্রয়ের সময় যে ব্যক্তি বলে, ধোঁকাবাজি করা চলবে না

৩৫০০. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ

একদা রসূলুল্লাহ [সাঃআঃ] এর নিকট এ লোক অভিযোগ করলো যে, সে ক্রয়-বিক্রয়ের সময় প্রতারিত হয়। তিনি তাহাকে বলিলেনঃ যখন তুমি ক্রয়-বিক্রয় করিবে তখন বলবে, ধোঁকাবাজি করা চলবে না। অতঃপর লোকটি যখন ক্রয়-বিক্রয় করতো তখন বলতো, যেন ধোঁকাবাজি না করা হয়।

সহীহঃ নাসায়ী [৪৪৮৪]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৫০১, আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহর [সাঃআঃ] যুগে এক ব্যক্তির জ্ঞান-বুদ্ধি কম থাকায় ক্রয়-বিক্রয়ে ঠকে যেতো। তার পরিবারের লোকেরা নাবী [সাঃআঃ] এর নিকট এসে অভিযোগ করলো, হে আল্লাহর নাবী! অমুককে ক্রয়-বিক্রয় করিতে নিষেধ করে দিন। করণ এ বিষয়ে তার জ্ঞান-বুদ্ধি কম। তখন নাবী [সাঃআঃ] তাহাকে ডেকে এনে ক্রয়-বিক্রয়ে জড়াতে নিষেধ করিলেন। সে বললো, হে আল্লাহর রাসূল! ক্রয়-বিক্রয় থেকে আমি ধৈর্য ধরতে পারবো না। নাবী [সাঃআঃ] বলিলেনঃ যদি তুমি ক্রয়-বিক্রয় ছাড়তে না পারো তাহলে লেনদেন করার সময় বলবে, মূল্য দাও, পন্য নাও, খবরদার! ধোঁকাবাজি করা চলবে না।

সহীহঃ ইবনি মাজাহ [২৩৫৪]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

অনুচ্ছেদ-৬৯ঃ উরবান [বায়না] প্রসঙ্গ

৩৫০২. আমর ইবনি শুআইব তার পিতা হইতে তার দাদার সূত্র হইতে বর্ণীতঃ

তিনি [দাদা] বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] উরবান পদ্ধতিতে ক্রয়-বিক্রয় করিতে নিষেধ করেছেন। ঈমাম মালিক [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আল্লাহই অধিক জ্ঞাত, আমার মতে এ ধরনের পদ্ধতি নিম্নরূপঃ কেউ একটি গোলাম কিনলো অথবা পশু ভাড়া করলো, তারপর বললো, আমি তোমাকে এই শর্তে একটি দীনার [বায়না] দিলাম যে, যদি আমি গোলাম ক্রয় না করি অথবা পশু ভাড়া না নেই তাহলে এই দীনার তোমার।

দুর্বলঃ ইবনি মাজাহ [২১৯২], মিশকাত [২৮৬৪], যয়ীফ আল-জামিউস সাগীর [৬০৬০]। হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস

অনুচ্ছেদ-৭০ঃ কোন ব্যক্তির এমন বস্তু বিক্রয় করা যা নিজের কাছে নেই

৩৫০৩. হাকীম ইবনি হিযাম [রাদি.] হইতে বর্ণীতঃ

একদা তিনি বলেন, হে আল্লাহর রাসূল! কোন ব্যক্তি আমার নিকট এসে এমন জিনিস কিনতে চায় যা আমার কাছে নেই। আমি কি বাজার থেকে তার জন্য ঐ জিনিস কিনে আনবো? তিনি বলেনঃ তোমার কাছে যা নেই তা বিক্রি করো না।

সহীহঃ ইবনি মাজাহ [২১৮৭]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৫০৪. আবদুল্লাহ্ ইবনি আমর [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেনঃ বিক্রয়ের সাথে ঋণের শর্ত যোগ করা, একই লেনদেনে দুই রকম শর্ত নির্ধারণ করা, যিম্মাদারী ছাড়া কোন বস্তু থেকে মুনাফা গ্রহন করা এবং যা তোমার কাছে নেই তা বিক্রি করা জায়িয নয়।

হাসান সহীহঃ ইবনি মাজাহ [২১৮৮]। হাদিসের তাহকিকঃ হাসান সহিহ

অনুচ্ছেদ-৭১ঃ ক্রয়-বিক্রয়ে শর্তারোপ

৩৫০৫. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি নাবী [সাঃআঃ] এর কাছে আমার উট বিক্রি করি এই শর্তে যে, আমি তাতে আরোহণ করে বাড়ি পৌঁছবো। অতঃপর বর্ণনাকারী অবশিষ্ট ঘটনা বর্ণনা করেন। রসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেনঃ তুমি কি মনে করছো, আমি তোমার উটটি কিনতে বিলম্ব করছি, এজন্য যে, তোমার কাছ থেকে তা [কম দামে] নিবো। যাও! তুমি তোমার উট এবং সাথে এর মূল্যও নিয়ে যাও। তুমি দুটোই নাও।

সহীহঃ আহাদীসূল বুয়ূ। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

অনুচ্ছেদ-৭২ঃ গোলাম ক্রয়-বিক্রয়

৩৫০৬. উক্ববাহ ইবনি আমির [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ বিক্রয়ের পর দাস অথবা দাসীর মধ্যে দোষ পরিলক্ষিত হলে বিক্রেতা তিন দিন পর্যন্ত দায়ী থাকিবে।

দুর্বলঃ ইবনি মাজাহ [২২৪৪, ২২৪৫], যয়ীফ আল-জামিউস সাগীর [৩৮৩২]। হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস

৩৫০৭. ক্বাতাদাহ [রহমাতুল্লাহি আলাইহি] তার সনদ হইতে বর্ণীতঃ

একই অর্থবোধক হাদিস বর্ণনা করেছেন। তিনি আরো বর্ণনা করেন, ক্রেতা তিন দিনের মধ্যে কোন দোষ দেখিতে পেলে বিনা প্রমাণে ফেরত দিতে পারবে। আর তিন দিন অতিবাহিত হওয়ার পর ত্রুটি দেখিতে পেলে ক্রেতাহাকে প্রমাণ দিতে হইবে যে, তার ক্রয়ের সময়ই এই দোষ বিদ্যমান ছিল। ঈমাম আবু দাউদ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, এটা ক্বাতাদাহ্র নিজস্ব ব্যাখ্যা।

দুর্বলঃ এর পূর্বেরটি দেখুন। আর ক্বাতাদাহ পর্যন্ত এর সনদ সহিহ।হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস

অনুচ্ছেদ-৭৩ঃ কৃতদাস ক্রয় করে কাজে নিয়োগের পর তার মধ্যে ত্রুটি পাওয়া গেলে

৩৫০৮. আয়িশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেনঃ মুনাফা ঝুঁকির অনুগামী।

হাসানঃ ইবনি মাজাহ [২২৪২]। হাদিসের তাহকিকঃ হাসান হাদিস

৩৫০৯. মাখলাদ ইবনি কুফাক আল-গিফারী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি এবং কতিপয় লোকের যৌথ মালিকানায় একটি গোলাম ছিলো। কতিপয় অংশীদারের অনুপস্থিতিতে আমি তাহাকে কাজে নিয়োগ করলে সে আমার জন্য কিছু উপার্জন করে আনলো। আমার এক অংশীদার এই আয়ে তার অংশ দাবি করে কোন এক বিচারকের কাছে মোকদ্দমা দায়ের করলো। বিচারক আমাকে অংশীদারের অংশ ফেরত দিতে নির্দেশ দিলেন। আমি উরওয়াহ ইবনি যুবাইরের কাছে এসে বিষয়টি জানালাম। উরওয়াহ বিচারকের কাছে এসে তাহাকে আয়িশাহ [রাদি.] এর সূত্রে বর্ণিত রসূলুল্লাহ [সাঃআঃ] এর ফায়সালা শুনালেনঃ মুনাফা ঝুঁকির সাথে সম্পৃক্ত।

হাসানঃ এর পূর্বেরটি দেখুন। হাদিসের তাহকিকঃ হাসান হাদিস

৩৫১০. আয়িশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

এক ব্যক্তি একটি ক্রীতদাস কিনলো। আল্লাহ যতদিন চাইলেন গোলামটি তার কাছেই থাকলো। অতঃপর সে তার মধ্যে দোষ দেখিতে পেলো। তখন লোকটি বিক্রেতার বিরুদ্ধে নাবী [সাঃআঃ] কাছে অভিযোগ পেশ করলো। তিনি গোলামটি বিক্রেতাহাকে ফেরত দিলেন। বিক্রেতা বললো, হে আল্লাহর রাসূল! আমার গোলাম এতো দিনে যা উপার্জন করেছে [তার কি হইবে]? রসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেনঃ মুনাফা ঝুঁকির সাথে সম্পৃক্ত। ঈমাম আবু দাউদ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, এই হাদিসের সনদ তেমন নির্ভরযোগ্য নয়।

হাসানঃ এর পূর্বেরটি দ্বারা। হাদিসের তাহকিকঃ হাসান হাদিস

অনুচ্ছেদ-৭৪ঃ পণ্যে বিদ্যমান থাকাবস্থায় ক্রেতা-বিক্রেতার মাঝে মতভেদ হলে

৩৫১১. আবদুর রহমান ইবনি ক্বায়িস ইবনি মুহাম্মাদ ইবনিল আশআস [রহমাতুল্লাহি আলাইহি] হইতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্র হইতে বর্ণীতঃ

তিনি [ক্বায়িস] বলেন, আশআস [রাদি.] আবদুল্লাহ ইবনি মাসউদ [রাদি.] এর কাছ থেকে বিশ হাজার দিরহামে কয়েকটি গোলাম কিনলেন। এগুলো তিনি পেয়েছিলেন গনীমাতের এক-পঞ্চমাংশ থেকে। আবদুল্লাহ ইবনি মাসউদ [রাদি.] তার কাছে দাম চেয়ে পাঠালেন। তিনি বলিলেন, আমি দশ হাজার দিরহামে কিনেছি। আবদুল্লাহ [রাদি.] বলিলেন, তুমি এমন কোন ব্যক্তিকে বেছে নাও, যিনি আমার ও তোমার মাঝে মধ্যস্থতা করবেন। আবদুল্লাহ [রাদি.] বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনিয়াছি। ক্রেতা ও বিক্রেতার মাঝে মতভেদ হলে যদি এ ব্যাপারে কারো কাছে কোন প্রমাণ না থাকে তাহলে পণ্যের মালিকের কথা গ্রহণযোগ্য হইবে কিংবা উভয়েই চুক্তি বাতিল করিবে।

সহীহঃ ইবনি মাজাহ [২১৮৬] পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৫১২. আল-ক্বাসিম ইবনি আবদুর রহমান [রহমাতুল্লাহি আলাইহি] হইতে তার পিতার সূত্র হইতে বর্ণীতঃ

আবদুল্লাহ ইবনি মাসউদ [রাদি.] আশআস ইবনি ক্বায়িস [রাদি.] এর কাছে কিছু গোলাম বিক্রি করেন। অতঃপর হাদিসের বাকী অংশ উপরের হাদিসের অনুরূপ। তবে এতে কিছু কম-বেশী আছে।

সহীহঃ এর পূর্বেরটি দেখুন। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

অনুচ্ছেদ-৭৫ঃ শুফআহ

৩৫১৩. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেনঃ প্রত্যেক শরীকানা সম্পদে শুফআর অধিকার আছে। চাই তা বাড়ি হোক কিংবা বাগান। অন্যান্য শরীকদের না জানিয়ে তা বিক্রি করা উচিত নয়। কেউ যদি শরীককে না জানিয়ে বিক্রি করে তাহলে অপর শরীকদার শুফআর অধিকারী হইবে। অবশ্য সে বিক্রিতে সম্মতি দিলে ভিন্ন কথা।

সহীহঃ নাসায়ী [৪৬৪৬]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৫১৪. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] এমন সম্পত্তিতে শুফআর ব্যবস্থা রেখেছেন যা এখনও বণ্টন করা হয়নি। সীমানা চিহ্নিত হয়ে গেলে এবং পৃথক রাস্তা করা হয় আর শুফআর অধিকার থাকে না।

সহীহঃ ইবনি মাজাহ [২৪৯৯]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৫১৫. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেনঃ যখন জমীন ভাগ করা হয়ে যায় এবং সীমানা নির্ধারণ হয়ে যায় তখন আর শুফআর অধিকার থাকে না।

সহীহঃ ইবনি মাজাহ [২৪৯৭]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৫১৬. আবু রাফি [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি নাবী [সাঃআঃ]-কে বলিতে শুনেছেনঃ প্রতিবেশী তার নৈকট্যের কারণে শুফআর অধিক হকদার।

সহীহঃ ইবনি মাজাহ [২৪৯৮] পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৫১৭. মাসুরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

নাবী [সাঃআঃ] বলিয়াছেনঃ ঘরের নিকটবর্তী প্রতিবেশী তার প্রতিবেশীর ঘর ও জমি কেনার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

সহীহঃ তিরমিজি [১৩৯৩]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৫১৮. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেনঃ প্রতিবেশী তার প্রতিবেশীর শুফআর বেশি হক্বদার। সে অনুপস্থিত থাকলে তার জন্য অপেক্ষা করিতে হইবে যদি তাহাদের উভয়ের যাতায়াতের পথ এক হয়।

সহীহঃ ইবনি মাজাহ [২৪৯৪] পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

অনুচ্ছেদ-৭৬ঃ দেউলিয়া সাব্যস্ত ব্যক্তির নিকট নিজের মাল অক্ষত অবস্থায় পেলে

৩৫১৯. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ যদি কেউ দেউলিয়া হয়ে যায় তাহলে যে ব্যক্তি তার কাছে নিজের মাল অক্ষত অবস্থায় পাবে সে-ই ঐ মালের অধিক হক্বদার হইবে অন্যান্য পাওনাদারদের তুলনায়।

সহীহঃ ইবনি মাজাহ [২৩৫৮]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৫২০. আবু বাকর ইবনি আবদুর রহমান ইবনিল হারিস ইবনি হিশাম [রাদি.] সূত্র হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেনঃ কোন ব্যক্তি মাল বিক্রি করার পর যদি ক্রেতা দেউলিয়া হয়ে যায় এবং বিক্রেতা তার কাছ থেকে এর মূল্য আদায় করিতে না পারে তাহলে সে তার বিক্রিত পণ্য ক্রেতার নিকট অক্ষত অবস্থায় পেলে সে-ই হইবে ঐ মালের অধিক হক্বদার। ক্রেতা মারা গেলে বিক্রেতা অন্যান্য পাওনাদারের মতই একজন পাওনাদার গণ্য হইবে।

সহীহঃ ইবনি মাজাহ [২৩৫৯]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৫২১. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

আবু হুরায়রা [রাদি.] হইতে নাবী [সাঃআঃ] এর সূত্রে অনুরূপ হাদিস বর্ণিত। এতে রয়েছেঃ নাবী [সাঃআঃ] বলেনঃ ক্রেতা পণ্যের মূল্য কিছু পরিশোধ করে থাকে তাহলে বিক্রেতা তার অবশিষ্ট পাওনার ক্ষেত্রে অন্যান্য পাওনাদারের মতই একজন পাওনাদার গণ্য হইবে। কোন ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায় যে, তার কাছে বিক্রেতার মাল অক্ষত রয়েছে। তাহলে বিক্রেতা তার কাছ থেকে কিছুটা মূল্য পেয়ে থাকুক বা না থাকুক, উভয় অবস্থায় সে অন্যান্য পাওনাদারের মতই গণ্য হইবে।

সহীহঃ এর পূর্বেরটি দেখুন। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৫২২. আবু বকর ইবনি আবদুর রহমান ইবনিল ইবনি হিশাম [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেন, অতঃপর মালিক বর্ণিত হাদিসের অনুরূপ। এতে আরো আছেঃ সে মূল্যের কিছু অংশ পরিশোধ করে থাকলে বিক্রেতা অপরাপর পাওনাদারের মতই একজন পাওনাদার গণ্য হইবে। ঈমাম আবু দাউদ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, মালিক বর্ণিত হাদিসটি অধিকতর সহিহ।

সহীহঃ ইরওয়া [৫/২৬৯-২৭০]। পানি গোলাম পশু ক্রয় বিক্রয় হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৩৫২৩. উমার ইবনি খালদাহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একদা আমরা আমাদের এক দেউলিয়া সাথীর মোকদ্দমা নিয়ে আবু হুরায়রা [রাদি.] এর কাছে গেলাম। তিনি বলিলেন, আমি তোমাদের অবশ্যই রসূলুল্লাহর [সাঃআঃ] অনুরূপ ফায়সালা প্রদান করবো। তা হলোঃ কেউ দেউলিয়া হয়ে গেলে অথবা মারা গেলে পাওনাদার যদি তার মাল ঐ ব্যক্তির কাছে অক্ষত অবস্থায় পায় তাহলে মালিকই ঐ মালের অধিক হক্বদার।

দুর্বলঃ ইবনি মাজাহ [২৩৬০], ইরওয়া [১৪৪২], মিশকাত [২৯১৪], যয়ীফ আল-জামিউস সাগীর [৫৪৬৩]। হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস

অনুচ্ছেদ-৭৭ঃ যে ব্যক্তি অক্ষম পশুকে সবল করে

৩৫২৪. আবান [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

আমির আশ-শাবী [রহমাতুল্লাহি আলাইহি] তার নিকট হাদিস বর্ণনা করেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেনঃ যে পশুকে মালিক খাওয়াতে অক্ষম হয়ে স্বাধীনভাবে ছেড়ে দিলো। এখন যে ব্যক্তি পশুটি কুড়িয়ে নিয়ে সেবা-যত্ন করে সুস্থ-সবল করে তুলবে সেই হইবে পশুটির মালিক। আবানের হাদিসে রয়েছেঃ উবাইদুল্লাহ [রহমাতুল্লাহি আলাইহি] আমির আশ-শাবী [রহমাতুল্লাহি আলাইহি]-কে জিজ্ঞেস করিলেন, আপনি এ হাদিস কার থেকে শুনেছেন? তিনি বলেন, আমি নাবী [সাঃআঃ] এর একাধিক সাহাবীর কাছ থেকে শুনিয়াছি। ঈমাম আবু দাউদ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, এটি হাম্মাদ বর্ণিত হাদিস এবং এটি অধিক স্পষ্ট ও পূর্ণাঙ্গ।

হাসানঃ ইরওয়া [১৫৬২]। হাদিসের তাহকিকঃ হাসান হাদিস

৩৫২৫. আশ-শাবী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

তিনি নাবী [সাঃআঃ] বলিয়াছেনঃ কোন ব্যক্তি তার কোন পশুকে ধ্বংস হয়ে যাওয়ার অবস্থায় পরিত্যাগ করলে যে ব্যক্তি এটাকে তুলে নিয়ে সেবা-যত্নের মাধ্যমে সুস্থ-সবল করে তুলবে সে-ই হইবে এর মালিক।

হাসানঃ এর পূর্বেরটি দেখুন। হাদিসের তাহকিকঃ হাসান হাদিস


Posted

in

by

Comments

Leave a Reply