যে ব্যক্তি নেক কাজের আদেশ দেয়, কিন্তু নিজে করে না

যে ব্যক্তি নেক কাজের আদেশ দেয়, কিন্তু নিজে করে না

যে ব্যক্তি নেক কাজের আদেশ দেয়, কিন্তু নিজে করে না >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৭. অধ্যায়ঃ যে ব্যক্তি নেক কাজের আদেশ দেয়, কিন্তু নিজে করে না এবং খারাপ কাজে বাধা দেয়, কিন্তু স্বয়ং তা থেকে দূরে থাকে না, তার শাস্তি

৭৩৭৩ উসামাহ্ ইবনি যায়দ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একদিন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি উসমান [রাদি.]-এর কাছে গিয়ে আলোচনা করেন না কেন? উত্তরে তিনি বলেন, তোমরা কি এটা মনে করছ যে, শুধু আমি তোমাদেরকে নিয়েই তার সাথে কথা বলি? আল্লাহর শপথ! আমার ও তাহাঁর মধ্যকার যে কথা বলবার, আমি তাকে তা বলেছি। তবে আমি এসব বিষয়ে মুখ খুলতে চাইনা, যে ব্যাপারে কথা বললে আমিই হব এর প্রথম ব্যক্তি। আর যে লোক আমার আমীর বা নেতা তাদের কারো ব্যাপারে আমি এ কথাও বলিতে চাইনা যে, তিনিই সর্বোত্তম ব্যক্তি। কেননা রসূলুল্লাহ [সাঃআঃ]-কে আমি এ কথা বলিতে শুনেছি যে, কিয়ামাত দিবসে এক লোককে উপস্থিত করা হইবে। অতঃপর তাকে জাহান্নামে ফেলে দেয়া হইবে। ফলে তার পেটের নাড়ি-ভূড়ি বের হয়ে যাবে। এরপর গাধা যেমন চাক্কীর চারপাশে ঘুরে অনুরূপ ভাবে সেও এগুলো নিয়ে ঘুরতে থাকিবে। এ দেখে জাহান্নামীরা তার চারপাশে এসে একত্রিত হইবে এবং তাকে বলবে, হে অমুক! তোমার কি হয়েছে? তুমি কি ভালো কাজের আদেশ দিতে না এবং মন্দ কাজ হইতে দূরে থাকতে বলিতেনা? জবাবে সে বলবে, হ্যাঁ, তবে আমি ভালো কাজের আদেশ দিতাম; কিন্তু স্বয়ং তা পালন করতাম না এবং মন্দ কাজে বাধা দিতাম কিন্তু নিজেই আবার তা কাজ করতাম।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭২১৩, ইসলামিক সেন্টার- ৭২৬৫]

৭৩৭৪ আবু ওয়ায়িল [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একদিন আমরা উসামাহ্ ইবনি যায়দ [রাদি.]-এর কাছে উপবিষ্ট ছিলাম। এমতাবস্থায় এক লোক তাকে বলিলেন, আমীরুল মুমিনীন উসমান [রাদি.]-এর কাছে গিয়ে তাহাঁর কর্মপদ্ধতি সম্পর্কে কথোপকথন করিতে আপনাকে বাধা দিচ্ছে কিসে? ….. অতঃপর জারীর [রহমাতুল্লাহি আলাইহি] অবিকল হাদীস বর্ণনা করিলেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭২১৪, ইসলামিক সেন্টার- ৭২৬৬]

Comments

One response to “যে ব্যক্তি নেক কাজের আদেশ দেয়, কিন্তু নিজে করে না”

Leave a Reply