ইয়াহূদী ও নাসারা দের আরব উপ-দ্বীপ থেকে বের করে দেয়া

ইয়াহূদী ও নাসারা দের আরব উপ-দ্বীপ থেকে বের করে দেয়া

ইয়াহূদী ও নাসারা দের আরব উপ-দ্বীপ থেকে বের করে দেয়া >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২১. অধ্যায়ঃ ইয়াহূদী ও নাসারা দের আরব উপ-দ্বীপ থেকে বের করে দেয়া

৪৪৮৬. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

আমার কাছে উমর ইবনি খাত্তাব [রাদি.] বর্ণনা করেন যে, তিনি রসূলুল্লাহ [সাঃআঃ] কে বলিতে শুনেছেন যে, নিশ্চয়ই আমি ইয়াহূদী ও খ্রীষ্টান সম্প্রদায়কে আরব উপ-দ্বীপ থেকে বের করে দেবো। তারপর মুসলিম ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেবো না।

[ই,ফা, ৪৪৪২, ই সে, ৪৪৪৪]

যুহায়র ইবনি হারব ও সালামাহ ইবনি শাবীব [রহমাতুল্লাহি আলাইহি] — উভয়েই আবু যুবায়র [রহমাতুল্লাহি আলাইহি] থেকে এ সানাদ অনুরূপ বর্ণনা করিয়াছেন।

[ ইসলামিক ফাউন্ডেশন- ৪৪৪২, ইসলামিক সেন্টার-৪৪৪৫]


Posted

in

by

Comments

One response to “ইয়াহূদী ও নাসারা দের আরব উপ-দ্বীপ থেকে বের করে দেয়া”

Leave a Reply