নামাজের ভুল সমুহ । মুয়াত্তা ইমাম মালিক
নামাজের ভুল সমুহ । মুয়াত্তা ইমাম মালিক, এই অধ্যায়ে হাদীস =৩ টি ( ২১৭-২১৯ পর্যন্ত ) >> মুয়াত্তা ইমাম মালিক এর মুল সুচিপত্র দেখুন
অধ্যায় – ৪ নামাযের ভুলভ্রান্তি
পরিচ্ছেদঃ ১ঃ ভুলভ্রান্তি হলে কি করণীয়
২১৬ আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ সাঃআঃ বলেছেন, [এমনও হয়] তোমাদের কেউ যখন নামাযে দাঁড়ায় তখন শয়তান উপস্থিত হয়; অতঃপর তার উপর ইলতিবাস {১} সৃষ্টি করে। ফলে সে কত রাকআত পড়েছে তা স্মরণ করিতে পারে না। তোমাদের কেউ এইরূপ অবস্থার সম্মুখীন হলে তবে সে যেন বসা অবস্থায়ই দুটি [সহু] সিজদা করে নেয়।
[বুখারি ১২৩২, মুসলিম ৩৮৯]{১} التباس [ইলতিবাস]: অস্পষ্টতা, বিজড়ন, জটিলতা।নামাজের ভুল সমুহ -এই হাদীসটির তাহকিকঃ সহীহ হাদীস
২১৭ মালিক [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণিতঃ
তাঁর কাছে হাদীস পৌঁছেছে যে, রাসূলুল্লাহ সাঃআঃ বলেছেন, আমি ভুলে থাকি অথবা ভুলিয়ে দেয়া হয় এজন্য, যেন আমি হুকুম বা বিধান বর্ণনা করি। [হাদীসটি ঈমাম মালিক [রাহিমাহুল্লাহ] একক ভাবে বর্ণনা করিয়াছেন]
এই হাদীসটির তাহকিকঃ নির্ণীত নয়
২১৮ মালিক [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণিতঃ
এক ব্যক্তি কাসিম ইবনি মুহাম্মাদ [রাহিমাহুল্লাহ]-কে প্রশ্ন করিল আমি আমার নামাযে সন্দেহে [ওহমে] লিপ্ত হই এবং ইহা আমার প্রায়ই ঘটে থাকে। কাসিম [রাহিমাহুল্লাহ] উত্তর দিলেন তুমি নামায [সমাপ্ত হওয়া পর্যন্ত] পড়তে থাক, শয়তান তোমাকে ছেড়ে যাবে না যতক্ষণ তুমি নামায সমাপ্ত করে এটা না বলবে, আমি নামায সমাপ্ত করিনি। [হাদীসটি ঈমাম মালিক [রাহিমাহুল্লাহ] একক ভাবে বর্ণনা করিয়াছেন]
নামাজের ভুল সমুহ -এই হাদীসটির তাহকিকঃ নির্ণীত নয়
Leave a Reply