নাবী (সাঃ) এর পাগড়ি
নাবী (সাঃ) এর পাগড়ি , এই অধ্যায়ে হাদীস ৪ টি ( ৮৬-৮৯ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন
অধ্যায়-১৭ঃ নবী (সাঃআঃ) এর পাগড়ি
১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) কালো পাগড়ি পরিধান করিতেন
২।পরিচ্ছদঃ তিনি পাগড়ি পরিধান করে খুৎবা প্রদান করিতেন
৩।পরিচ্ছদঃ তিনি পাগড়ির কিছু অংশ দুকাঁধের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে দিতেন
৪।পরিচ্ছদঃ তিনি তৈলাক্ত পাগড়িও ব্যবহার করিতেন
১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) কালো পাগড়ি পরিধান করিতেন
৮৬. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, মক্কা বিজয়ের দিন নাবী (সাঃআঃ) কালো পাগড়ি পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেন।{১}
{১} সহিহ মুসলিম, হাদিস নং/৩৩৭৫; আবু দাউদ, হাদিস নং/৪০৭৮; সুনানে নাসাঈ, হাদিস নং/৫৩৪৪; ইবনি মাজাহ, হাদিস নং/২৮২২; মুসনাদে আহম্মদ, হাদিস নং/১৪৯৪৭; ইবনি হিব্বান, হাদিস নং/৫৪২৫। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
২।পরিচ্ছদঃ তিনি পাগড়ি পরিধান করে খুৎবা প্রদান করিতেন
৮৭. আমর ইবনি হুরায়স [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাঃআঃ) কে কালো পাগড়ি পরিহিত অবস্থায় মিম্বারের উপর খুৎবা দিতে দেখেছি।{১}
{১} সহিহ মুসলিম, হাদিস নং/৩৩৭৭; আবু দাউদ, হাদিস নং/৪০৭৯ঃ ইবনি মাজাহ, হাদিস নং/১১০৪৷ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৩।পরিচ্ছদঃ তিনি পাগড়ির কিছু অংশ দুকাঁধের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে দিতেন
৮৮. ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নাবী [সাঃআঃ] যখন পাগড়ি পরিধান করিতেন তখন দুকাঁধের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে দিতেন। নাফি [রহঃ] বলেন, ইবনি উমর [রাদি.]ও অনুরূপ করিতেন। উৰায়দুল্লাহ [রহঃ] বলেন, আমি কাসিম ইবনি মুহাম্মাদ ও সালিম [রহঃ]-কেও অনুরূপ করিতে দেখেছি। {৯০}
{৯০} শারহুস সুন্নাহ, হাদিস নং/৩১০৯; জামেউস সগীর, হাদিস নং/৮৮০৫; সিলসিলা সহিহাহ, হাদিস নং/৭১৭; মিশকাত, হাদিস নং/৪৩৩৮। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৪।পরিচ্ছদঃ তিনি তৈলাক্ত পাগড়িও ব্যবহার করিতেন
৮৯. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নাবী (সাঃআঃ) তৈলাক্ত পাগড়ি পরিধান করে জনতার উদ্দেশে ভাষণ দিয়েছিলেন।{১}
{১} সহিহ বোখারী, হাদিস নং/৩৮০০। নাবী (সাঃ) এর পাগড়ি হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
Leave a Reply