নবীর নাম । রসূলুল্লাহ [সাঃ] এর নাম বিষয়ক হাদীস

নবীর নাম – রসূলুল্লাহ [সাঃ] এর নাম

নবীর নাম , এই অধ্যায়ে হাদীস ২ টি ( ২৮২-২৮৩ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন 

অধ্যায়-৫১ঃ রাসূলুল্লাহ (সাঃ) এর নাম

১।পরিচ্ছদঃ নবীর এর নাম

২৮২. যুবায়ের ইবনি মুতয়িম [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) বলেছেন, আমার একাধিক নাম রহিয়াছে। আমার নাম মুহাম্মদ, আহম্মদ, মাহী [ধ্বংসকারী], আল্লাহ তাআলা আমার দ্বারা কুফরী ধ্বংস করবেন। আমার নাম হা-শির [একত্রকারী]; লোকদেরকে একত্রিত করার আগে আল্লাহ তাআলা আমাকে উঠাবেন। আমার নাম আ-কিব [সর্বশেষ আগমনকারী নাবী]ঃ অর্থাৎ তাহাঁর পরে আর কোন নাবীর আগমন হইবে না।{১}

{১} সহিহ বোখারী, হাদিস নং/৪৮৯৬; সহিহ মুসলিম, হাদিস নং/৬২৫২ঃ মুসনাদে আহম্মদ, হাদিস নং/১৬৫৮০; মুসনাদে বাযযার, হাদিস নং/৩৪১৩; মুজামুল কাবীর লিত তাবারানী, হাদিস নং/১৫০৪; ইবনি হিব্বান, হাদিস নং/৬৩১৩। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

২৮৩. হুযায়ফা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একবার মদিনার কোন এক রাস্তায় নাবী (সাঃআঃ) এর সাথে আমার সাক্ষাৎ হলো। তিনি বলিলেন, আমি মুহাম্মদ, আমি আহম্মদ, আমি নাবীউর রহমত [রহমতের নাবী] আমি নাবীউত তাওবা [তাওবার নাবী], আমি মুকাফফী [পরে আগমনকারী], আমি হাশির [একত্রকারী], আমি মালাহিমের নাবী [জিহাদকারী]।{১}

{১} মুসনাদে আহম্মদ, হাদিস নং/২৩৪৯২ঃ শারহুস সুন্নাহ, হাদিস নং/৩৬৩১; মুস্তাদরাকে হাকিম, হাদিস নং/৪১৮৫; মুসান্নাফে ইবনি আবি শাইবা, হাদিস নং/৩২৩৫১; মুসনাদুত তায়ালুসী, হাদিস নং/৪৯৪। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস


by

Tags:

Comments

One response to “নবীর নাম । রসূলুল্লাহ [সাঃ] এর নাম বিষয়ক হাদীস”

Leave a Reply