নবীয পান করা ও পাত্র ঢেকে রাখা প্রসঙ্গে
নবীয পান করা ও পাত্র ঢেকে রাখা প্রসঙ্গে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১১. অধ্যায়ঃ নবীয পান করা ও পাত্র ঢেকে রাখা প্রসঙ্গে
৫১৩৭. আবু হুমায়দ সাইদী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নাকী নামক জায়গা হইতে এক বাটি দুধ নিয়ে আমি নবী [সাঃআঃ] এর কাছে আসলাম। বাটিটি ছিল ঢাকনাবিহিন। তিনি বললেনঃ তুমি একে ঢাকলে না কেন, এর উপর একটি কাঠি রেখে হলেও?
আবু হুমায়দ [রাদি.] বলেন, রাতে মশকের মুখ বেঁধে রাখতে ও দরজা আটকানোর নির্দেশ দেয়া হয়েছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫০৭২, ইসলামিক সেন্টার- ৫০৮২]
৫১৩৮. আবু হুমায়দ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি নবী [সাঃআঃ] এর নিকট এক পেয়ালা দুধ নিয়ে এলেন। পরবর্তী অংশ উপরোল্লিখিত হাদীসের মতই। রাবী বলেন, রাবী যাকারিয়্যা [রহমাতুল্লাহি আলাইহি] আবু হুমায়দ এর বর্ণনায় উপরোল্লিখিত রাতে কথাটি উল্লেখ করেননি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫০৭৩, ইসলামিক সেন্টার- ৫০৮৩]
৫১৩৯. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমরা রসূলুল্লাহ [সাঃআঃ] এর সাথে ছিলাম। তিনি কিছু পান করার ইচ্ছা করলে এক লোক বলিল, হে আল্লাহর রসুল! আমরা কি আপনাকে নবীয পান করিতে দিবো? তিনি বলিলেন, হ্যাঁ। অতঃপর লোকটি তাড়াতাড়ি চলে গেল এবং একটি বাটি নিয়ে আসলো তার মধ্যে নবীয ছিল। রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ এর উপর একটি কাঠি দিয়ে হলেও তুমি এটি ঢেকে আনলে না কেন? আবু হুমায়দ [রাদি.] বলেন, তারপর তিনি পান করিলেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫০৭৪, ইসলামিক সেন্টার- ৫০৮৪]
৫১৪০. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আবু হুমায়দ [রাদি.] নামক এক লোক নাকী [নামক জায়গা] থেকে এক বাটি দুধ নিয়ে এলো। রসূলুল্লাহ [সাঃআঃ] তাকে বললেনঃতুমি এটা আবৃত করে আনলে না কেন, এর উপর একটা কাঠি দিয়ে হলেও?
[ইসলামিক ফাউন্ডেশন- ৫০৭৫, ইসলামিক সেন্টার- ৫০৮৫]
Leave a Reply