নবীকে স্বপ্নে দেখা – রসূলুল্লাহ [সাঃ] কে স্বপ্নযোগে দর্শন

নবীকে স্বপ্নে দেখা

রসূলুল্লাহ [সাঃ] কে স্বপ্নযোগে দর্শন এই অধ্যায়ে হাদীস ৮ টি ( ৩১৩-৩২০ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন 

অধ্যায়-৫৬ঃ রাসূলুল্লাহ (সাঃ) কে স্বপ্নযোগে দর্শন

১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ [সাঃ] কে স্বপ্নযোগে দর্শন
২।পরিচ্ছদঃ শয়তান রসূলুল্লাহ (সাঃআঃ) এর রূপ ধারণ করিতে পারে না
৩।পরিচ্ছদঃ মুমিনের সত্য স্বপ্ন নবুওয়াতের ৪৬ ভাগের ১ ভাগ

১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ [সাঃ] কে স্বপ্নযোগে দর্শন

৩১৩. আবদুল্লাহ ইবনি মাসউদ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল, সে যেন আমাকেই দেখল। কারণ, শয়তান আমার আকৃতি ধারণ করিতে পারে না।{১}

{১} সহিহ বোখারী, হাদিস নং/৬৯৯৪; সহিহ মুসলিম, হাদিস নং/৬০৫৬; ইবনি মাজাহ, হাদিস নং/৩৯০১; মুসনাদে আহম্মদ, হাদিস নং/৪১৯৩; দারিমী, হাদিস নং/২১৮৫; জামেউস সগীর, হাদিস নং/১১২০২। নবীকে স্বপ্নে দেখা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

২।পরিচ্ছদঃ শয়তান রসূলুল্লাহ (সাঃআঃ) এর রূপ ধারণ করিতে পারে না

৩১৪. আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল, সে যেন আমাকেই দেখল। কারণ, শয়তান আমার স্বরূপ ধারণ করিতে পারে না।{১}

{১} মুসনাদে আহম্মদ, হাদিস নং/৯৩০৫। নবীকে স্বপ্নে দেখা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৩১৫. আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) বলেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল, সে যেন আমাকেই দেখল। কারণ শয়তান আমার আকৃতি ধারণ করিতে পারে না।

[আসিম বর্ণনা করেন] আমার পিতা কুলায়ব বলেন, আমি এ হাদিস ইবনি আব্বাস [রাদি.]-এর নিকট বর্ণনা করলাম এবং বললাম, আমি রসূলুল্লাহ (সাঃআঃ)-কে স্বপ্নে দেখেছি। তখন হাসান ইবনি আলী [রাদি.] এর কথা আমার স্মরণ হলে আমি বললাম, স্বপ্নের আকৃতিকে হাসানের আকৃতির সাথে অধিক সাদৃশ্যপূর্ণ পেলাম। ইবনি আব্বাস [রাদি.] বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) তাহাঁর সাদৃশই ছিলেন।{১}

{১} মুসনাদে আহম্মদ, হাদিস নং/৮৪৮৯; মুস্তাদরাকে হাকিম, হাদিস নং/৮১৮৬; মুসনাদে ইসহাক ইবনি রাহওয়াই, হাদিস নং/২৬১। নবীকে স্বপ্নে দেখা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৩১৬. ইয়াযীদ আল ফারিসী হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি একবার রসূলুল্লাহ (সাঃআঃ) কে স্বপ্নে দেখলাম। ইবনি আব্বাস [রাদি.] তখনও জীবিত ছিলেন। আমি ইবনি আব্বাস [রাদি.]-কে বললাম, আমি রসূলুল্লাহ (সাঃআঃ) কে স্বপ্নে দেখেছি। ইবনি আব্বাস [রাদি.] বলিলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) বলিতেন, শয়তান আমার আকৃতি ধারণ করিতে সক্ষম নয়। যে আমাকে স্বপ্নে দেখে, সে প্রকৃতপক্ষেই আমাকেই দেখে। {ইবনি আব্বাস [রাদি.] বলিলেন}, তুমি যাকে স্বপ্নে দেখছ তাহাঁর কিছু বিবরণ দিতে পার ? আমি বললা, হ্যাঁ। তাহাঁর দেহাকৃতি মধ্যম আকারের, গায়ের রং গৌর, তাতে সাদা অংশ বেশী। সুরমা মাখা চোখ, প্রফুল্ল মুখ, হাস্যোজ্জল চেহারা, মুখভর্তি দাড়ি যা বুক পর্যন্ত পরিপূর্ণ ছিল। ইবনি আব্বাস [রাদি.] বলিলেন, তুমি যদি জাগ্রত অবস্থায় তাঁকে দেখিতে, তাহলেও এর চেয়ে বেশী বলিতে সক্ষম হতে না।{১}

{১} মুসনাদে আহম্মদ, হাদিস নং/৩৪১০; মুসান্নাফে ইবনি আবি শাইবা, হাদিস নং/৩২৪৬৯। নবীকে স্বপ্নে দেখা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৩১৭. আবু কাতাদা [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ (সাঃআঃ) বলেছেন, যে ব্যক্তি ঘুমের মধ্যে আমাকে দেখল, সে সত্যকেই দেখল।

অর্থ্যাৎ সে আমাকেই দেখল।{১} ।{১} সহিহ বোখারী, হাদিস নং/৬৯৯৬; সহিহ মুসলিম, হাদিস নং/৬০৫৮; মুসনাদে আহম্মদ, হাদিস নং/৭৫৪৪; সহিহ ইবনি হিব্বান, হাদিস নং/৬০৫১; দারিমী, হাদিস নং/২১৪০; শারহুস সুন্নাহ, হাদিস নং/৩২৮৭; জামেউস সগীর, হাদিস নং/১১১৯৮। নবীকে স্বপ্নে দেখা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৩।পরিচ্ছদঃ মুমিনের সত্য স্বপ্ন নবুওয়াতের ৪৬ ভাগের ১ ভাগ

৩১৮. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ (সাঃআঃ) বলেন, যে ব্যক্তি ঘুমের অবস্থায় আমাকে দেখল, সে আমাকেই দেখল। কারণ শয়তান আমার আকৃতি ধারণ করিতে পারে না। তিনি আরো বলেন, মুমিনের সত্য স্বপ্ন নবুওয়াতে ৪৬ ভাগের এক ভাগ।{১}

{১} মুয়াত্তা ঈমাম মালেক, হাদিস নং/১৭১৩; সহিহ বোখারী, হাদিস নং/৬৯৯৪; সহিহ মুসলিম, হাদিস নং/৬০৪৬; আবু দাউদ, হাদিস নং/৫০২০; ইবনি মাজাহ, হাদিস নং/৩৮৯৩; মুসনাদে আহম্মদ, হাদিস নং/২২৭৭৪; জামেউস সগীর হাদিস নং/৫৮৩৯। নবীকে স্বপ্নে দেখা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৩১৯. মুহাম্মদ ইবনি আলী হইতে বর্ণীতঃ

আমার আব্বাকে বলিতে শুনিয়াছি, তোমাকে যখন বিচারকের পদে অভিষিক্ত করা হয়, তখন রিওয়ায়াতের অনুসরণ করার চেষ্টা করো।{১}

{১} আল মাজালিসাতু ওয়া জাওয়াহিরুল ইলম, হাদিস নং/৩২৬ নবীকে স্বপ্নে দেখা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৩২০. ইবনি সীরীন [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, হাদিস শিক্ষা করা দ্বীনের অন্তর্ভুক্ত। অতএব তা শিক্ষার আগে একটি বিচার্য বিষয় হলো, তুমি দেখে নাও যে, কার কাছ থেকে এ দ্বীন শিক্ষা করছ।{১}

{১} সহিহ মুসলিম, হাদিস নং/২৬; দারিমী, হাদিস নং/৪২৪। নবীকে স্বপ্নে দেখা হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

Comments

2 responses to “নবীকে স্বপ্নে দেখা – রসূলুল্লাহ [সাঃ] কে স্বপ্নযোগে দর্শন”

  1. খন্দকার মশিউর রহমান বিন গোলামুর Avatar
    খন্দকার মশিউর রহমান বিন গোলামুর

    hi

Leave a Reply