নিজের গোপন দোষ-ত্রুটি বহিঃপ্রকাশ না করা
নিজের গোপন দোষ-ত্রুটি বহিঃপ্রকাশ না করা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৮. অধ্যায়ঃ নিজের গোপন দোষ-ত্রুটি বহিঃপ্রকাশ না করা
৭৩৭৫ আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে এ কথা বলিতে শুনেছি যে, নিজের অপরাধ প্রকাশকারী ছাড়া আমার সমস্ত উম্মাতের গুনাহ মাফ করে দেয়া হইবে। নিজের দোষ-ত্রুটি প্রকাশ করার মানে হচ্ছে এই যে, মানুষ রাতে কোন্ ধরনের অপরাধজনিত কাজ করে, তারপর সকাল হয় আর তার পালনকর্তা সেটা লুক্কায়িত রাখেন। এতদ্সত্ত্বেও সে বলে, হে অমুক! গতরাত্রে আমি এ কাজ করেছি। অথচ রাতে তার পালনকর্তা সেটাকে গোপন রেখেছেন এবং অবিরত তার পালনকর্তা সেটাকে গোপন রাখছিলেন আর সে রাত অতিবাহিত করছিল। কিন্তু সকালে সে তার পালনকর্তার গোপনীয় বিষয়টিকে উন্মোচন করে দেয়।
রাবী যুহায়র [রহমাতুল্লাহি আলাইহি] ………. –এর পরিবর্তে …… শব্দটি উল্লেখ করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭২১৫, ইসলামিক সেন্টার- ৭২৬৭]
Leave a Reply