দান করে ফেরত নেওয়া ও না নেবার বর্ণনা

দান করে ফেরত নেওয়া ও না নেবার বর্ণনা

দান করে ফেরত নেওয়া ও না নেবার বর্ণনা >> মিশকাতুল মাসাবীহ এর মুল সুচিপত্র দেখুন

পর্বঃ ৬, অধ্যায়ঃ ৯

  • অধ্যায়ঃ ৯. প্রথম অনুচ্ছেদ
  • অধ্যায়ঃ ৯. দ্বিতীয় অনুচ্ছেদ
  • অধ্যায়ঃ ৯. তৃতীয় অনুচ্ছেদ

অধ্যায়ঃ ৯. প্রথম অনুচ্ছেদ

১৯৫৪. উমার ইবনুল খাত্ত্বাব [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি এক ব্যক্তিকে আল্লাহর পথে সাওয়ার হবার জন্য ঘোড়া দান করলাম। সে এ ঘোড়াটি নষ্ট করে ফেলল। [তখন] আমি ঘোড়াটিকে কিনে নেবার ইচ্ছা করলাম। আমার ধারণা ছিল, সে কম দামে ঘোড়াটি বিক্রী করিবে। এ সম্পর্কে আমি নবী [সাঃআঃ] কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তুমি ওটা কিনো না। আর দান করা জিনিস ফেরতও নিও না যদি তা তোমাকে এক দিরহামের বিনিময়েও দেয়। কারণ সদাক্বাহ্ দিয়ে ফেরত নেয়া ব্যক্তি ঐ কুকুরের সমতুল্য, যে নিজের বমি নিজে চেটে খায়। অপর এক বর্ণনায় আছে, তিনি [সাঃআঃ] বলেছেনঃ দান করা সদাক্বাহ্ ফেরত নেয়া ব্যক্তি তারই মতো, যে বমি করে এবং তা চেটে খায়। {১}

{১} সহীহ : বোখারী ১৪৯০, মুসলিম ১৬২০। দান করে ফেরত নেওয়া -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

১৯৫৫. বুরায়দাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি নবী [সাঃআঃ]-এর দরবারে বসেছিলাম। তখন এক মহিলা তাহাঁর কাছে উপস্থিত হলো। সে নিবেদন করিল, হে আল্লাহর রাসূল! আমি মা-কে আমার একটি বাঁদী সদাক্বাহ্ হিসেবে দান করেছিলাম। আমার মা মৃত্যুবরণ করিয়াছেন। রসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেনঃ তোমার সাওয়াব তো প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন মীরাস [আইন] তোমাকে বাঁদিটি ফেরত দিয়েছে। মহিলাটি আবার বলিল, হে আল্লাহর রাসূল! আমার মায়ের উপর এক মাসের সিয়াম [ফারয] ছিল। আমি কি তা তার পক্ষ থেকে আদায় করে দেব? তিনি বলেন, তার পক্ষ থেকে আদায় করিবে। মহিলাটি পুনরায় বলিল, আমার মা কখনো হাজ্জ পালন করেননি। আমি কি তার পক্ষে হাজ্জ আদায় করব? তিনি বললেন, হ্যাঁ। তুমি তার হাজ্জ আদায় করে দাও। {১}

{১} সহীহ : মুসলিম ১১৪৯, আত তিরমিজি ৬৬৭, শারহুস্ সুন্নাহ্ ১৭০১। দান করে ফেরত নেওয়া -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস


Posted

in

by

Comments

Leave a Reply