দাঁড়িয়ে পান করা মাকরূহ
দাঁড়িয়ে পান করা মাকরূহ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৪. অধ্যায়ঃ দাঁড়িয়ে পান করা মাকরূহ
৫১৬৯. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] দাঁড়িয়ে পান করা হইতে শাসন করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১০২, ইসলামিক সেন্টার- ৫১১৩]
৫১৭০. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] কোন লোককে দণ্ডায়মান হয়ে পান করিতে বারণ করিয়াছেন। কাতাদাহ্ বলেন, আমরা বললাম, তবে খাবারের ব্যাপারে [আদেশ কি]? তিনি বলিলেন, সেটা তো আরো নিকৃষ্ট, আরো জঘন্য।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১০৩, ইসলামিক সেন্টার- ৫১১৪]
৫১৭১. আনাস [রাদি.] –এর সনদ হইতে বর্ণীতঃ
নবী[সাঃআঃ] হইতে হুবহু রিওয়ায়াত করিয়াছেন। তবে রাবী হিশাম [রহমাতুল্লাহি আলাইহি] কাতাদাহ্ [রাদি.] –এর উক্তিটি বর্ণনা করেননি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১০৪, ইসলামিক সেন্টার- ৫১১৫]
৫১৭২. আবু সাঈদ খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] দাঁড়িয়ে পান করা হইতে কঠিনভাবে সাবধান করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১০৫, ইসলামিক সেন্টার- ৫১১৬]
৫১৭৩. আবু সাঈদ খুদ্রী [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] দাঁড়িয়ে পান করিতে বারণ করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১০৬, ইসলামিক সেন্টার-৫১১৭]
৫১৭৪. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কেউ যেন কখনো দাঁড়িয়ে পান না করে। কেউ ভুলে পান করলে সে যেন পরে বমি করে ফেলে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১০৭, ইসলামিক সেন্টার- ৫১১৮]
Leave a Reply