ত্বল্হা ইবনু উবাইদুল্লাহ (রাদি.)-এর উল্লেখ।
ত্বল্হা ইবনু উবাইদুল্লাহ (রাদি.)-এর উল্লেখ। >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন
৬২/১৪. অধ্যায়ঃ ত্বল্হা ইবনু উবাইদুল্লাহ (রাদি.)-এর উল্লেখ।
৩৭২২
আবু ওসমান (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, যে সব যুদ্ধে আল্লাহর রাসুল (সাঃআঃ) স্বয়ং যোগদান করেছিলেন, তন্মধ্যে এক যুদ্ধে আল্লাহর রাসুল (সাঃআঃ)-এর সঙ্গে কোন এক সময় ত্বলহা ও সাদ (রাদি.) ছাড়া অন্য কেউ ছিলেন না। আবু ওসমান (রাদি.) তাঁদের উভয় হইতে এ হাদীস বর্ণনা করিয়াছেন।
(আঃপ্রঃ ৩৪৪৫, ইঃফাঃ ৩৪৫২)
৩৭২৩
আবু ওসমান (রাদি.) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, যে সব যুদ্ধে আল্লাহর রাসুল (সাঃআঃ) স্বয়ং যোগদান করেছিলেন, তন্মধ্যে এক যুদ্ধে আল্লাহর রাসুল (সাঃআঃ)-এর সঙ্গে কোন এক সময় ত্বলহা ও সাদ (রাদি.) ছাড়া অন্য কেউ ছিলেন না। আবু ওসমান (রাদি.) তাঁদের উভয় হইতে এ হাদীস বর্ণনা করিয়াছেন।
(আঃপ্রঃ ৩৪৪৫, ইঃফাঃ ৩৪৫২)
৩৭২৪
কাইস ইবনু আবু হাযিম (রহমাতুল্লাহি আলাইহি) হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি ত্বলহা (রহমাতুল্লাহি আলাইহি)-এর ঐ হাতকে অবশ অবস্থায় দেখেছি, যে হাত দিয়ে (উহুদ যুদ্ধে) নাবী (সাঃআঃ)-কে রক্ষা করেছিলেন।
(আঃপ্রঃ ৩৪৪৬, ইঃফাঃ ৩৪৫৩)
Leave a Reply