তিন তালাক প্রসঙ্গে

তিন তালাক প্রসঙ্গে

তিন তালাক প্রসঙ্গে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২. অধ্যায়ঃ তিন তালাক প্রসঙ্গে

৩৫৬৫. ইবনি আব্বাস [রাদি.]-এর সূত্র হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ]-এর যুগে এবং আবু বকর [রাদি.]-এর যুগে ও উমর [রাদি.]-এর খিলাফাতের প্রথম দু বছর পর্যন্ত তিন তালাক এক তালাক সাব্যস্ত হত। পরে উমর ইবনিল খাত্ত্বাব [রাদি.] বলিলেন, লোকেরা একটি বিষয়ে অতি ব্যস্ততা দেখিয়েছে যাতে তাদের ধৈর্যের [ও সুযোগ গ্রহণের] অবকাশ ছিল। এখন যদি বিষয়টি তাদের জন্য কার্যকর সাব্যস্ত করে দেই…[তবে তা-ই কল্যাণকর হইবে]। সুতরাং তিনি তা তাদের জন্য বাস্তবায়িত ও কার্যকর সাব্যস্ত করিলেন। {৫৮}

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৫৩৭, ইসলামিক সেন্টার- ৩৫৩৬]

{৫৮} ইসলামের প্রথমিক যুগ থেকে শুরু করে উমর [রাদি.]-এর যুগ পর্যন্ত তিন তালাক গণনা করা হতো। অতঃপর মানুষের মধ্যে তালাক প্রদানের প্রবণতা বৃদ্ধি পাওয়ার ধমকী স্বরূপে এক বৈঠকে প্রদত্ত তালাককে তিন তালাক হিসেবেই গণ্য করার নির্দেশ জারি করা হয়। যা ছিল রাজনৈতিক ও সাময়িক।

[তাহতবী হাশিয়াহ্ দুর্রে মুখতার ৬ষ্ঠ খন্ড ১১৫ পৃষ্ঠা বৈরূত ছাপা, জামিউর রূমূজ ১ম খণ্ড ৫০২ পৃষ্ঠা মাজমাউল আনহর শারহ মুনতাফাল আবহর ২য় খণ্ড ৬ পৃষ্ঠা, দুর্রূল মুনতাফা ফী শারহিল মুলতাকা ২য় খণ্ড ৬ পৃষ্ঠা]

৩৫৬৬. ত্বাউস [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

আবু আস্ সাহ্বা [রহমাতুল্লাহি আলাইহি] ইবনি আব্বাস [রাদি.]-কে বলিলেন, আপনার সে সব [বিরল ও অভিনব প্রকৃতির হাদীস] হইতে কিছু উপস্থাপন করুন না! রসূলুল্লাহ [সাঃআঃ] এবং আবু বকর [রাদি.]-এর যুগে তিন তালাক কি এক [তালাক] ছিল না? তিনি বলিলেন, তা ছিল তো; পরে যখন উমর [রাদি.]-এর যুগে লোকেরা বেধড়ক ও উপর্যুপরি তালাক দিতে লাগল তখন উমর [রাদি.] সেটিকে [অর্থাৎ তিন ত্বলাক্বের যথার্থ বিধি]- তাদের জন্য কার্যকর করিলেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৫৩৮, ইসলামিক সেন্টার- ৩৫৩৭]

৩৫৬৭. আবু আস্‌ সাহ্‌বা [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

তিনি ইবনি আব্বাস [রাদি.]-কে বলেন যে, রসূলুল্লাহ [সাঃআঃ] ও আবু বকর [রাদি.]-এর সময়ে কি তিন তালাককে এক তালাক ধরা হত? তিনি বলেন, হাঁ এরুপই ছিল। তবে উমর [রাদি.]-এর যমানায় লোকেরা বেধড়ক ও উপর্যুপরি তালাক দিতে লাগল। অতঃপর তিনি সেটিকে যথার্থভাবে কার্যকর করেন [অর্থাৎ তিন ত্বলাকে পরিণত করেন।] {৫৯}

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৫৩৯, ইসলামিক সেন্টার- ৩৫৩৮]

{৫৯} কোন ব্যক্তি যদি, তার স্ত্রীকে বলে “তোমার উপর তিন তালাক” তবে এর হুকুম সম্পর্কে উলামায়ে কিরামের মাঝে মতভেদ আছে। [ক] ঈমাম শাফিঈ, মালিক, ঈমাম আবু হানিফা [রহমাতুল্লাহি আলাইহি] এবং জমহুর তথা অধিকাংশের মতে “তিন তালাক পতিত হইবে।” [খ] ত্বাউস [রহ.] আহলে যাহির এর মতে “তার উপর এক তালাক বর্তাবে।” এর স্বপক্ষে হাজ্জাজ বিন আরত্বাতা এবং মুহাম্মাদ বিন ইসহাক্ব থেকেও একটি রিওয়ায়াত বর্ণিত আছে। আর এ সকল হাদীসের আলোকে এ মতটিই শক্তিশালী। এক বৈঠকে এক সঙ্গে তিন তালাক দিলে, এক তালাক গণ্য হইবে। আর তিন মাসে তুহর অবস্থায় তিন তালাক দিলে তিন তালাক বলে গণ্য করা হয়।


Posted

in

by

Comments

Leave a Reply