তাহিয়্যাতুল মাসজিদ এবং প্রবেশ ও বের হবার দোয়া
তাহিয়্যাতুল মাসজিদ এবং প্রবেশ ও বের হবার দোয়া >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১০. অধ্যায়ঃ মাসজিদে প্রবেশের সময় কি বলবে
১১. অধ্যায়ঃ দু রাকআত তাহিয়্যাতুল মাসজিদ আদায় মুস্তাহাব এবং দু রাকআত আদায়ের পুর্বে বসা মাকরুহ এবং এটা সর্বাবস্থায় পালনীয়
১২. অধ্যায়ঃ সফরে থেকে ফিরে এসে প্রথমে মাসজিদে দু রাকআত নামাজ আদায় করা মুস্তাহাব
১০. অধ্যায়ঃ মাসজিদে প্রবেশের সময় কি বলবে
১৫৩৭. আবু উসায়দ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কেউ যখন মাসজিদে প্রবেশ করিবে তখন বলবেঃ
اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
আল্ল-হুম্মাফ তাহ্লী আব্ওয়া-বা রহ্মাতিক” [অর্থাৎ- হে আল্লাহ! তুমি তোমার অনুগ্রহের দরজা আমার জন্য খুলে দাও]। যখন বের হয়ে যাবে, তখন বলবে-
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ
আল্ল-হুম্মা ইন্নী আস্আলুকা মিন ফায্লিক” [অর্থাৎ- আমি আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থী]।
ঈমাম মুসলিম বলেছেনঃ আমি ইয়াহ্ইয়া ইবনি ইয়াহ্ইয়া [রহমাতুল্লাহি আলাইহি]-কে বলিতে শুনেছি, তিনি বলেছেন- আমি সুলায়মান ইবনি হিলালের একটি গ্রন্থ থেকে এ হাদীসটি লিপিবদ্ধ করেছি। তিনি আরো বলেছেন যে, ইয়াহ্ইয়া আল্ হিমানী আবু উসায়দ থেকে বর্ননা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ১৫২২, ইসলামিক সেন্টার- ১৫২৯]
১৫৩৮. আব্দুল মালিক ইবনি সাঈদ ইবনি সুওয়াইদ আল আনসারী [রাদি.] এবং আবু হুমায়দ অথবা আবু উসায়দ [রাদি.] এর মাধ্যমে নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ
অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ১৫২৩, ইসলামিক সেন্টার- ১৫৩০]
১১. অধ্যায়ঃ দু রাকআত তাহিয়্যাতুল মাসজিদ আদায় মুস্তাহাব এবং দু রাকআত আদায়ের পুর্বে বসা মাকরুহ এবং এটা সর্বাবস্থায় পালনীয়
১৫৩৯. আবু ক্বাতাদাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কেউ মাসজিদে প্রবেশ করলে বসার আগেই যেন দু রাকআত নামাজ আদায় করে।
[ইসলামিক ফাউন্ডেশন- ১৫২৪, ইসলামিক সেন্টার- ১৫৩১]
১৫৪০. রসুলুল্লাহ [সাঃআঃ] এর সহাবী আবু ক্বাতাদাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, একদিন আমি মাসজিদে প্রবেশ করে দেখিতে পেলাম রসূলুল্লাহ [সাঃআঃ] লোকজনের মধ্যে বসে আছেন। সুতরাং আমিও গিয়ে বসে পড়লাম। এ দেখে রসূলুল্লাহ [সাঃআঃ] আমাকে বললেনঃ সবার আগে দু রাকআত নামাজ আদায় করিতে তোমার কি অসুবিধা ছিল? আমি বললাম, হে আল্লাহর রসুল! আমি দেখলাম আপনি বসে আছেন এবং আরো অনেক লোক বসে আছে [তাই আমিও বসে আদায় করেছি]। তিনি বলিলেন, তোমরা কেউ কোন সময় মাসজিদে প্রবেশ করলে দু রাকআত নামাজ আদায় না করে বসবে না।
[ইসলামিক ফাউন্ডেশন- ১৫২৫, ইসলামিক সেন্টার- ১৫৩২]
১৫৪১. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ] এর কাছে আমার কিছু পাওনা ছিল। তিনি আমাকে তা পরিশোধ করে দিলেন এবং অধিক পরিমানেই দিলেন। আমি একদিন মাসজিদে তার কাছে গেলে তিনি আমাকে বললেনঃ দু রাকআত নামাজ আদায় করে নাও।
[ইসলামিক ফাউন্ডেশন- ১৫২৬, ইসলামিক সেন্টার- ১৫৩৩]
১২. অধ্যায়ঃ সফরে থেকে ফিরে এসে প্রথমে মাসজিদে দু রাকআত নামাজ আদায় করা মুস্তাহাব
১৫৪২. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, এক সময় রসূলুল্লাহ [সাঃআঃ] আমার নিকট থেকে একটি উট কিনে ছিলেন। অতঃপর তিনি মাদীনায় আগমন করলে আমাকে মাসজিদে এসে দু রাকআত নামাজ আদায় করিতে বলিলেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ১৫২৭, ইসলামিক সেন্টার- ১৫৩৪]
১৫৪৩. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, এক যুদ্ধে আমি রসূলুল্লাহ [সাঃআঃ] এর সাথে গিয়েছিলাম। [ফিরে আসার সময়] আমার উটটি বেশ দেরি করলো। সেটি বেশ ক্লান্ত শ্রান্তও হয়ে পড়েছিল। রসূলুল্লাহ [সাঃআঃ] আমার আগেই এসে পৌছেছিলেন। আর আমি পরদিন সকালে পৌছলাম। আমি মাসজিদে এবং সেখানে মাসজিদের দরজায় রসূলুল্লাহ [সাঃআঃ]-কে দেখিতে পেলাম। তিনি আমাকে লক্ষ্য করে বলেলেনঃ তুমি এখন এসে পৌছলে? আমি বললাম হ্যাঁ। তিনি বললেনঃ এখন উটটি রেখে মাসজিদে দু রাকআত নামাজ আদায় করে নাও। জাবির ইবনি আবদুল্লাহ বলেছেনঃ এরপর আমি মাসজিদে গিয়ে নামাজ আদায় করে আসলাম।
[ইসলামিক ফাউন্ডেশন- ১৫২৮, ইসলামিক সেন্টার- ১৫৩৫]
১৫৪৪. কাব ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] দিবাভাগে বেশ কিছু বেলা করা ব্যতীত সফর থেকে ফিরে আসতেন না। সফর থেকে ফিরে তিনি প্রথমেই মাসজিদে যেতেন এবং সেখানে তিনি দু রাকআত নামাজ আদায় করিতেন। তারপর সেখানে কিছুক্ষন বসতেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ১৫২৯, ইসলামিক সেন্টার- ১৫৩৬]
Leave a Reply