পানি, দুধ ইত্যাদি পরিবেশনে ব্যক্তি তার ডান দিক থেকে শুরু করিবে
পানি, দুধ ইত্যাদি পরিবেশনে ব্যক্তি তার ডান দিক থেকে শুরু করিবে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৭. অধ্যায়ঃ পানি, দুধ ইত্যাদি পরিবেশনে ব্যক্তি তার ডান দিক থেকে শুরু করিবে
৫১৮৪. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর কাছে পানি মেশানো কিছু দুধ আনা হলো। তাহাঁর ডান দিকে একজন বেদুঈন ছিল, বামদিকে ছিলেন আবু বাকর [রাদি.]। তিনি পান করিলেন। অত:পর বেদুঈনকে দিয়ে বললেনঃডান থেকে, ডানে হওয়া করণীয়।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১১৭, ইসলামিক সেন্টার- ৫১২৮]
৫১৮৫. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ] যখন মাদীনায় আসেন তখন আমার বয়স ছিল দশ বছর। তিনি যখন মৃত্যুবরণ করেন তখন আমার বয়স বিশ বছর। আমার মা-খালাগণ আমাকে তাহাঁর সেবা করার জন্য প্রেরণা দিতেন। একবার তিনি আমাদের গৃহে আসলেন, আমরা তাহাঁর জন্য পালিত বকরীর দুধ দোহন করলাম, গৃহের একটি কুয়া থেকে অল্প পানি মেশানো হলো। রাসূলুল্লাহ [সাঃআঃ] পান করিলেন। তাহাঁর বাম দিকে আবু বাকর [রাদি.] ছিলেন। উমর [রাদি.] বলিলেন, হে আল্লাহর রাসূল [সাঃআঃ] আবু বাকর [রাদি.]-কে দিন। কিন্তু তিনি তাহাঁর ডান পাশের বেদুঈনকে দিলেন এবং বললেনঃডান দিক হইতে, ডানের হক বেশি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১১৮, ইসলামিক সেন্টার- ৫১২৯]
৫১৮৬. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, একবার রাসূলুল্লাহ [সাঃআঃ] আমাদের গৃহে আগমন করে কিছু পান করিতে ইচ্ছা করিলেন। আমরা তাহাঁর জন্য একটি ছাগলের দুধ দোহন করলাম। তারপর আমি আমার এ কূপ হইতে কিছু পানি দুধের সাথে মেশালাম। তিনি [আনাস] বলেন, অতঃপর আমি রাসূলুল্লাহ [সাঃআঃ]-কে দিলাম। রাসূলুল্লাহ [সাঃআঃ] পান করিলেন। আবু বাকর [রাদি.] তাহাঁর বাম পাশে ছিলেন। উমর [রাদি.] তাহাঁর সম্মুখে আর তাহাঁর ডানদিকে ছিল এক বেদুঈন। রাসূলুল্লাহ [সাঃআঃ] যখন পান করা শেষ করিলেন, তখন উমর [রাদি.] আবু বাকরকে দেখিয়ে তাঁকে বলিলেন, হে আল্লাহর রাসূল! এ তো আবু বাকর [রাদি.] [তাঁকে দিন]। কিন্তু রাসূলুল্লাহ [সাঃআঃ] আবু বাকর ও উমর [রাদি.]-কে [আগে] না দিয়ে সে বেদুঈনকে দিলেন। রাসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃআগে ডান পাশের মানুষদের। ডান পাশের মানুষদের, ডান পাশের লোকদেরই বেশী হক রয়েছে।
আনাস [রাদি.] বলেন, এতএব এটা সুন্নাত, এটা সুন্নাত, এটা সুন্নাত।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১১৯, ইসলামিক সেন্টার- ৫১৩০]
৫১৮৭. সাহল ইবনি সাদ সাইদী [রাদি.] হইতে বর্ণীতঃ
রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর কাছে কিছু পানীয় আনা হলে তিনি সামান্য পান করিলেন। তাহাঁর ডান পাশে ছিল একটি ছেলে আর বাম পাশে কিছু বৃদ্ধ মানুষ। তিনি ছেলেটিকে বলিলেন, তুমি কি তাদেঁরকে দেয়ার জন্য আমাকে অনুমতি দিবে? ছেলেটি বলিল, না। আল্লাহর শপথ! আপনার নিকট হইতে যা পাওনা আমার ভাগে [তাতে] আমি অন্য কাউকে প্রাধান্য দিব না।
আনাস [রাদি.] বলেন, তারপর রাসূলুল্লাহ [সাঃআঃ] দুধের বাটি তার হাতেই তুলে দিলেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১২০, ইসলামিক সেন্টার- ৫১৩১]
৫১৮৮. সাহল ইবনি সাদ [রাদি.]-এর সনদ হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] হইতে হুবহু বর্ণনা করিয়াছেন। তারা দুজনেই فَتَلَّهُ (তার হাতে দিলেন) শব্দটি বর্ণনা করেননি। তবে ইয়াকুব (রহঃ) এর বর্ণনায় فَتَلَّهُ এর স্থানে فَأَعْطَاهُ إِيَّاهُ (তাকেই দিলেন) উক্তিটি বর্ণিত হয়েছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১২১, ইসলামিক সেন্টার- ৫১৩২]
Leave a Reply