রসূলুল্লাহ [সাঃ]-এর [বালিশ ছাড়া অন্য কিছুতে] ঠেস দেয়া

রসূলুল্লাহ [সাঃ]-এর [বালিশ ছাড়া অন্য কিছুতে] ঠেস দেয়া

রসূলুল্লাহ [সাঃ]-এর [বালিশ ছাড়া অন্য কিছুতে] ঠেস দেয়া , এই অধ্যায়ে হাদীস ১ টি ( ১০২-১০২ পর্যন্ত )<< শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন 

অধ্যায়-২৩ঃ রাসূলুল্লাহ (সাঃ)-এর (বালিশ ছাড়া অন্য কিছুতে) ঠেস দেয়া

১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ [সাঃ]-এর [বালিশ ছাড়া অন্য কিছুতে] ঠেস দেয়া

১০২। আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নাবী [সাঃআঃ] ও একবার রোগাক্রান্ত হয়ে পড়েন। তখন তিনি উসামা [রাদি.] এর কাধে ভর করে বাইরে আসেন। সে সময় তার দেহে একটা ইয়ামানী কাপড় জড়ানো ছিল। তারপর তিনি লোকদের ঈমামতি করেন {১০৩}

{১০৩}মুসনাদে আহম্মদ, হাদিস নং/১৩৭৮৭; মুসনাদুত তায়ালুসী, হাদিস নং/২২৫৪; শারহুস সুন্নাহ, হাদিস নং/৩০৯২ হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

Comments

One response to “রসূলুল্লাহ [সাঃ]-এর [বালিশ ছাড়া অন্য কিছুতে] ঠেস দেয়া”

Leave a Reply