ঝোল খাওয়া জায়িয এবং লাউ খাওয়া মুস্তাহাব আর মেযবান অপছন্দ
ঝোল খাওয়া জায়িয এবং লাউ খাওয়া মুস্তাহাব আর মেযবান অপছন্দ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২১. অধ্যায়ঃ ঝোল খাওয়া জায়িয এবং লাউ খাওয়া মুস্তাহাব আর মেযবান অপছন্দ না করলে, মেহমান হয়েও একই দস্তরখানে উপবেশনকারীদের একজন অন্যজনকে এগিয়ে দেয়া জায়িয।
৫২২০. আনাস ইব্নু মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, এক দর্জি রাসূলুল্লাহ [সাঃআঃ] –এর জন্য কিছু খাদ্য প্রস্তত করে তাঁকে দাওয়াত করলো। আনাস ইব্নে মালিক [রাদি.] বলেন, সে দাওয়াতে আমি ও রাসূলুল্লাহ [সাঃআঃ] –এর সাথে গেলাম। রাসুলুল্লাহ [সাঃআঃ] –এর সম্মুখে যবের রুটি, ঝোল বিশিষ্ট লাউ ও শুকনো গোশত পেশ করা হলো। আনাস [রাদি.] বলেন, আমি রাসূলুল্লাহ [সাঃআঃ]–কে লক্ষ্য করলাম, তিনি থালার চারপাশে থেকে লাউ সন্ধান করিয়াছেন। সেদিন থেকে আমিও লাউ পছন্দ করিতে লাগলাম।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৫২, ইসলামিক সেন্টার-৫১৬৪]
৫২২১. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, জনৈক লোক রাসূলুল্লাহ [সাঃআঃ]–কে দাওয়াত করলো। আমি ও তাহাঁর সাথে গেলাম। তরকারী আনা হলো যাতে লাউ ছিল। রাসূলুল্লাহ [সাঃআঃ] সে লাউগুলো খেতে লাগলেন। লাউ তাহাঁর নিকট ভাল লাগছিল। তিনি বলেন, এ অবস্থা দেখে স্বয়ং আমি না খেয়ে এগুলো তাহাঁর নিকট বাড়িয়ে দিতে লাগলাম। আনাস [রাদি.] বলেন, তারপর থেকে সব সময় লাউ আমার প্রিয় খাবার হয়ে যায়।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৫৩, ইসলামিক সেন্টার-৫১৬৫]
৫২২২. আনাস ইব্নে মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
এক দর্জি রাসুলুল্লাহ [সাঃআঃ] –কে দাওয়াত করলো। রাবী অতিরিক্ত বর্ণনা করিয়াছেন যে, সাবিত [রহমাতুল্লাহি আলাইহি] বলেছেন, আমি আনাস [রাদি.]-কে বলিতে শুনেছি যে, অতঃপর আমার জন্য যদি আহার তৈরী করা হতো এবং এতে আমি লাউ দিতে সমর্থ হলে তাই করা হতো।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৫৪, ইসলামিক সেন্টার-৫১৬৬]
Leave a Reply