জ্ঞানার্জনের উদ্দেশ্যে ভ্ৰমণ করা এর প্রতি উদ্ধৃদ্ধ করণ
<< সহীহ আত তারগীব ওয়াত তারহীব হাদীস বই এর মুল সুচিপত্র
পরিচ্ছেদঃ জ্ঞানার্জনের উদ্দেশ্যে ভ্ৰমণ করা এর প্রতি উদ্ধৃদ্ধ করণ
তারগীব ওয়াত তারহীবঃ ৮৪ – আবু হুরায়রা [রাঃআঃ] হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেনঃ “যে ব্যক্তি বিদ্যান্বেষণের জন্য রাস্তা চলবে, বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতের একটি পথ সহজ করে দিবেন।”
[হাদীছটি বর্ণনা করিয়াছেন মুসলিম প্রমূখ] হাদিসের তাহকিকঃসহীহ হাদীস
তারগীব ওয়াত তারহীবঃ ৮৫- যুরর বিন হুবায়শ হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি ছাফওয়ান বিন আসসাল আল মুরাদী [রাঃআঃ]এর নিকট আগমণ করলাম। তিনি বললেনঃ কেন এসেছ? আমি বললামঃ জ্ঞানার্জন করব এই উদ্দেশ্যে। তিনি বলিলেন, আমি শুনিয়াছি রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেনঃ
“যে কেউ ইলম তলব করার উদ্দেশ্যে গৃহ থেকে বের হইবে, তার কৃতকর্মের প্রতি [জ্ঞানার্জনের কাজে] সম্ভষ্ট
হয়ে ফেরেশতাকুল তার জন্য তাহাদের ডানাগুলো বিছিয়ে দিবেন।”
[হাদীছটি বর্ণনা করিয়াছেন তিরমিযী, ইবনু মাজাহ, ইবনু হিব্বান ও হাকেম। হাকেম বলেন, হাদীছটির সনদ সহীহ হাদীছের বাক্য ইবনি মাজাহর] হাদিসের তাহকিকঃসহীহ হাদীস
তারগীব ওয়াত তারহীবঃ ৮৬ – আবু উমামা [রাঃআঃ] হতে বর্ণিতঃ
নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেনঃ “যে ব্যক্তি শুধুমাত্র কল্যাণ শিক্ষা লাভ বা শিক্ষা প্রদানের উদ্দেশ্যে সমজিদে গমণ করিবে, তাকে পরিপূর্ণরূপে হজ্জ পালনকারীর ন্যায় প্রতিদান দেয়া হইবে।”
[ত্বাবরানী কাবীর গ্রন্থে হাদীছটি বর্ণনা করিয়াছেন] হাদিসের তাহকিকঃহাসান সহীহ
তারগীব ওয়াত তারহীবঃ ৮৭ – আবু হুরায়রা [রাঃআঃ] হতে বর্ণিতঃ
তিনি বলেনঃ আমি শুনিয়াছি রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেনঃ “যে ব্যক্তি আমার এই মসজিদে আসবে শুধুমাত্র কল্যাণ শিক্ষা করা বা শিক্ষাদানের উদ্দেশ্যে, সে আল্লাহর পথে জিহাদকারীদের মর্যাদার অধিকারী হইবে। আর যে ব্যক্তি অন্য কোন উদ্দেশ্যে আগমণ করিবে, সে এমন ব্যক্তির ন্যায়, যে অন্যের সম্পদের দিকে চেয়ে থাকে।
[হাদীছটি বর্ণনা করিয়াছেন ইবনু মাজাহ, বায়হাকী ও হাকেম] হাদিসের তাহকিকঃসহীহ হাদীস
তারগীব ওয়াত তারহীবঃ ৮৮ – আনাস [রাঃআঃ] হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেনঃ “যে ব্যক্তি জ্ঞানার্জন করার জন্যে [ঘর থেকে] বের হল, সে ফেরত আসার পর্যন্ত আল্লাহর পথেই থাকল।”
[হাদীছটি বর্ণনা করিয়াছেন তিরমিযী, তিনি বলেনঃ হাদীছটি হাসান] হাদিসের তাহকিকঃহাসান লিগাইরিহি
Leave a Reply