জুলাইবীব [রাদি.]-এর ফযিলত

জুলাইবীব [রাদি.]-এর ফযিলত

জুলাইবীব [রাদি.]-এর ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২৭. অধ্যায়ঃ জুলাইবীব [রাদি.]-এর ফযিলত

৬২৫২ .আবু বারযাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ্ [সাঃআঃ] এক জিহাদে ছিলেন। আল্লাহ তাআলা তাঁকে গানীমাতের সম্পদ দান করিলেন। তিনি তাহাঁর সহাবাদের বলিলেন, তোমাদের কেউ কি হারিয়ে যায়নি? লোকেরা বলিল, হ্যাঁ, অমুক, অমুক ও অমুককে। তিনি বলিলেন, তোমরা কি কাউকে হারিয়েছ? লোকেরা বলিল, হ্যাঁ, অমুক, অমুক এবং অমুককে। তিনি পুনরায় বলিলেন, তোমরা কি কাউকে হারিয়েছ? লোকেরা বলিল, জিনা। তিনি বলিলেন, কিন্তু আমি জুলায়বীবকে হারিয়েছি। তোমরা তাঁকে সন্ধান করো। তখন তাঁকে নিহতদের মাঝে সন্ধান করা হলো। তারপর তারা সাতটা লাশের সামনে তাঁকে খুঁজে পেল। তিনি এ সাতজনকে মেরে ফেলেছিলেন। তারপর শত্রুরা তাঁকে মারে। তখন নবী [সাঃআঃ] তাহাঁর নিকট আসলেন এবং ওখানে দন্ডায়মান অবস্থায় বলিলেন, সে সাতজনকে হত্যা করেছে; তারপর শত্রুরা তাঁকে মেরেছে। সে আমার আর আমিও তাহাঁর। সে আমার আর আমি তাহাঁর। অতঃপর তিনি তাঁকে দুবাহুর উপর উঠিয়ে নিলেন। কেবল রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর বাহুই তাঁকে বহন করছিল। তাহাঁর কবর খনন করা হলো এবং তিনি তাঁকে তাহাঁর কবরে রেখে দিলেন। রাবী তাহাঁর গোসলের বর্ণনা করেননি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১৩৪, ইসলামিক সেন্টার-৬১৭৭]

Comments

Leave a Reply