জুমার খুতবা শোনা কি
জুমার খুতবা শোনা কি >> মিশকাতুল মাসাবীহ এর মুল সুচিপত্র দেখুন
পর্বঃ ৪, অধ্যায়ঃ ৪৫
- অধ্যায়ঃ ৪৫. প্রথম অনুচ্ছেদ
- অধ্যায়ঃ ৪৫. দ্বিতীয় অনুচ্ছেদ
- অধ্যায়ঃ ৪৫. তৃতীয় অনুচ্ছেদ
অধ্যায়ঃ ৪৫. প্রথম অনুচ্ছেদ
১৪০১. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] সূর্য ঢলে পড়লে জুমুআর সলাত আদায় করিতেন।
[বোখারী] {১}, {১} সহীহ : বোখারী ৯০৪, আত তিরমিজি ৫০৩, আহমাদ ১৩৩৮৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৬৬৯, শারহুস্ সুন্নাহ্ ১০৬৬। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
১৪০২.সাহল ইবনি সাদ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমরা জুমুআর দিন জুমুআর সলাত আদায় করার পূর্বে খাবারও গ্রহণ করতাম না, বিশ্রামও করতাম না।
[বোখারী, মুসলিম] {১},{১} সহীহ : বোখারী ৯৩৯, মুসলিম ৮৫৯, ইবনি মাজাহ ১০৯৯। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
১৪০৩. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ] প্রচণ্ড শীতের সময় জুমুআর সলাত সকাল সকাল [প্রথম ওয়াক্তে] আদায় করিতেন, আর প্রচণ্ড গরমের সময় দেরী করে আদায় করিতেন।
[বোখারী] {১}, {১} সহীহ : বোখারী ৯০৬, শারহু মাআনিল আসার ১১২৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৬৭৮, সহীহ আল জামি ৪৬৭০। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
১৪০৪. সায়িব ইবনি ইয়াযীদ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ], আবু বাক্র [রাদি.] ও উমার [রাদি.]-এর খিলাফাতকালে জুমুআর প্রথম আযান দেওয়া হত ঈমাম মিম্বারে বসলে। উসমান [রাদি.] খলীফা হবার পর, লোকের সংখ্যা বেড়ে গেলে তিনি যাওরা-এর উপর তৃতীয় আযান বাড়িয়ে দিলেন।
[বোখারী] {১}, {১} সহীহ : বোখারী ৯১২, শারহুস্ সুন্নাহ্ ১০৭১, আত তিরমিজি ৫১৬, ইবনি মাজাহ ১১৩৫। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
১৪০৫. জাবির ইবনি সামুরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ] [জুমুআর দিন] দুটি খুতবাহ্ [ভাষণ] দিতেন। উভয় খুতবার মধ্যখানে তিনি কিছু সময় বসতেন। তিনি [খুতবায়] কিছু কুরআন তিলাওয়াত করিতেন এবং লোকদেরকে উপদেশ শুনাতেন। সুতরাং তাহাঁর সলাত ও খুতবাহ্ উভয়ই ছিল নাতিদীর্ঘ।
[মুসলিম] {১}, {১} সহীহ : মুসলিম ৮৬৬, আবু দাউদ ১১০১, মুসান্নাফ আবদুর রায্যাক্ব ৫২৫৬, ইবনি আবী শায়বাহ্ ৪৬৫৫, আহমাদ ২০৮৮৫, আত তিরমিজি ৫০৭, দারিমী ১৫৯৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৭৬১, শারহুস্ সুন্নাহ্ ১০৭৭। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
১৪০৬. আম্মার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনিয়াছি: কোন ব্যক্তির দীর্ঘ সলাত সংক্ষিপ্ত খুতবাহ্ তার বুদ্ধিমত্তার পরিচায়ক। তাই তোমরা সলাতকে লম্বা করিবে, খুতবাকে খাটো করিবে। নিশ্চয় কোন কোন ভাষণ যাদু স্বরূপ।
[মুসলিম] {১}, {১} সহীহ : মুসলিম ৮৬৯, আহমাদ ১৮৩১৭, দারিমী ১৫৫৬, ইবনি খুযায়মাহ্ ১৭৮২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৭৬৩, শুআবুল ঈমান ৪৬৩৫, শারহুস্ সুন্নাহ্ ১০৭৭, সহীহ আল জামি ২১০০। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
১৪০৭. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম] যখন খুতবাহ্ [ভাষণ] দিতেন তাহাঁর দুচোখ লাল হয়ে যেত, কন্ঠস্বর হত সুউচ্চ, রাগ বেড়ে যেত। মনে হত তিনি কোন সামরিক বাহিনীকে এ বলে শত্রু হইতে সর্তক করে দিচ্ছেন : সকাল-সন্ধ্যায় তোমাদের ওপর শত্রু বাহিনী হানা দিতে পারে। তিনি খুতবায় বলিতেন, আমাকে ও ক্বিয়ামাতকে এভাবে পাঠানো হয়েছে। এ কথা বলে তিনি তাহাঁর তর্জনী ও মধ্যমা আঙ্গুলকে একত্র করে মিলিয়ে দেখালন।
[মুসলিম]{১}, {১} সহীহ : মুসলিম ৮৬৭, ইবনি মাজাহ ৪৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৭৫৩, ইবনি হিব্বান ১০, ইরওয়া ৬১১, সহীহ আত তারগীব ৫০, সহীহ আল জামি ৪৭১১। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
১৪০৮. ইয়ালা ইবনি উমাইয়্যাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম]-কে মিম্বারে উঠে কুরআনের এ আয়াত পাঠ করিতে শুনিয়াছি
وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ [الزخرف 43 : 77]
: “জাহান্নামীরা [জাহান্নামের দারোগাকে] ডেকে বলবে, হে মালিক! [তুমি বলো] তোমার রব যেন আমাদের মৃত্যু ঘটিয়ে দেন”- [সূরাহ্ আয্ যুখরুফ ৪৩ : ৭৭] অর্থাৎ তিনি খুত্বায় জাহান্নামের ভয়াবহতার কথা উল্লেখ করিতেন।
[বোখারী, মুসলিম] {১}, {১} সহীহ : বোখারী ৩২৩০, মুসলিম ৮৭১, আত তিরমিজি ৫০৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৭৮০, শারহুস্ সুন্নাহ্ ১০৭৮। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
১৪০৯. উম্মু হিশাম বিনতু হারিসাহ্ ইবনুল নুমান [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি কুরআন মাজীদের “সূরাহ্ ক্বাফ ওয়াল কুরআনিল মাজীদ” রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর মূখ থেকে শুনে শুনেই মুখস্থ করেছি। প্রত্যেক জুমআয় তিনি মিম্বারে উঠে খুতবার প্রাক্কালে এ সূরাহ্ পাঠ করিতেন।
[মুসলিম] {১}, {১} সহীহ : মুসলিম ৮৭৩, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৭৭৯, ইবনি আবী শায়বাহ্ ৫২০২। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
১৪১০. আমর ইবনি হুরায়স [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ] জুমুআর দিনে খুতবাহ্ দিলেন। তখন তাহাঁর মাথায় ছিল কালো পাগড়ী। পাগড়ীর দুমাথা তাহাঁর দুকাঁধের মাঝখানে ঝুলিয়ে দিয়েছিলেন।
[মুসলিম] {১}, {১} সহীহ : মুসলিম ১৩৫৯, আবী দাউদ ৪০৭৭, নাসায়ী ৫৩৪৬, ইবনি মাজাহ ১১০৪, আহমাদ ১৮৭৩৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৯৭৭, শারহুস্ সুন্নাহ্ ১০৭৫, সহীহাহ্ ৭১৮। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
১৪১১. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] খুতবাহ্ দেয়ার সময় বলেছেন : তোমাদের কেউ জুমুআর দিন ইমামের খুতবাহ্ চলাকালে মাসজিদে উপস্থিত হলে সে যেন সংক্ষেপে দু রাক্আত [নাফ্ল] সলাত আদায় করে নেয়।
[মুসলিম] {১}, {১} সহীহ : মুসলিম ৮৭৫, আবু দাউদ ১১১৬, ইবনি মাজাহ ১১১৪, ইবনি খুযায়মাহ্ ১৮৩৫, ইবনি হিব্বান ২৫০০, আহমাদ ১৪৪০৫। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
১৪১২. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন : যে ব্যক্তি ইমামের সাথে সলাতের এক রাক্আত পেল, সে যেন পূর্ণ সলাত পেল।
[বোখারী, মুসলিম] {১}, {১} সহীহ : বোখারী ৫৮০, মুসলিম ৬০৭, আবু দাউদ ১২২১, নাসায়ী ৫৫৩, মুয়াত্ত্বা মালিক ২০, মুসান্নাফ আবদুর রাযযাক্ব ৩৩৬৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৮১৩, শারহুস্ সুন্নাহ্ ৪০০, ইবনি হিব্বান ১৪৮৩, সহীহ আল জামি ৫৯৯৪, ইরওয়া ৬২৩। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
অধ্যায়ঃ ৪৫. দ্বিতীয় অনুচ্ছেদ
১৪১৩. আবদুল্লাহ ইবনি উমার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ] দুটি খুতবাহ্ [ভাষণ] দিতেন। তিনি মিম্বারে উঠে বসতেন। যে পর্যন্ত মুয়ায্যিন আযান শেষ না করিতেন। এরপর তিনি দাঁড়াতেন ও খুতবাহ্ শুরু করে দিতেন। তারপর আবার বসতেন। এ সময় তিনি কোন কথা বলিতেন না। অতঃপর তিনি আবার দাঁড়াতেন ও [দ্বিতীয়] খুতবাহ্ দিতেন।
[আবু দাউদ] {১}, {১} সহীহ : আবু দাউদ ১০৯২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৭৪৭, সহীহ আল জামি ৪৯১৩। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
১৪১৪. আবদুল্লাহ ইবনি মাস্ঊদ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ] যখন মিম্বারে দাঁড়াতেন, আমরা তাহাঁর মুখোমুখী হয়ে বসতাম। [তিরমিজি; তিনি বলেন, এ হাদিসটি শুধু মুহাম্মাদ ইবনি ফায্ল- এর মাধ্যমে পাওয়া গেছে। তিনি ছিলেন জইফ {দুর্বল]। তার স্মরণশক্তি নষ্ট হয়ে গিয়েছিল। {১}
{১} সহীহ : আত তিরমিজি ৫০৯, শারহুস্ সুন্নাহ্ ১০৮১। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
অধ্যায়ঃ ৪৫. তৃতীয় অনুচ্ছেদ
১৪১৫. জাবির ইবনি সামুরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ] দাঁড়িয়ে খুতবাহ্ দিতেন। এরপর তিনি বসতেন। আবার তিনি দাঁড়িয়ে দ্বিতীয় খুতবাহ্ দিতেন। যে ব্যক্তি তোমাকে বলবে, তিনি বসা অবস্থায় খুতবাহ্ দিয়েছেন, সে মিথ্যাবাদী। আল্লাহ্র শপথ করে বলছি! আমি তাহাঁর সাথে দুহাজারেরও বেশী সলাত আদায় করেছি [তাঁকে বসে বসে খুতবাহ্ দিতে কোন দিন দেখিনি]।
[মুসলিম] {১}, {১} সহীহ : মুসলিম ৮৬২, আহমাদ ২০৮৫১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৭০১। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
১৪১৬. কাব ইবনি উজরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি মাসজিদে হাজির হলেন। তখন আবদুর রহমান ইবনি উম্মুল হাকাম বসে খুতবাহ্ দিচ্ছিলেন। কাব বললেন, এ খবীসের দিকে তাকাও। সে বসে খুতবাহ্ দিচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলেন,
وَإِذَا رَأَوْا تِجرَةً أَوْ لَهْوًا انْفَضُّوْا إِلَيْهَا وَتَرَكُوْكَ قَائِمًا [الجمعة : 62 : 11]
“যখন তারা বাণিজ্য কাফেলা অথবা খেল-তামাশা দেখে, তোমাকে দাঁড়ানো অবস্থায় রেখে সেদিকে চলে যায়”- [সূরাহ্ আল জুমুআহ্ ৬২ : ১১]।
[মুসলিম] {১}, {১} সহীহ : মুসলিম ৮৬৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৭০৪। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
১৪১৭. উমারাহ্ ইবনি রুওয়াইবাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বিশর ইবনি মারওয়ান-কে মিম্বরের উপরে দুহাত উঠিয়ে জুমুআর খুতবাহ্ দিতে দেখে বললেন, আল্লাহ তার এ হাত দুটিকে ধ্বংস করুন। আমি রাসূলুল্লাহকে ভাষণ পেশ করার সময় দেখেছি, তিনি তাহাঁর হাত এর অধিক উঁচুতে উঠাতেন না। এ কথা বলে উমারাহ্ তর্জনী উঠিয়ে [রাসুলের হাত উঁচুতে উঠাবার] পরিমাণের দিকে ইঙ্গিত দিলেন।
[মুসলিম] {১},{১} সহীহ : মুসলিম ৮৭৪, আবু দাউদ ১১০৪, ইবনি আবী শায়বাহ্ ৫৪৯৭, দারিমী ১৬০১, ইবনি খুযায়মাহ্ ১৪৫১, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৭৭৪, শারহুস্ সুন্নাহ্ ১০৭৯, ইবনি হিব্বান ৮৮২। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
১৪১৮. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, জুমুআর সলাতের দিন রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] মিম্বারে উঠে বসে বললেন, তোমরা বসো। আব্দুল্লাহ ইবনি মাস্ঊদ [রাদি.] এ নির্দেশ শুনে মাসজিদের দরজায় বসে পড়লেন। রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] তা দেখলেন এবং বললেন, হে আব্দুল্লাহ ইবনি মাস্ঊদ! এগিয়ে এসো।
[আবু দাউদ] {১}, {১} সহীহ : আবু দাউদ ১০৯১, মুসতাদরাক লিল হাকিম ১০৫৬, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৭৪৯। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
১৪১৯. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] বলেছেন : যে ব্যাক্তি [ইমামের সাথে] জুমুআর [সলাতের] এক রাক্আত পেয়েছে, সে যেন এর সাথে দ্বিতীয় রাক্আত যোগ করে। আর যার দুই রাক্আতই ছুটে গেছে, সে যেন চার রাক্আত আদায় করে; অথবা বলেছেন, সে যেন যুহরের সলাত আদায় করে নেয়।
[দারাকুত্বনী]{১}, {১} সহীহ : ইবনি মাজাহ ১১২১, ইবনি আবী শায়বাহ্ ৫৩৩৫, ইবনি খুযায়মাহ্ ১৮৫১, মুসতাদরাক লিল হাকিম ১০৭৮, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৫৭৪০। জুমার খুতবা শোনা কি -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
Leave a Reply