জিহাদ হাদীস
পর্বঃ ৫৬, জিহাদ, অধ্যায়ঃ (১-১৯৯)=১৯৯টি
আল্লাহর পথে নিহত বা আহত জিহাদ মৃত্যু ও শহিদ
৫৬/১. অধ্যায়ঃ জিহাদ ও যুদ্ধের ফযীলত।
৫৬/২. অধ্যায়ঃ মানুষের মধ্যে সেই মুমিন মুজাহিদই উত্তম, যে নিজের জান দিয়ে ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে।
৫৬/৩. অধ্যায়ঃ পুরুষ এবং নারীর জন্য জিহাদ করার ও শাহাদাত লাভের দুআ।
৫৬/৪. অধ্যায়ঃ আল্লাহর পথের মুজাহিদদের মর্যাদা।
৫৬/৫. অধ্যায়ঃ আল্লাহর পথে সকাল-সন্ধ্যা অতিবাহিত করা। জান্নাতে তোমাদের কারো এক ধনুক পরিমিত স্থান।
৫৬/৬. অধ্যায়ঃ ডাগর ডাগর চক্ষু বিশিষ্টা হুর ও তাদের গুনাবলী।
৫৬/৭. অধ্যায়ঃ শাহাদাত কামনা।
৫৬/৮. অধ্যায়ঃ আল্লাহর রাস্তায় সওয়ারী থেকে পতিত হয়ে কারো মৃত্যু ঘটলে, সে জিহাদকারীদের অন্তর্ভুক্ত।
৫৬/৯. অধ্যায়ঃ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আহত হল কিংবা বর্শা দ্বারা বিদ্ধ হল।
৫৬/১০. অধ্যায়ঃ যে মহান আল্লাহর পথে আহত হয়।
৫৬/১১. অধ্যায়ঃ আল্লাহ তাআলার বাণীঃ “বলুন, তোমরা তো আমাদের জন্য প্রতীক্ষা করছ দুটি মঙ্গলের মধ্যে একটির।” (আত-তওবা ৫২)
৫৬/১২. অধ্যায়ঃ আল্লাহ তাআলার বাণীঃ “মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে। তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে। তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি।” (আল আহযাব ২৩)
৫৬/১৩. অধ্যায়ঃ যুদ্ধের আগে নেক আমল।
৫৬/১৪. অধ্যায়ঃ অজ্ঞাত তীর এসে যাকে হত্যা করে
৫৬/১৫. অধ্যায়ঃ যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে বুলন্দ করার উদ্দেশ্যে জিহাদ করে।
৫৬/১৬. অধ্যায়ঃ আল্লাহর পথে যার দুটি পা ধূলি-মলিন হয়।
৫৬/১৭. অধ্যায়ঃ আল্লাহর রাস্তায় মাথায় ধূলা লাগলে তা মুছে ফেলা।
৫৬/১৮. অধ্যায়ঃ যুদ্ধের এবং ধূলাবালি লাগার পর গোসল করা।
৫৬/১৯. অধ্যায়ঃ আল্লাহ তাআলার এ বাণী যাদের ব্যাপারে নাযিল হয়েছে, তাদের মর্যাদাঃ যারা আল্লাহর পথে নিহত হয় তোমরা কখনও তাদের মৃত ধারণা কর না। বরং তারা তাদের রবের কাছে জীবিত এবং জীবিকাপ্রাপ্ত। তারা পরিতুষ্ট তাতে যা আল্লাহ তাদের দান করিয়াছেন নিজ অনুগ্রহে এবং তারা আনন্দ প্রকাশ করছে তাদের ব্যাপারে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি, তাদের পেছনে রয়ে গেছে। কারণ তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হইবে না। তারা আনন্দ প্রকাশ করে আল্লাহর তরফ থেকে নিয়ামাত ও অনুগ্রহ লাভের জন্য। আর আল্লাহ তো মুমিনদের শ্রমফল বিনষ্ট করেন না। (আল ইমরান ১৬৯-১৭১)
৫৬/২০. অধ্যায়ঃ শহীদের উপর ফেরেশতাদের ছায়া বিস্তার।
জিহাদে গমন, নিয়ত, বাধা দান ও ভীরুতা থেকে আশ্রয় প্রার্থনা
৫৬/২১. অধ্যায়ঃ পৃথিবীতে আবার ফিরে আসার জন্য মুজাহিদদের কামনা।
৫৬/২২. অধ্যায়ঃ জান্নাত হল তলোয়ারের ঝলকানির তলে।
৫৬/২৩. অধ্যায়ঃ জিহাদের উদ্দেশ্যে যে সন্তান চায়।
৫৬/২৪. অধ্যায়ঃ যুদ্ধে সাহসিকতা ও ভীরুতা।
৫৬/২৫. অধ্যায়ঃ ভীরুতা থেকে আশ্রয় প্রার্থনা।
৫৬/২৬. অধ্যায়ঃ যুদ্ধের প্রত্যক্ষদর্শীর বর্ণনা।
৫৬/২৭. অধ্যায়ঃ জিহাদে গমন ওয়াজিব এবং জিহাদ ও তার নিয়্যাতের আবশ্যকতা।
৫৬/২৮. অধ্যায়ঃ কোন কাফির যদি কোন মুসলিমকে হত্যা করে, অতঃপর ইসলাম গ্রহণ করতঃ দ্বীনের উপর অবিচল থেকে আল্লাহর পথে নিহত হয়।
৫৬/২৯. অধ্যায়ঃ যে ব্যক্তি জিহাদকে সিয়ামের উপর অগ্রগণ্য করে।
৫৬/৩০. অধ্যায়ঃ নিহত হওয়া ব্যতীতও সাত ধরনের শাহাদাত আছে।
৫৬/৩১. অধ্যায়ঃ আল্লাহ তাআলার বাণীঃ গৃহে উপবিষ্ট মুসলমান-যাদেরও কোন সঙ্গত ওযর নেই এবং ঐ মুসলমান যারা জান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে-সমান নয়। যারা জান ও মাল দ্বারা জিহাদ করে, আল্লাহ তাদের পদমর্যাদা বাড়িয়ে দিয়েছেন গৃহে উপবিষ্টদের তুলনায় এবং প্রত্যেকের সাথেই আল্লাহ কল্যাণের ওয়াদা করিয়াছেন। আল্লাহ মুজাহিদ্বীনকে উপবিষ্টদের উপর মহান প্রতিদানে শ্রেষ্ঠ করিয়াছেন। এগুলো তাহাঁর পক্ষ থেকে পদমর্যাদা, ক্ষমা ও করুণা; আল্লাহ ক্ষমাশীল ও করুণাময়। (আন-নিসা ৯৫-৯৬)
৫৬/৩২. অধ্যায়ঃ যুদ্ধের সময় ধৈর্য অবলম্বন।
৫৬/৩৩. অধ্যায়ঃ জিহাদে উদ্বুদ্ধকরণ।
৫৬/৩৪. অধ্যায়ঃ পরিখা খনন করা।
৫৬/৩৫. অধ্যায়ঃ ওযর যাকে জিহাদে গমন করিতে বাধা দান করে।
৫৬/৩৬. অধ্যায়ঃ আল্লাহর পথে থাকা অবস্থায় সিয়াম পালনের ফযীলত।
৫৬/৩৭. অধ্যায়ঃ আল্লাহর রাস্তায় ব্যয় করার ফযীলত।
৫৬/৩৮. অধ্যায়ঃ সৈনিককে আসবাব সজ্জিত করার কিংবা তার রেখে যাওয়া পরিবারের কল্যাণ করার ফযীলত।
৫৬/৩৯. অধ্যায়ঃ যুদ্ধের সময় সুগন্ধির ব্যবহার।
৫৬/৪০. অধ্যায়ঃ দুশমনের তথ্যানুসন্ধানী দলের ফযীলত।
৫৬/৪১. অধ্যায়ঃ একজন তথ্যানুসন্ধানী পাঠানো যায় কি?
৫৬/৪২. অধ্যায়ঃ দুজনের সফর।
যুদ্ধে পশুর ব্যবহার , গনীমত, ঘোড়দৌড়, গাধা, সাদা খচ্চর
৫৬/৪৩. অধ্যায়ঃ ঘোড়ার কপালের কেশদামে কল্যাণ বিধিবদ্ধ আছে কেয়ামত অবধি।
৫৬/৪৪. অধ্যায়ঃ জিহাদ চলতে থাকবে সৎ বা অসৎ লোকের নেতৃত্বে।
৫৬/৪৫. অধ্যায়ঃ যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদের উদ্দেশে ঘোড়া প্রস্তুত রাখে। মহান আল্লাহর বাণীঃ “যে জিহাদের উদ্দেশে ঘোড়া পালন করে।” (সুরা আল-আনফালঃ ৫২)
৫৬/৪৬. অধ্যায়ঃ ঘোড়া ও গাধার নাম রাখা।
৫৬/৪৭. অধ্যায়ঃ ঘোড়ার অকল্যাণ সম্পর্কে যা বলা হয়।
৫৬/৪৮. অধ্যায়ঃ ঘোড়া তিন ধরনের মানুষের জন্য। আর আল্লাহ তাআলার বাণীঃ তিনি সৃষ্টি করিয়াছেন ঘোড়া, খচ্চর ও গাধা তোমাদের আরোহণের জন্য ও শোভার জন্য এবং আরো সৃষ্টি করবেন এমন বস্তু যা তোমরা জান না। (আন-নাহল ৮)
৫৬/৪৯. অধ্যায়ঃ যে ব্যক্তি জিহাদে অন্যের পশুকে চাবুক মারে।
৫৬/৫০. অধ্যায়ঃ অবাধ্য পশু এবং তেজী ঘোড়ায় আরোহণ করা।
৫৬/৫১. অধ্যায়ঃ গনীমতে ঘোড়ার অংশ।
৫৬/৫২. অধ্যায়ঃ যুদ্ধে যে ব্যক্তি অন্যের বাহনের পশু চালনা করে।
৫৬/৫৩. অধ্যায়ঃ বাহনের পশুর ও পা-দানি সম্পর্কে।
৫৬/৫৪. অধ্যায়ঃ গদিবিহীন অশ্বোপরি আরোহণ।
৫৬/৫৫. অধ্যায়ঃ ধীরগতি সম্পন্ন ঘোড়া।
৫৬/৫৬. অধ্যায়ঃ ঘোড়দৌড়
৫৬/৫৭. অধ্যায়ঃ প্রতিযোগিতার জন্য অশ্বের প্রশিক্ষণ।
৫৬/৫৮. অধ্যায়ঃ প্রশিক্ষণপ্রাপ্ত অশ্বেও দৌড় প্রতিযোগিতার সীমা।
৫৬/৫৯. অধ্যায়ঃ নাবী (সাঃআঃ)-এর উষ্ট্রী প্রসঙ্গে।
৫৬/৬০. অধ্যায়ঃ গর্দভের পিঠে সাওয়ার অবস্থায় যুদ্ধ।
৫৬/৬১. অধ্যায়ঃ নাবী (সাঃআঃ)-এর সাদা খচ্চর।
যুদ্ধে নারীদের অংশগ্রহণ , বালকদের নিয়ে যাঅয়া ও খিদমাতের ফযীলত
৫৬/৬২. অধ্যায়ঃ নারীদের জিহাদ।
৫৬/৬৩. অধ্যায়ঃ নৌ যুদ্ধে নারীদের অংশগ্রহণ ।
৫৬/৬৪. অধ্যায়ঃ কয়েকজন স্ত্রীর মধ্যে একজনকে নিয়ে জিহাদে যাওয়া।
৫৬/৬৫. অধ্যায়ঃ নারীদের যুদ্ধে গমন এবং পুরুষদের সঙ্গে যুদ্ধে অংশ গ্রহণ
৫৬/৬৬. অধ্যায়ঃ যুদ্ধে নারীদের মশ্ক নিয়ে লোকদের নিকট যাওয়া।
৫৬/৬৭. অধ্যায়ঃ নারীগণ কর্তৃক যুদ্ধে আহতদের সেবা ও শুশ্রুষা।
৫৬/৬৮. অধ্যায়ঃ নারীদের সাহায্যে হতাহতদের মদীনায় প্রত্যাহার।
৫৬/৬৯. অধ্যায়ঃ দেহ হইতে তীর বহিষ্করণ।
৫৬/৭০.অধ্যায়ঃ মহান আল্লাহর পথে যুদ্ধে প্রহরা দান।
৫৬/৭১. অধ্যায়ঃ যুদ্ধে খিদমাতের ফযীলত
৫৬/৭২. অধ্যায়ঃ সফর-সঙ্গীর দ্রব্যাদি বহনের ফযীলত।
৫৬/৭৩. অধ্যায়ঃ আল্লাহর রাস্তায় একদিন প্রহরারত থাকার ফযীলত।
৫৬/৭৪. অধ্যায়ঃ যে ব্যক্তি খিদমত গ্রহনের উদ্দেশ্যে যুদ্ধে বালকদের নিয়ে যায়।
৫৬/৭৫. অধ্যায়ঃ সাগর যাত্রা
৫৬/৭৬. অধ্যায়ঃ দুর্বল ও সৎলোকদের (দুআয়) উসিলায় যুদ্ধে সাহায্য চাওয়া।
৫৬/৭৭. অধ্যায়ঃ অমুক লোক শহীদ এ কথা বলবে না।
যুদ্ধের অস্ত্র – তীর, বর্শা, ঢাল, তরবারি, শিরস্ত্রাণ ও ছুরি সম্পর্কে
৫৬/৭৮. অধ্যায়ঃ তীর চালনায় উৎসাহ দান
৫৬/৭৯. অধ্যায়ঃ বর্শা বা তদ্রুপ কিছু নিয়ে খেলা করা।
৫৬/৮০. অধ্যায়ঃ ঢাল ও যে লোক তার সঙ্গীর ঢাল ব্যবহার করে।
৫৬/৮১. অধ্যায়ঃ চামড়ার ঢাল সম্পর্কিত।
৫৬/৮২. অধ্যায়ঃ কোষে ও স্কন্ধে তরবারি বহন।
৫৬/৮৩. অধ্যায়ঃ তলোয়ার স্বর্ণ-রৌপ্যে খচিতকরণ।
৫৬/৮৪. অধ্যায়ঃ সফরে দ্বিপ্রহরের বিশ্রামকালে তলোয়ার গাছে ঝুলিয়ে রাখা
৫৬/৮৫. অধ্যায়ঃ শিরস্ত্রাণ পরিধাণ।
৫৬/৮৬. অধ্যায়ঃ কারো মৃত্যুকালে তার অস্ত্র বিনষ্ট করা যারা পছন্দ করে না
৫৬/৮৭. অধ্যায়ঃ দুপুরের বিশ্রামকালে ইমাম থেকে তফাতে যাওয়া এবং গাছের ছায়ায় বিশ্রাম গ্রহন করা।
৫৬/৮৮. অধ্যায়ঃ তীর নিক্ষেপ প্রসঙ্গে যা বলা হয়েছে।
৫৬/৮৯. অধ্যায়ঃ নাবী (সাঃআঃ)-এর বর্ম এবং যুদ্ধে ব্যবহৃত তাহাঁর জামা সম্পর্কে যা বলা হয়েছে।
৫৬/৯০. অধ্যায়ঃ সফরে এবং যুদ্ধে জোব্বা পরিধান করা
৫৬/৯১. অধ্যায়ঃ যুদ্ধে রেশমী পরিচ্ছদ পরিধান করা।
৫৬/৯২. অধ্যায়ঃ ছুরি সম্পর্কে যা উল্লেখ করা হয়েছে।
রোমীয়, তুর্ক, মুশরিক, ইহুদি ও খৃষ্টানদের সাথে যুদ্ধ
৫৬/৯৩. অধ্যায়ঃ রোমীয়দের সঙ্গে যুদ্ধ সম্পর্কে যা বলা হয়েছে।
৫৬/৯৪. অধ্যায়ঃ ইয়াহূদীদের বিরুদ্ধে যুদ্ধ
৫৬/৯৫. অধ্যায়ঃ তুর্কদের বিরুদ্ধে যুদ্ধ
৫৬/৯৬. অধ্যায়ঃ যারা পশমের জুতা পরিধান করিবে তাদের বিরুদ্ধে যুদ্ধ।
৫৬/৯৭. অধ্যায়ঃ পরাজয়ের সময় সঙ্গীদের সারিবদ্ধ করা, নিজের সওয়ারী থেকে নামা ও আল্লাহর সাহায্য প্রার্থনা করা।
৫৬/৯৮. অধ্যায়ঃ মুশরিকদের পরাজিত ও প্রকম্পিত করার দুআ।
৫৬/৯৯. অধ্যায়ঃ কোন মুসলিম কি আহলে কিতাবকে দ্বীনের পথ দেখাবে কিংবা তাদেরকে কুরআন শিক্ষা দিবে?
৫৬/১০০. অধ্যায়ঃ মুশরিকদের হিদায়াত ও মন আকর্ষণের জন্য দুআ।
৫৬/১০১. অধ্যায়ঃ ইয়াহূদী ও খৃষ্টানদের প্রতি ইসলামের দাওয়াত এবং কোন অবস্থায় তাদের সঙ্গে যুদ্ধ করা যায়?
৫৬/১০২. অধ্যায়ঃ ইসলাম ও নবুওয়াতের দিকে নাবী (সাঃআঃ)-এর আহ্বান আর মানুষ যেন আল্লাহ ব্যতীত তাদের পরস্পরকে রব হিসেবে গ্রহণ না করে।
সফরে বের হওয়া এবং সফরকালে বিদায় দেয়া
৫৬/১০৩. অধ্যায়ঃ যে ব্যক্তি যুদ্ধ করার ইচ্ছা করে এবং অন্যদিকে আকর্ষণের মাধ্যমে তা গোপন করে রাখে আর যে বৃহস্পতিবারে সফরে বের হইতে পছন্দ করে।
৫৬/১০৪. অধ্যায়ঃ যুহরের পর সফরের উদ্দেশে বের হওয়া।
৫৬/১০৫. অধ্যায়ঃ মাসের শেষাংশে সফরে বের হওয়া।
৫৬/১০৬. অধ্যায়ঃ রমাযান মাসে সফরে বের হওয়া।
৫৬/১০৭. অধ্যায়ঃ সফরকালে বিদায় দেয়া।
ইমামের আনুগত্য করা ও মজুরী নিয়ে জিহাদে অংশগ্রহণ করা
৫৬/১০৮. অধ্যায়ঃ পাপ কাজের নির্দেশ না দেয়া পর্যন্ত ইমামের কথা শুনা ও আনুগত্য করা।
৫৬/১০৯. অধ্যায়ঃ ইমামের নেতৃত্বে যুদ্ধ করা ও তাহাঁর মাধ্যমে নিরাপত্তা লাভ করা।
৫৬/১১০. অধ্যায়ঃ যুদ্ধ থেকে পালিয়ে না যাওয়ার ব্যাপারে বায়আত করা।
৫৬/১১১. অধ্যায়ঃ ইমাম মানুষকে তাদের সাধ্যানুযায়ী নির্দেশ করিবে।
৫৬/১১২. অধ্যায়ঃ নাবী (সাঃআঃ) দিবার প্রারম্ভে যুদ্ধারম্ভ না করলে সূর্য ঢলা অবধি যুদ্ধারম্ভ বিলম্ব করিতেন।
৫৬/১১৩. অধ্যায়ঃ কোন ব্যক্তি কর্তৃক ইমামের অনুমতি গ্রহণ।
৫৬/১১৪. অধ্যায়ঃ বিবাহের নতুন অবস্থায় যুদ্ধে অংশগ্রহণ করা। এ প্রসঙ্গে জাবির (রাদি.) কর্তৃক আল্লাহর রাসুল (সাঃআঃ) থেকে হাদীস বর্ণিত আছে
৫৬/১১৫. অধ্যায়ঃ স্ত্রীর সঙ্গে প্রথম মিলনের পর নব বিবাহিতের যুদ্ধে অংশগ্রহণ করা। এ প্রসঙ্গে আবু হুরাইরা (রাদি.) কর্তৃক নাবী (সাঃআঃ) থেকে হাদীস বর্ণিত আছে
৫৬/১১৬. অধ্যায়ঃ ভয়-ভীতির সময় ইমামের অগ্রগমন।
৫৬/১১৭. অধ্যায়ঃ ভয়-ভীতির সময় ত্বরা করা ও দ্রুত অশ্ব চালনা করা।
৫৬/১১৮. অধ্যায়ঃ ভয়-ভীতিকালে একাকী নিস্ক্রান্ত হওয়া।
৫৬/১১৯. অধ্যায়ঃ পারিশ্রমিক প্রদানপূর্বক নিজের পক্ষ হইতে অন্যের দ্বারা যুদ্ধ করানো এবং আল্লাহর পথে সাওয়ারী দান করা।
৫৬/১২০. অধ্যায়ঃ মজুরী নিয়ে জিহাদে অংশগ্রহণ করা।
৫৬/১২১. অধ্যায়ঃ নাবী (সাঃআঃ)-এর পতাকা সম্পর্কে যা বলা হয়েছে।
৫৬/১২২. অধ্যায়ঃ রাসুলুল্লাহ (সাঃআঃ)-এর উক্তিঃ এক মাসের পথের দুরত্বে অবস্থিত শত্রুর মনেও আমার সম্পর্কে ভয়-ভীতি জাগরণের দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে।
যুদ্ধে পাথেয় বহন করা ও যুদ্ধকালীন তাকবীর উচ্চারণ করা
৫৬/১২৩. অধ্যায়ঃ যুদ্ধে পাথেয় বহন করা।
৫৬/১২৪. অধ্যায়ঃ স্কন্ধে পাথেয় বহন করা।
৫৬/১২৫. অধ্যায়ঃ উটের পিঠে ভাই এর পশ্চাতে মহিলার উপবেশন।
৫৬/১২৬. অধ্যায়ঃ যুদ্ধ ও হাজ্জে একই সাওয়ারীতে পেছনে বসা।
৫৬/১২৭. অধ্যায়ঃ গাধার পিঠে অপরের পেছনে বসা।
৫৬/১২৮. অধ্যায়ঃ রিকাব বা অনুরূপ কিছু ধরে আরোহণে সাহায্য করা।
৫৬/১২৯. অধ্যায়ঃ কুরআন শরীফ নিয়ে শত্রু দেশে সফর করা অপছন্দনীয়।
৫৬/১৩০. অধ্যায়ঃ যুদ্ধকালীন তাকবীর উচ্চারণ করা।
৫৬/১৩১. অধ্যায়ঃ তাকবীর পাঠে আওয়াজ উচ্চ করা।
৫৬/১৩২. অধ্যায়ঃ কোন উপত্যকায় অবতরণ করার সময় তাসবীহ পাঠ করা।
৫৬/১৩৩. অধ্যায়ঃ উঁচু স্থানে আরোহণের সময় তাকবীর পাঠ করা।
৫৬/১৩৪. অধ্যায়ঃ মুসাফিরের জন্য তা-ই লিখিত হইবে, যা স্বীয় আবাসে আমল করত।
গোয়েন্দাগিরি , নিঃসঙ্গ ভ্রমণ, ঙ্খলিত কয়েদী প্রসঙ্গে
৫৬/১৩৫. অধ্যায়ঃ নিঃসঙ্গ ভ্রমণ
৫৬/১৩৬. অধ্যায়ঃ ভ্রমনে ত্বরা করা।
৫৬/১৩৭. অধ্যায়ঃ আরোহণের জন্য ঘোড়া দান করতঃ তা বিক্রয় হইতে দেখলে
৫৬/১৩৮. অধ্যায়ঃ পিতামাতার অনুমতি ক্রমে জিহাদে গমন।
৫৬/১৩৯. অধ্যায়ঃ উটের গলায় ঘণ্টা বা তদ্রূপ কিছু বাঁধার ব্যাপারে যা বলা হয়েছে।
৫৬/১৪০. অধ্যায়ঃ সেনাবাহিনীতে তালিকাভুক্ত হলো, অতঃপর তার স্ত্রী হাজ্জের উদ্দেশ্যে বের হলো, অথবা তার কোন ওযর আছে সে ব্যাক্তির জন্য জিহাদ করার অনুমতি আছে কি?
৫৬/১৪১. অধ্যায়ঃ গোয়েন্দাগিরি প্রসঙ্গে
৫৬/১৪২. অধ্যায়ঃ বন্দীদেরকে পরিচ্ছদ দান প্রসঙ্গে।
৫৬/১৪৩. অধ্যায়ঃ সেই ব্যক্তির ফযীলত যার মাধ্যমে কেউ ইসলাম গ্রহণ করেছে।
৫৬/১৪৪. অধ্যায়ঃ শৃঙ্খলিত কয়েদী।
৫৬/১৪৫. অধ্যায়ঃ আহলে কিতাবদ্বয়ের মধ্য হইতে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, তার ফযীলত।
রাসুল (সাঃ) শিশু ও নারীদের যুদ্ধে হত্যা করা নিষেধ করেন
৫৬/১৪৬. অধ্যায়ঃ নৈশকালীন আক্রমণে মুশরিকদের মহিলা ও শিশু নিহত হলে।
৫৬/১৪৭. অধ্যায়ঃ যুদ্ধে শিশুদেরকে হত্যা করা।
৫৬/১৪৮. অধ্যায়ঃ যুদ্ধে নারীদেরকে হত্যা করা।
৫৬/১৪৯. অধ্যায়ঃ আল্লাহ তাআলার শাস্তি দিয়ে কাউকে শাস্তি দেয়া যাবে না।
৫৬/১৫০. অধ্যায়ঃ (বন্দী সম্পর্কে আল্লাহ বলেন) তারপর হয় তাদের প্রতি অনুগ্রহ কর অথবা মুক্তিপণ নিয়ে ছেড়ে দাও-যে পর্যন্ত না যুদ্ধবাজ শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করে। (মুহাম্মাদ ৪)
৫৬/১৫১. অধ্যায়ঃ কোন মুসলিম বন্দী বন্দীদশা হইতে মুক্তির জন্য বন্দীকারীকে হত্যা বা কোন কৌশল অবলম্বন করিবে কি?
৫৬/১৫২. অধ্যায়ঃ কোন মুসলিম মুশরিক কর্তৃক আগুনে প্রজ্জ্বলিত হলে তাকেও প্রজ্জ্বলিত করা হইবে কি?
৫৬/১৫৩. অধ্যায়ঃ
৫৬/১৫৪. অধ্যায়ঃ ঘরদোর ও খেজুর বাগ পুড়িয়ে দেয়া।
৫৬/১৫৫. অধ্যায়ঃ নিদ্রিত মুশরিককে হত্যা করা।
৫৬/১৫৬. অধ্যায়ঃ শত্রুর মুখোমখী হওয়ার আকাঙ্খা করো না।
৫৬/১৫৭. অধ্যায়ঃ যুদ্ধ হল কৌশল।
৫৬/১৫৮. অধ্যায়ঃ যুদ্ধে মিথ্যা বলা।
৫৬/১৫৯. অধ্যায়ঃ হারবীকে গোপনে হত্যা করা।
৫৬/১৬০. অধ্যায়ঃ যার নিকট হইতে ক্ষতির আশংকা থাকে তার সঙ্গে কৌশল ও সাবধানতা অবলম্বন করা বৈধ।
৫৬/১৬১. অধ্যায়ঃ যুদ্ধে কবিতা আবৃত্তি করা ও পরিখা খননকালে আওয়াজ উচ্চ করা।
৫৬/১৬৩. অধ্যায়ঃ চাটাই পুড়িয়ে ক্ষতের চিকিৎসা করা, নারী কর্তৃক পিতার মুখমন্ডল থেকে রক্ত ধেৌত করা এবং ঢাল ভর্তি করে পানি বহন করা।
৫৬/১৬৪. অধ্যায়ঃ যুদ্ধক্ষেত্রে ঝগড়া ও মতবিরোধ করা অপছন্দনীয়। কেউ যদি ইমামের অবাধ্যতা করে তার শাস্তি।
৫৬/১৬৫. অধ্যায়ঃ রাত্রিকালে শত্রু ভয়ে ভীত হলে।
৫৬/১৬৬. অধ্যায়ঃ যে ব্যক্তি শত্রু দর্শনে চিৎকার দিয়ে বলে, “বিপদ আসন্ন!” যাতে লোকেরা তা শুনতে পায়।
৫৬/১৬৭. অধ্যায়ঃ তীর নিক্ষেপের সময় যে বলেছে, এটা লও; আমি অমুকের পুত্র।
৫৬/১৬৮. অধ্যায়ঃ মীমাংসা মান্য করতঃ শত্রুগণ দূর্গ ত্যাগ করলে।
৫৬/১৬৯. অধ্যায়ঃ বন্দী হত্যা ও হাত-পা বেঁধে হত্যা।
বন্দী মুক্তি ,মুক্তিপণ ও ইমাম কর্তৃক লোকদের নাম লিপিবদ্ধ করা
৫৬/১৭০. অধ্যায: স্বেচ্ছায় বন্দীত্ব গ্রহণ করিবে কি? এবং যে বন্দীত্ব গ্রহণ করেনি আর যে ব্যক্তি নিহত হবার সময় দু রাকআত সালাত আদায় করিল
৫৬/১৭১. অধ্যায়ঃ বন্দী মুক্তি প্রসঙ্গে।
৫৬/১৭২. অধ্যায়ঃ মুশরিকদের মুক্তিপণ।
৫৬/১৭৩. অধ্যায়ঃ দারুল হার্বের অধিবাসী নিরাপত্তাহীনভাবে দারুল ইসলামে প্রবেশ করিল।
৫৬/১৭৪. অধ্যায়ঃ জিম্মীদের নিরাপত্তা বিধানের জন্য যুদ্ধ করা হইবে এবং তাদেরকে গোলাম বানানো যাবে না।
৫৬/১৭৫. অধ্যায়ঃ প্রতিনিধি দলকে উপঢৌকন দেয়া।
৫৬/১৭৬. অধ্যায়ঃ জিম্মীদের জন্য সুপারিশ করা যাবে কি এবং তাদের সঙ্গে আচার-ব্যবহার।
৫৬/১৭৭. অধ্যায়ঃ প্রতিনিধি দলের আগমন উপলক্ষে সাজসজ্জা করা।
৫৬/১৭৮. অধ্যায়ঃ শিশুদের কাছে কেমনভাবে ইসলামকে তুলে ধরতে হইবে?
৫৬/১৭৯. অধ্যায়ঃ ইয়াহূদীদের উদ্দশ্যে রাসুলুল্লাহ (সাঃআঃ)-এর বাণীঃ “ইসলাম গ্রহণ কর, নিরাপত্তা লাভ কর”।
৫৬/১৮০. অধ্যায়ঃ কোন সম্প্রদায় দারুল হারবে ইসলাম গ্রহণ করলে, তাদের ধন-সম্পত্তি ও ক্ষেত-খামার থাকলে তা তাদেরই থাকবে।
৫৬/১৮১. অধ্যায়ঃ ইমাম কর্তৃক লোকদের নাম লিপিবদ্ধ করা।
৫৬/১৮২. অধ্যায়ঃ আল্লাহ তাআলা কখনও পাপিষ্ঠ লোকের দ্বারা দ্বীনের সাহায্য করেন।
৫৬/১৮৩. অধ্যায়ঃ শত্রুর আশংকায় সৈনাধ্যক্ষের অনুমতি ব্যতিরেকেই নিজেই সেনা পরিচালনার দায়িত্ব গ্রহণ করা।
৫৬/১৮৪. অধ্যায়ঃ সাহায্যকারী দল প্রেরণ প্রসঙ্গে।
শত্রুর উপর বিজয়ী হলে ও গনীমতের মালামাল আত্মসাৎ করা
৫৬/১৮৫. অধ্যায়ঃ শত্রুর উপর বিজয়ী হলে তাদের স্থানের বহির্ভাগে তিন দিবস অবস্থান করা।
৫৬/১৮৬. অধ্যায়ঃ যুদ্ধক্ষেত্রে ও সফরে গণীমত বন্টন করা।
৫৬/১৮৭. অধ্যায়ঃ মুশরিকরা মুসলিমের মালামাল লুন্ঠন করে নিলে মুসলিমদের তা প্রাপ্ত হওয়া।
৫৬/১৮৮. অধ্যায়ঃ যে ব্যক্তি ফার্সী কিংবা কোন অনারবী ভাষায় কথা বলে।
৫৬/১৮৯. অধ্যায়ঃ গনীমতের মালামাল আত্মসাৎ করা।
৫৬/১৯০. অধ্যায়ঃ স্বল্প পরিমাণ গনীমতের মাল আত্মসাৎ করা।
৫৬/১৯১. অধ্যায়ঃ গনীমতের উট ও ছাগল (বণ্টিত হওয়ার পূর্বে) যবহ করা মাকরূহ।
৫৬/১৯২. অধ্যায়ঃ বিজয়ের সুসংবাদ প্রদান প্রসঙ্গে।
৫৬/১৯৩. অধ্যায়ঃ সুসংবাদ বহনকারীকে পুরস্কৃত করা।
৫৬/১৯৪. অধ্যায়ঃ (মক্কা) বিজয়ের পর হিজরতের কোন প্রয়োজন নেই।
৫৬/১৯৫. অধ্যায়ঃ আল্লাহ তাআআলার না-ফরমানি করলে প্রয়োজনে জিম্মী অথবা মুসলিম নারীর চুল দেখা ও তাদের কে বিবস্ত্র করা।
৫৬/১৯৬. অধ্যায়ঃ মুজাহিদদেরকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করা।
৫৬/১৯৭. অধ্যায়ঃ জিহাদ হইতে ফিরে আসার কালে যা বলবে।
৫৬/১৯৮. অধ্যায়ঃ সফর হইতে প্রত্যাবর্তনের পর সালাত আদায় করা।
৫৬/১৯৯. অধ্যায়ঃ সফর হইতে ফিরে খাদ্য গ্রহন প্রসঙ্গে
Leave a Reply