জিহাদ হাদিস

অধ্যায়ঃ ১৫, অনুচ্ছেদঃ ১-১৮২=১৮২টি, হাদীসঃ (২৪৭৭-২৭৮৭)=৩১১টি

ইসলামে জিহাদ

অনুচ্ছেদ-১ঃ হিজরাত প্রসঙ্গে
অনুচ্ছেদ-২ঃ হিজরাত কি শেষ?
অনুচ্ছেদ-৩ঃ সিরিয়ায় বসবাস সম্পর্কে
অনুচ্ছেদ-৪ঃ জিহাদ অব্যাহত থাকিবে
অনুচ্ছেদ-৫ঃ জিহাদের সওয়াব
অনুচ্ছেদ-৬ঃ বনবাসী জীবন নিষেধ
অনুচ্ছেদ-৭ঃ জিহাদ শেষে প্রত্যাবর্তনের ফাযীলত
অনুচ্ছেদ-৮ঃ অন্যান্য জাতির তুলনায় রোমবাসীদের বিরুদ্ধে জিহাদের মর্যাদা
অনুচ্ছেদ-৯ঃ জিহাদের জন্য সমুদ্রযাত্রা
অনুচ্ছেদ-১০ঃ সমুদ্র জিহাদের ফাযীলত
অনুচ্ছেদ-১১ঃ কাফিরকে হত্যাকারীর মর্যাদা
অনুচ্ছেদ-১২ঃ মুজাহিদ পরিবারের নারীদের সতীত্ব রক্ষা করা
অনুচ্ছেদ-১৩ঃ গনীমাত ছাড়া মুজাহিদ বাহিনী প্রত্যাবর্তন করলে
অনুচ্ছেদ-১৪ঃ আল্লাহর পথে যিকরের সওয়াব বৃদ্ধি হওয়া সম্পর্কে
অনুচ্ছেদ-১৫ঃ যে যুদ্ধে গিয়ে নিহত হয়
অনুচ্ছেদ-১৬ঃ সীমান্ত পাহাড়া দেয়ার ফাযীলত
অনুচ্ছেদ-১৭ঃ মহান আল্লাহর পথে যুদ্ধক্ষেত্রে প্রহরা দেয়ার ফাযীলাত
অনুচ্ছেদ-১৮ঃ যুদ্ধ পরিহার করা অপছন্দনীয়
অনুচ্ছেদ-১৯ঃ কতিপয় লোকের যুদ্ধে অংশ গ্রহনের মাধ্যমে সার্বজনীন অংশগ্রহনের নির্দেশ রহিত
অনুচ্ছেদ-২০ঃ গ্রহণযোগ্য ওযর থাকলে জিহাদে অংশগ্রহণ না করার অনুমতি
অনুচ্ছেদ-২১ঃ যে কাজে জিহাদের সওয়াব রয়েছে
অনুচ্ছেদ-২২ঃ বীরত্ব ও কাপুরুষতা প্রসঙ্গে
অনুচ্ছেদ-২৩ঃ মহান আল্লাহর বাণী ঃ তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না
অনুচ্ছেদ-২৪ঃ তীরন্দাজী সম্পর্কে
অনুচ্ছেদ-২৫ঃ যে ব্যক্তি দুনিয়াবী স্বার্থে জিহাদ করে
অনুচ্ছেদ–২৬ঃ যে লোক আল্লাহ্‌র কালেমাকে সমুন্নত করার উদ্দেশ্যে যুদ্ধ করে
অনুচ্ছেদ-২৭ঃ শহীদের মর্যাদা
অনুচ্ছেদ-২৮ঃ শহীদের শাফাআত সম্পর্কে
অনুচ্ছেদ-২৯ঃ শহীদের কবরে নূর দৃষ্টিগোচর হওয়া
অনুচ্ছেদ-৩০ঃ মজুরীর বিনিময়ে যুদ্ধে শ্রমদান
অনুচ্ছেদ-৩১ঃ অর্থের বিনিময়ে সৈন্য বা যুদ্ধাস্ত্র গ্রহনের অনুমতি সম্পর্কে
অনুচ্ছেদ-৩২ঃ কেউ জিহাদে অংশ গ্রহণকালে নিজের সঙ্গে খাদেম নিলে
অনুচ্ছেদ-৩৩ঃ পিতা-মাতার অনুমতি ছাড়া জিহাদে যোগদান প্রসঙ্গে
অনুচ্ছেদ-৩৪ঃ যুদ্ধে নারীদের অংশগ্রহন
অনুচ্ছেদ-৩৫: স্বৈরাচারী শাসকের নেতৃত্বে যুদ্ধ করা সম্পর্কে
অনুচ্ছেদ-৩৬ঃ অন্যের বাহনে চড়ে জিহাদে যোগদান
অনুচ্ছেদ-৩৭ঃ যে ব্যক্তি সওয়াব ও গনীমাতের আশায় যুদ্ধ করে
অনুচ্ছেদ-৩৮ঃ যে ব্যক্তি নিজেকে [আল্লাহ্‌র রাহে] বিক্রি করে
অনুচ্ছেদ-৩৯ঃ কেউ যুদ্ধক্ষেত্রে ইসলাম গ্রহনের পর পরই সেখানে নিহত্ হলে
অনুচ্ছেদ-৪০ঃ যে ব্যক্তি নিজের অস্ত্রের আঘাতে নিহত্ হয়
অনুচ্ছেদ-৪১ঃ দুশমনের মোকাবেলার সময় দুআ করা
অনুচ্ছেদ-৪২ঃ যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাত কামনা করে

ইসলামের যুদ্ধ নীতি ঘোড়া, পশু, তরবারি, তীর, লৌহবর্ম ইত্যাদি

অনুচ্ছেদ-৪৩ঃ ঘোড়ার কপালের চুল ও লেজ কাটা অপছন্দনীয়
অনুচ্ছেদ-৪৪ঃ ঘোড়ার প্রিয় রং
অনুচ্ছেদ-৪৫ঃ ঘুড়ীকে ঘোড়ার মধ্যে শুমার করা
অনুচ্ছেদ-৪৬ঃ যে ধরনের ঘোড়া অপছন্দনীয়
অনুচ্ছেদ-৪৭ঃ উত্তমরুপে পশুর সেবা যত্ন করা নির্দেশ
অনুচ্ছেদ-৪৮ঃ গন্তব্যে নামা
অনুচ্ছেদ-৪৯ঃ ধনুকের তার দিয়ে ঘোড়ার গলায় মালা বাধা
অনুচ্ছেদ-৫০ঃ ঘোড়ার প্রতিপালন ও রক্ষনাবেক্ষনে যত্নবান হওয়া ও এর নিতম্বে হাত বুলানো
অনুচ্ছেদ-৫১ঃ পশুর গলায় ঘন্টা ঝুলানো
অনুচ্ছেদ-৫২ঃ পায়খানাখোর পশুর পিঠে চড়া
অনুচ্ছেদ-৫৩ঃ যে ব্যক্তি নিজ পশুর নাম রাখে
অনুচ্ছেদ-৫৪ঃ হে আল্লাহর অশ্বারোহী! ঘোড়ায় চড়ো – এ বলে যুদ্ধযাত্রার ডাক দেয়া
অনুচ্ছেদ-৫৫ঃ পশুকে অভিশম্পাত করা নিষেধ
অনুচ্ছেদ-৫৬ঃ জন্তুদের মধ্যে লড়াই লাগানো
অনুচ্ছেদ-৫৭ঃ জন্তুর গায়ে দাগ দেয়া
অনুচ্ছেদ-৫৮ঃ মুখমণ্ডলে দাগ দেয়া এবং আঘাত করা নিষেধ
অনুচ্ছেদ-৫৯ঃ ঘোটকী ও গাধার মিলন ঘটানো অনুচিত
অনুচ্ছেদ-৬০ঃ এক পশুতে তিনজন আরোহণ
অনুচ্ছেদ-৬১ঃ বিনা প্রয়োজনে পশুর পিঠে বসে থাকা অনুচিত
অনুচ্ছেদ-৬২ঃ আরোহীবিহীন ঘোড়া বা উট
অনুচ্ছেদ-৬৩ঃ দ্রুত গতিতে পথ চলা
অনুচ্ছেদ-৬৪ঃ রাতের প্রথমভাগে ভ্রমণ করা
অনুচ্ছেদ-৬৫ঃ বাহনের মালিক সামনের দিকে বসার অধিক হকদার
অনুচ্ছেদ-৬৬ঃ যুদ্ধক্ষেত্রে পশুর পা কেটে ফেলা
অনুচ্ছেদ-৬৭ঃ দৌড় প্রতিযোগিতা
অনুচ্ছেদ-৬৮ঃ লোকদের মাঝে দৌড় প্রতিযোগিতা
অনুচ্ছেদ-৬৯ঃ দুজনের বাজির মধ্যে তৃতীয় প্রবেশকারী
অনুচ্ছেদ-৭0ঃ ঘোড়াদৌড় প্রতিযোগিতায় ঘোড়াকে তাড়া দেওয়া
অনুচ্ছেদ-৭১ঃ তরবারি অলংকার করা
অনুচ্ছেদ-৭২ঃ তীরসহ মাসজিদে প্রবেশ
অনুচ্ছেদ-৭৩ঃ খোলা তরবারি লেনদেন নিষেধ
অনুচ্ছেদ-৭৪ঃ দুই আঙ্গুলের মাঝখানের চামড়া কাটা নিষেধ
অনুচ্ছেদ-৭৫ঃ লৌহবর্ম পরিধান
অনুচ্ছেদ-৭৬ঃ রসূলুল্লাহর [সাঃআঃ] পতাকা
অনুচ্ছেদ-৭৭ঃ অক্ষম ঘোড়া ও দুর্বল লোকের সাহায্য দান
অনুচ্ছেদ-৭৮ঃ যুদ্ধে সাংকেতিক নামে ডাকা

বিপদে, বাহনে চড়ার সময়, অবতরণ করার সময় ও সফরের দুআ

অনুচ্ছেদ-৭৯ঃ সফরে বের হলে যে দুআ পড়তে হয়
অনুচ্ছেদ-৮০ঃ বিদায়ের সময় দুআ
অনুচ্ছেদ-৮১ঃ বাহনে চড়ার সময় যে দুআ পড়তে হয়
অনুচ্ছেদ-৮২ঃ কোন স্থানে অবতরণ করে যে দুআ পড়তে হয়
অনুচ্ছেদ-৮৩ঃ রাতের প্রথমভাগে সফর করা অনুচিৎ
অনুচ্ছেদ-৮৪ঃ কোন দিন সফর করা উত্তম
অনুচ্ছেদ-৮৫ঃ ভোরবেলা সফরে বের হওয়া
অনুচ্ছেদ-৮৬ঃ একাকী সফর করা
অনুচ্ছেদ-৮৭ঃ সফরকারীদের মধ্য হইতে একজনকে নেতা বানানো

শত্রু হত্যা , কয়েদীকে বেধেঁ রাখা, মালের বিনিময়ে বন্দীদের মুক্তি দেওয়া

অনুচ্ছেদ-১২৩ঃ কেউ তার পশু গনীমতের অর্ধেক বা অংশবিশেষ দেয়ার শর্তে ভাড়া দিলে
অনুচ্ছেদ—১২৪ঃ কয়েদীকে শক্ত করে বেধেঁ রাখা
অনুচ্ছেদ-১২৫ঃ বন্দীদেকে মারধর ও হুমকি দিয়ে তথ্য উদ্ধার করা
অনুচ্ছেদ–১২৬ঃ বন্দীকে ইসলাম গ্রহনে বাধ্য করা উচিত নয়
অনুচ্ছেদ–১২৭ঃ ইসলামের দাওয়াত না দিয়ে যুদ্ধবন্দীকে হত্যা করা
অনুচ্ছেদ–১২৮ঃ বন্দীকে হাত পা বেধেঁ হত্যা করা
অনুচ্ছেদ–১২৯ঃ কয়েদীকে বেধেঁ তীর নিক্ষেপে হত্যা করা নিষেধ
অনুচ্ছেদ-১৩০ঃ মুক্তিপণ না নিয়ে বন্দীদের প্রতি অনুগ্রহ দেখানো
অনুচ্ছেদ–১৩১ঃ মালের বিনিময়ে বন্দীদের মুক্তি দেওয়া
অনুচ্ছেদ–১৩২ঃ যুদ্ধে বিজয়ী হওয়ার পর দুশমনের এলাকায় নেতার অবস্হান নেয়া
অনুচ্ছেদ—১৩৩ঃ বন্দীদের পরস্পর পৃথক করা
অনুচ্ছেদ-১৩৪ঃ প্রাপ্তবয়স্ক বন্দীদের পৃথক করা
অনুচ্ছেদ-১৩৫ঃ যদি কোনো মুসলিমের সম্পদ শত্রুবাহিনীর হস্তগত হওয়ার পর পুনরায় মালিক তা গনীমাত হিসাবে ফিরে পায়
অনুচ্ছেদ-১৩৬ঃ যদি মুশরিকদের কৃতদাস পালিয়ে এসে মুসলিমদের সাথে মিলিত হয়ে ইসলাম কবুল করে

গনীমতের মাল , শত্রু দেশের খাদ্য, ফাই থেকে ঈমাম নিজের জন্য কিছু রাখবে

অনুচ্ছেদ—১৩৭ঃ শত্রু দেশের খাদ্য হালাল হওয়া সম্পর্কে
অনুচ্ছেদ-১৩৮ঃ শত্রু এলাকায় খাদ্য ঘাটতি হলেও তা লুটপাট করা নিষেধ
অনুচ্ছেদ—১৩৯ঃ শত্রু দেশ থেকে খাদ্যদ্রব্য নিয়ে আসা
অনুচ্ছেদ-১৪০ঃ শত্রুদেশে লোকদের উদ্ধৃত্ত খাদ্য বিক্রি করা
অনুচ্ছেদ-১৪১ঃ গনীমতের বস্তু দ্বারা কোন ব্যক্তির উপকার লাভ করা
অনুচ্ছেদ-১৪২ঃ যুদ্ধের সময় শত্রুর কাছ থেকে ছিনিয়ে নেয়া অস্ত্র ব্যবহার করার অনুমতি
অনুচ্ছেদ-১৪৩ঃ গনীমতের মাল আত্নসাতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী
অনুচ্ছেদ-১৪৪ঃ গনীমতের সামান্য জিনিস আত্নসাৎ করলে ঈমাম তাহাকে ছেড়ে দিবে এবং তার মালপত্র জ্বালাবে না
অনুচ্ছেদ-১৪৫ঃ গনীমতের মাল আত্মসাৎকারীর শাস্তি
অনুচ্ছেদ-১৪৬ঃ গনীমাত আত্নসাৎকারীর অপরাধ গোপন রাখা নিষেধ
অনুচ্ছেদ-১৪৭ঃ নিহত কাফিরের মালপত্র হত্যাকারী পাবে
অনুচ্ছেদ-১৪৮ঃ ঈমাম ইচ্ছা করলে নিহইতের পরিত্যক্ত মাল হত্যাকারীকে নাও দিতে পারেন, নিহইতের ঘোড়া ও হাতিয়ার তার মালেরই অন্তর্ভূক্ত
অনুচ্ছেদ-১৪৯ঃ নিহত কাফিরের পরিত্যক্ত জিনিসে খুমুস নাই
অনুচ্ছেদ-১৫০: কেউ মুমুর্ষু কাফিরকে হত্যা করিবে সে তার পরিত্যক্ত মাল থেকে উপহার হিসেবে কিছু পাবে
অনুচ্ছেদ-১৫১ঃ কেউ গনিমাতের মাল বন্টিত হওয়ার পর উপস্থিত হলে এর অংশ পাবে না
অনুচ্ছেদ-১৫২ঃ নারী ও কৃতদাসকে গনীমতের অংশ প্রদান
অনুচ্ছেদ-১৫৩ঃ মুশরিকদের জন্য গনীমতের অংশ আছে কিনা?
অনুচ্ছেদ-১৫৪ঃ গনীমতের মালে ঘোড়ার [দুই] অংশ
অনুচ্ছেদ-১৫৫ঃ পদাতিকের জন্য এক অংশ
অনুচ্ছেদ-১৫৬ঃ গনীমাত থেকে কাউকে পুরস্কার দেয়া
অনুচ্ছেদ-১৫৭ঃ মুজাহিদ বাহিনীর গনীমাত থেকে ক্ষুদ্র সামরিক বাহীনীকে পুরস্কার প্রদান
অনুচ্ছেদ-১৫৮ঃ যিনি বলেন, অতিরিক্ত দেয়ার আগেই এক-পঞ্চমাংশ পৃথক করিবে
অনুচ্ছেদ-১৫৯ঃ ক্ষুদ্র সামরিক অভিযান শেষে মূল বাহিনীতে প্রত্যাবর্তন
অনুচ্ছেদ-১৬০: সোনা-রূপা ও গনীমতের প্রাথমিক মাল থেকে অতিরিক্ত প্রদান
অনুচ্ছেদ-১৬১ঃ ফাই থেকে ঈমাম নিজের জন্য কিছু রাখবে

ওয়াদা করা, নিরাপত্তা দেওয়া, সন্ধি করা ও কৃতজ্ঞতাস্বরূপ সাজদাহ

অনুচ্ছেদ-১৬২ঃ ওয়াদা পূরণ করা
অনুচ্ছেদ-১৬৩ঃ ইমামের সম্পাদিত চুক্তি মেনে চলা
অনুচ্ছেদ-১৬৪ঃ মুসলিম নেতা ও শত্রুপক্ষের মধ্যে চুক্তি হওয়ার পর তিনি শত্রুদেশ ভ্রমন করিতে পারবেন
অনুচ্ছেদ ১৬৫ঃ চুক্তি পুর্ণ করা এবং এর মর্যাদা রক্ষা করা
অনুচ্ছেদ-১৬৬ঃ দূত সম্পর্কে
অনুচ্ছেদ-১৬৭ঃ নারীর দেয়া নিরাপত্তা সম্পর্কে
অনুচ্ছেদ-১৬৮ঃ শত্রুপক্ষের সাথে সন্ধি করা
অনুচ্ছেদ-১৬৯ঃ শত্রুর কাছে উপস্থিত হয়ে তাহাদের দলভুক্ত হওয়ার ভান করে তাহাকে হত্যা করা
অনুচ্ছেদ-১৭০ঃ সফরে উচ্চ স্থানে উঠার সময় তাকবীর বলা
অনুচ্ছেদ-১৭১ঃ নিষেধের পর প্রত্যাবর্তনের অনুমতি প্রসঙ্গে
অনুচ্ছেদ-১৭২ঃ সুসংবাদ প্রদানের জন্য কাউকে পাঠানো
অনুচ্ছেদ-১৭৩ঃ সুসংবাদ দাতাহাকে উপহার দেয়া
অনুচ্ছেদ-১৭৪ঃ কৃতজ্ঞতাস্বরূপ সাজদাহ
অনুচ্ছেদ-১৭৫ঃ রাতের বেলা সফর থেকে ফেরা
অনুচ্ছেদ-১৭৬ঃ আগন্তুকদের স্বাগত জানানো
অনুচ্ছেদ-১৭৭ঃ যুদ্ধে যেতে অক্ষম হলে সংগৃহীত সরঞ্জাম অন্য মুজাহিদকে দেয়া উত্তম
অনুচ্ছেদে-১৭৮ঃ সফর থেকে প্রত্যাবর্তনের পর সলাত আদায় করা
অনুচ্ছেদ-১৭৯ঃ বন্টনকারীর মজুরী
অনুচ্ছেদ-১৮০ঃ জিহাদে গিয়ে ব্যবসা করা
অনুচ্ছেদ-১৮১ঃ যুদ্ধাস্ত্র নিয়ে শত্রু এলাকায় গমন
অনুচ্ছেদ-১৮২ঃ মুশরিকদের এলাকায় অবস্থান সম্পর্কে


Posted

in

by

Comments

Leave a Reply