জাহান্নাম অধ্যায় । পরিচ্ছেদ ১: জাহান্নামের বিবরণ

জাহান্নাম অধ্যায় । পরিচ্ছেদ ১: জাহান্নামের বিবরণ

জাহান্নাম অধ্যায় । পরিচ্ছেদ ১: জাহান্নামের বিবরণ, এই অধ্যায়ে হাদীস =২ টি ( ১৮৭০-১৮৭১ পর্যন্ত ) >> মুয়াত্তা ইমাম মালিক এর মুল সুচিপত্র দেখুন

অধ্যায় – ৫৭ঃ জাহান্নাম

পরিচ্ছেদ ১: জাহান্নামের বিবরণ

১৮১৩ আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] বলেছেন, আদম সন্তান যে আগুন প্রজ্বলিত করে [ব্যবহার করে] উহা জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগের সমান। সাহাবীগণ আরয করলেন, ইয়া রসূলাল্লাহ্! [জ্বালাবার জন্য তো] দুনিয়ার এই আগুনই যথেষ্ট। রসূলুল্লাহ্ সাঃআঃ বলিলেন, [জাহান্নামের] সেই আগুন [ক্ষমতার দিক দিয়ে] দুনিয়ার এই আগুনের চাইতে আরও ঊনসত্তর গুণ অধিক ক্ষমতাসম্পন্ন।

[বুখারি ৩২৬৫, মুসলিম ২৮৪৩]এই হাদীসটির তাহকিকঃ সহীহ হাদীস

১৮১৪ আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণিতঃ

জাহান্নামের আগুনকে তোমরা দুনিয়ার এই আগুনের মতো লাল মনে করছ। অথচ উহা আলকাতরা হইতেও অধিক কালো। [হাদীসটি ঈমাম মালিক এককভাবে বর্ণনা করিয়াছেন]

এই হাদীসটির তাহকিকঃ নির্ণীত নয়

Comments

One response to “জাহান্নাম অধ্যায় । পরিচ্ছেদ ১: জাহান্নামের বিবরণ”

Leave a Reply