লোকদের রাস্তা-ঘাটে এবং ছায়াতলে পেশাব পায়খানা করা নিষেধ

লোকদের রাস্তা-ঘাটে এবং ছায়াতলে পেশাব পায়খানা করা নিষেধ

লোকদের রাস্তা-ঘাটে এবং ছায়াতলে পেশাব পায়খানা করা নিষেধ >> রিয়াদুস সালেহীন  হাদিস শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে রিয়াদুস সালেহীন হাদিস শরীফ এর একটি পরিচ্ছেদের হাদিস পড়ুন

পরিচ্ছেদ – ৩৫১ : লোকদের রাস্তা-ঘাটে এবং ছায়াতলে

পেশাব পায়খানা করা নিষেধ

মহান আল্লাহ বলেন,

﴿ وَٱلَّذِينَ يُؤۡذُونَ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ بِغَيۡرِ مَا ٱكۡتَسَبُواْ فَقَدِ ٱحۡتَمَلُواْ بُهۡتَٰنٗا وَإِثۡمٗا مُّبِينٗا ٥٨ ﴾ [الاحزاب : ٥٨] 

অর্থাৎ যারা বিনা অপরাধে ঈমানদার পুরুষ ও নারীদেরকে কষ্ট দেয়, তারা অবশ্যই মিথ্যা অপবাদ এবং স্পষ্ট অপরাধের বোঝা বহন করে। [সূরা আহযাব ৫৮ আয়াত]

1/1780 وَعَنْ أَبي هُرَيرَةَ رضي الله عنه: أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: «اِتَّقُوا اللاَّعِنَيْنِ» قَالُوا : وَمَا اللاَّعِنَانِ ؟ قَالَ: «الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ فِي ظِلِّهِمْ» . رواه مسلم

১/১৭৮০। আবু হুরায়রা রাঃআঃ হইতে বর্ণিত, রসুলুল্লাহ  সাঃআঃ বলেছেন, ‘‘দু’টি অভিসম্পাত আনয়নকারী কর্ম থেকে দূরে থাক।’’ সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, ‘‘দু’টি অভিসম্পাত আনয়নকারী কর্ম কি কি?’’ তিনি [উত্তরে] বলিলেন, ‘‘যে ব্যক্তি মানুষের রাস্তায় এবং তাহাদের ছায়ার স্থলে পায়খানা করে [তার এ দু’টি কাজ অভিসম্পাতের কারণ]।’’ [মুসলিম][1]

* [প্রকাশ থাকে যে, আম বাথরুমে পেশাব-পায়খানা করার পর পানি ঢেলে পরিষ্কার না করে দিলে ঐ অভিসম্পাত আসতে পারে।]


[1] মুসলিম ২৬৯, আবূ দাউদ ২৫, আহমাদ ৮৬৩৫

Comments

One response to “লোকদের রাস্তা-ঘাটে এবং ছায়াতলে পেশাব পায়খানা করা নিষেধ”

Leave a Reply