কামআহ্ {১} -এর ফযিলত ও এর মাধ্যমে চোখের চিকিৎসা

কামআহ্ {১} -এর ফযিলত ও এর মাধ্যমে চোখের চিকিৎসা

কামআহ্ {১} -এর ফযিলত ও এর মাধ্যমে চোখের চিকিৎসা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২৮. অধ্যায়ঃ কামআহ্ {১} -এর ফযিলত ও এর মাধ্যমে চোখের চিকিৎসা

৫২৩৭. সাঈদ ইবনি যায়দ ইবনি আম্‌র ইবনি নুফায়ল [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি নবী [সাঃআঃ]-কে বলিতে শুনেছি যে, কামআহ্ মান্না জাতীয়। আর এর নিগৃহীত রস চোখের জন্য উপশম।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৬৯, ইসলামিক সেন্টার- ৫১৮১]

৫২৩৮. সাঈদ ইবনি যায়দ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনেছি যে, কামআহ্ মান্না জাতীয় এবং এর রস চোখের জন্য উপশম।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৭০, ইসলামিক সেন্টার- ৫১৮২]

৫২৩৯. সাঈদ ইবনি যায়দ [রাদি.]-এর সনদ হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] থেকে অবিকল বর্ণিত রয়েছে।

শুবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, হাকাম [রহমাতুল্লাহি আলাইহি] যখন আমার নিকট হাদীসটি রিওয়ায়াত করিলেন, তখন আমি আবদুল মালিক [রহমাতুল্লাহি আলাইহি]-এর হাদীসটিকে আর “গারীব” [অর্থাৎ- যে হাদীসের সনদে শুধুমাত্র কোন একজন বর্ণনাকারী থাকে] মনে করলাম না।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৭১, ইসলামিক সেন্টার- ৫১৮৩]

৫২৪০. সাঈদ ইবনি যায়দ ইবনি আম্‌র ইবনি নুফায়ল [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ কামআহ্ মান্না জাতীয় [উদ্ভিদ] যা বানী ইস্রাঈলের উপর আল্লাহ নাযিল করেছিলেন এবং এটা হইতে নিগৃহীত রস চোখের উপশম।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৭২, ইসলামিক সেন্টার- ৫১৮৪]

৫২৪১. সাঈদ ইবনি যায়দ [রাদি.]-এর সনদ হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] হইতে বর্ণিত। তিনি বলেছেন, কামআহ্ মান্না জাতীয় [উদ্ভিদ] যা মহান আল্লাহ মূসা [আঃ]-এর উপর নাযিল করেছিলেন এবং এর রস চোখের জন্য নিরাময়।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৭৩, ইসলামিক সেন্টার- ৫১৮৫]

৫২৪২. সাঈদ ইবনি যায়দ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ কাম্আহ্ এক প্রকারের মান্না জাতীয় [উদ্ভিদ] যা মহান আল্লাহ অবতীর্ণ করেছিলেন বানী ইস্রাঈলের উপর। আর এটির রস চোখের জন্য ঔষধ হিসেবে ব্যবহৃত হয়।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৭৪, ইসলামিক সেন্টার- ৫১৮৬]

৫২৪৩. সাঈদ ইবনি যায়দ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ কাম্আহ্ মান্না জাতীয় এক প্রকার উদ্ভিদ। এর রস চোখের জন্য এক প্রকার ঔষধ।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৭৫, ইসলামিক সেন্টার- ৫১৮৭]


Posted

in

by

Comments

Leave a Reply