চুল ছাঁটার চেয়ে কামানো উত্তম এবং ছাঁটাও জায়িয
চুল ছাঁটার চেয়ে কামানো উত্তম এবং ছাঁটাও জায়িয >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৫৫. অধ্যায়ঃ চুল ছাঁটার চেয়ে কামানো উত্তম এবং ছাঁটাও জায়িয
৩০৩৫. আবদুল্লাহ [ইবনি উমর] [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] মাথা মুণ্ডন করিলেন। তাহাঁর কিছু সংখ্যক সাহাবীও মাথা মুণ্ডন করিলেন আর কিছু সংখ্যক চুল খাটো করিলেন। আবদুল্লাহ [রাদি.] বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] এক অথবা দুবার বললেনঃ
رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ
উচ্চারুনঃ রহিমাল্লাহুল মুহাল্লিকিন, অর্থঃ যারা মাথা মুণ্ডন করেছে, আল্লাহ তাদের উপর অনুগ্রহ করুন।
অতঃপর তিনি বললেনঃ
وَالْمُقَصِّرِينَ
উচ্চারুনঃ ওয়াল মুকাসসিরিন, অর্থঃযারা চুল খাটো করেছে, তাদের উপরও।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩০১০, ইসলামিক সেন্টার- ৩০০৭]
৩০৩৬
আবদুল্লাহ ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ
اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ
হে আল্লাহ! মাথা মুণ্ডনকারীদের প্রতি দয়া করুন। সাহাবীগণ বলিলেন, হে আল্লাহ্র রসূল! চুল খাটোকারীদের প্রতিও। তিনি বলিলেন,
اللَّهُمَّ ارْحَمِ الْمُحَلِّقِينَ
হে আল্লাহ! মাথা মুন্ডনকারীদের প্রতি দয়া করুন। তারা বলিলেন, চুল খাটোকারীদের জন্যও [দুআ করুন] হে আল্লাহ রসূল! তিনি বলিলেন, এবং চুল খাটোকারীদের প্রতিও। ঈমাম মুসলিম [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আবু ইসহাক্ব ইব্রাহীম ইবনি মুহাম্মাদ ইবনি সুফ্ইয়ান এ হাদীসটি মুসলিম ইবনি হাজ্জাজ-এর সূত্রে আমার নিকট বর্ণনা করেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৩০১১, ইসলামিক সেন্টার- ৩০০৮] arbi
৩০৩৭
আবদুল্লাহ ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেন,
رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ
মাথা মুণ্ডনকারীদের প্রতি আল্লাহ অনুগ্রহ করুন! তারা বলিলেন, হে আল্লাহর রসূল! চুল ছোটকারীদের জন্য [দুআ করুন]। তিনি বলিলেন,
رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ
মাথা মুণ্ডনকারীদেরকে আল্লাহ রহম করুন। তারা বলিলেন, হে আল্লাহ্র রসূল! চুল ছোটকারীদের জন্যও। তিনি বলিলেন,
رَحِمَ اللَّهُ الْمُحَلِّقِينَ
মাথা মুণ্ডনকারীদের প্রতি আল্লাহ দয়া করুন। তারা বলিলেন, হে আল্লাহ্র রসূল! চুল ছোটকারীদের প্রতিও। তিনি বলিলেন, চুল ছোটকারীদের প্রতিও। [ইসলামিক ফাউন্ডেশন- ৩০১২, ইসলামিক সেন্টার- ৩০০৯]
৩০৩৮
উবায়দুল্লাহ [রহমাতুল্লাহি আলাইহি] থেকে এ সূত্র হইতে বর্ণীতঃ
উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে তার বর্ণনায় আছে, “চতুর্থবারে তিনি বললেনঃ চুল খাটোকারীদের উপরও [রহম করুন]।” [ইসলামিক ফাউন্ডেশন- ৩০১৩, ইসলামিক সেন্টার-৩০১০]
৩০৩৯. আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ
اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ
উচ্চারুনঃ আল্লহুম্মাগ ফিরলিল মুহাল্লিকিন, অর্থঃ হে আল্লাহ! মাথা মুণ্ডনকারীদেরকে ক্ষমা করুন। তারা বললেনঃ
اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ
উচ্চারুনঃ আল্লহুম্মাগ ফিরলিল মুহাল্লিকিন, অর্থঃ হে আল্লাহ্র রসূল! চুল খাটোকারীদের [ক্ষমার জন্য দুআ করুন]। তিনি বললেনঃ
اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ
উচ্চারুনঃ আল্লহুম্মাগ ফিরলিল মুহাল্লিকিন, অর্থঃ হে আল্লাহ! মাথা মুণ্ডনকারীদের ক্ষমা করুন।
তারা বলিলেন, হে আল্লাহ্র রসূল! চুল খাটোকারীদেরও। তিনি বললেনঃ
اللَّهُمَّ اغْفِرْ لِلْمُحَلِّقِينَ
উচ্চারুনঃ আল্লহুম্মাগ ফিরলিল মুহাল্লিকিন, অর্থঃ হে আল্লাহ! মাথা মুণ্ডনকারীদের গুনাহ মাফ করুন।
তারা বলিলেন, হে আল্লাহ্র রসূল! চুল খাটোকারীদেরও। তিনি বলিলেন, চুল খাটোকারীদেরও [গুনাহ ক্ষমা করুন]।
[ইসলামিক ফাউন্ডেশন- ৩০১৪, ইসলামিক সেন্টার- ৩০১১]
৩০৪০
আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
এ সানাদ সূত্রেও নবী [সাঃআঃ]-এর উপরোক্ত হাদীসে অনুরূপ বর্ণিত হয়েছে। [ইসলামিক ফাউন্ডেশন- ৩০১৫, ইসলামিক সেন্টার- ৩০১২]
৩০৪১
ইয়াহ্ইয়া ইবনি হুসায়ন [রহমাতুল্লাহি আলাইহি] থেকে তার দাদীর সূত্র হইতে বর্ণীতঃ
তিনি [দাদী] বিদায় হজ্জকালে নবী [সাঃআঃ]-কে মাথা মুন্ডনকারীদের জন্য তিনবার এবং চুল খাটোকারীদের জন্য একবার দুআ করিতে শুনেছেন। ওয়াকীর বর্ণনায় বিদায় হজ্জ কথাটুকু উল্লেখিত হয়নি। [ইসলামিক ফাউন্ডেশন- ৩০১৬, ইসলামিক সেন্টার- ৩০১৩]
৩০৪২
ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বিদায় হজ্জকালে নিজের মাথার চুল মুণ্ডন করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৩০১৭, ইসলামিক সেন্টার- ৩০১৪]
Leave a Reply