চুক্তিভঙ্গ হারাম

চুক্তিভঙ্গ হারাম

চুক্তিভঙ্গ হারাম >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৪. অধ্যায়ঃ চুক্তিভঙ্গ হারাম

৪৪২১. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: যখন আল্লাহ তাআলা কিয়ামাত দিবসে পূর্ববর্তী এবং পরবর্তী সকলকে একত্রিত করবেন, তখন প্রত্যেক প্রতারকের জন্য পৃথক পৃথক পতাকা উড্ডীন করা হইবে এবং বলা হইবে যে, এটি অমুকের পুত্র অমুকের প্রতারণার চিহ্ন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৭৯, ইসলামিক সেন্টার- ৪৩৭৯]

৪৪২২. ইবনি উমর [রাদি.] সূত্র হইতে বর্ণীতঃ

নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] থেকে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৮০, ইসলামিক সেন্টার- ৪৩৮০]

৪৪২৩. আবদুল্লাহ ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: নিশ্চয়ই প্রতারণাকারীর জন্য আল্লাহ তাআলা কিয়ামাত দিবসে একটি পতাকা উড্ডীন করবেন। তখন বলা হইবে যে, এটি অমুকের ধোঁকাবাজির পতাকা।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৮১, ইসলামিক সেন্টার- ৪৩৮১]

৪৪২৪. আবদুল্লাহ ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]-কে বলিতে শুনেছি যে, প্রত্যেক প্রতারণাকারীর জন্য কিয়ামাত দিবসে একটি পতাকা থাকিবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৮২, ইসলামিক সেন্টার- ৪৩৮২]

৪৪২৫. আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেনঃ প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারীর জন্য কিয়ামাত দিবসে একটি পতাকা থাকিবে। তখন বলা হইবে যে, এটি অমুকের প্রতারণার পতাকা।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৮৩, ইসলামিক সেন্টার- ৪৩৮৩]

৪৪২৬. শুবাহ [রাদি.] থেকে একই সূত্র হইতে বর্ণীতঃ

শুবাহ [রাদি.] থেকে একই সূত্রে হাদীস বর্ণনা করিয়াছেন। আর আবদুর রহমান [রাদি.] -এর হাদীসে “এটি অমুকের বিশ্বাসঘাতকতার প্রতীক” এ কথাটির উল্লেখ নেই।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৮৪, ইসলামিক সেন্টার- ৪৩৮৪]

৪৪২৭. আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারীর জন্য কিয়ামাত দিবসে একটি পতাকা থাকিবে, যদদ্বারা তাকে চেনা যাবে। আর বলা হইবে যে, এটি অমুকের বিশ্বাসঘাতকতার প্রতীক।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৮৫, ইসলামিক সেন্টার- ৪৩৮৫]

৪৪২৮. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারীর জন্য কিয়ামাত দিবসে একটি পতাকা থাকিবে, যেটা দিয়ে তাকে চেনা যাবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৮৬, ইসলামিক সেন্টার- ৪৩৮৬]

৪৪২৯. আবু সাঈদ [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: কিয়ামাত দিবসে প্রত্যেক অঙ্গীকার ভঙ্গকারীর নিতম্বের [পাছা] পার্শ্বে একটি পতাকা থাকিবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৮৭, ইসলামিক সেন্টার- ৪৩৮৭]

৪৪৩০. আবু সাঈদ [রাদি.] হইতে বর্ণীতঃ

প্রত্যেক ধোঁকাবাজের জন্য কিয়ামাত দিবসে একটি পতাকা থাকিবে আর তা তার বিশ্বাসঘাতকতার পরিমাণ অনুযায়ী উঁচু করা হইবে। সাবধান! জনগণের শাসক হয়ে যে বিশ্বাসঘাতকতা করে, তার চেয়ে বড় বিশ্বাসঘাতক আর নেই।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৩৮৮, ইসলামিক সেন্টার- ৪৩৮৮]


Posted

in

by

Comments

Leave a Reply