সলাতুল আও্ওয়াবীন [চাশ্তের নামাজের সময়]
সলাতুল আও্ওয়াবীন [চাশ্তের নামাজের সময়] >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৯. অধ্যায়ঃ যখন উটের বাচ্চা গরম অনুভব করে [দিনের উষ্ণতা বৃদ্ধি পায়] তখনই সলাতুল আও্ওয়াবীন [চাশ্তের নামাজের সময়]
১৬৩১. ক্বাসিম আশ্ শায়বানী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
যায়দ ইবনি আর্ক্বাম [রাদি.] একদল লোককে যুহা বা চাশ্তের নামাজ আদায় করিতে দেখে বললেনঃ এখন তো লোকজন জেনে নিয়েছে যে , এ সময় ব্যতীত অন্য সময় নামাজ আদায় করা উত্তম বা সর্বাধিক মর্যাদার। কেননা রসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেনঃ সলাতুল আওয়াবীন বা আল্লাহকে অধিক স্মরনকারী বান্দাদের নামাজের সময় হল তখন, যখন সূর্যতাপে উটের বাচ্চাদের পা গরম হয়ে যায়।
[ইসলামিক ফাউন্ডেশন- ১৬১৬, ইসলামিক সেন্টার- ১৬২৩]
১৬৩২. যায়দ ইবনি আরক্বাম [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, একদিন রসূলুল্লাহ [সাঃআঃ] কুবাবাসীদের এলাকায় গেলেন। সে সময় তারা নামাজ আদায় করছিলেন। এ দেখে তিনি বললেনঃ সলাতুল আও্ওয়াবীন বা চাশ্তের নামাজের উত্তম সময় হল যখন সূর্যতাপে বালু গরম হাওয়ার কারণে উটের বাচ্চাগুলো পা উত্তপ্ত হইতে শুরু করে।
[ইসলামিক ফাউন্ডেশন- ১৬১৭, ইসলামিক সেন্টার- ১৬২৪]
Leave a Reply