গোসলের স্থান ও গর্তে পেশাব করার ব্যাপারে ভীতি প্ৰদৰ্শন
<< সহীহ আত তারগীব ওয়াত তারহীব হাদীস বই এর মুল সুচিপত্র << গোসলের স্থান ও গর্তে পেশাব করার ব্যাপারে ভীতি প্ৰদৰ্শন
পরিচ্ছেদঃ পানি, গোসলের স্থা ন ও গর্তে পেশাব করার ব্যাপারে ভীতি প্ৰদৰ্শনঃ
১৫২ -জাবের [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেনঃ নাবী [সাঃআঃ] স্থীর পানিতে পেশাব করিতে নিষেধ করিয়াছেন।
[মুসলিম, ইবনি মাজাহ ও নাসাঈ হাদীসটি বর্ণনা করিয়াছেন] হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৫৩ -বাকর ইবনি মায়েয হইতে বর্ণীতঃ
আমি শুনিয়াছি আবদুল্লাহ বিন ইয়াযিদ [রাদি.] নাবী [সাঃআঃ] থেকে হাদীস বর্ণনা করেন। তিনি বলেনঃ “ঘরের মধ্যে কোন পাত্রে পেশাব জমা রাখা উচিৎ নয়। কেননা যে ঘরে পেশাবা জমা থাকে সে ঘরে [রহমতের] ফেরেশতা প্রবেশ করে না। আর তোমরা গোসলখানায় কখনই পেশাব করিবে না।”
[হাদীসটি বর্ণনা করিয়াছেন ত্বাবরানী ও হাকেম। হাকেম বলেন হাদীসটির সনদ সহিহ] {১} {১} শায়খ আলবানী বলেন, বিভিন্ন নুসখা অনুসন্ধান করে আমি হাদীসটি হাকেমের মুস্তাদরাক গ্রন্থে পাইনি। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৫৪ -হুমায়দ বিন আবদুর রহমান হইতে বর্ণীতঃ
আমি এমন একজন লোকের সাথে সাক্ষাত করেছি যিনি নাবী [সাঃ]এর সাহাবী ছিলেন, যেমন ছিলেন আবু হুরায়রা [রাদি.]। তিনি বলেছেন, “আমাদেরকে রসূলুল্লাহ [সাঃআঃ] প্রতিদিন চুল আঁচড়াতে বা গোসল খানায় পেশাব করিতে নিষেধ করিয়াছেন।”
[আবু দাউদ ও নাসাঈ হাদীসটি বর্ণনা করিয়াছেন] হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
Leave a Reply