গিফার , আসলাম, জুহাইনাহ, আশজা, মুযাইনাহ, তামীম, দাওস ও তাইয়ী গোত্রের ফযিলত
গিফার , আসলাম, জুহাইনাহ, আশজা, মুযাইনাহ, তামীম, দাওস ও তাইয়ী গোত্রের ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৪৭. অধ্যায়ঃ গিফার , আসলাম, জুহাইনাহ, আশজা, মুযাইনাহ, তামীম, দাওস ও তাইয়ী গোত্রের ফযিলত
৬৩৩২. আবু আইয়ূব [রা] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন: আনসার, মুযাইনাহ, জুহাইনাহ, গিফার, আশজা এবং বানূ আবদুল্লাহ আমার বন্ধুমানুষ, অন্যরা নয়। আর আল্লাহ তাআলা ও তাহাঁর রাসূল এদের অভিভাবক ও পৃষ্ঠপোষক।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২০৯, ইসলামিক সেন্টার- ৬২৫৬]
৬৩৩৩. আবু হুরাইরাহ [রা] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন: কুরায়শ, আনসার, মুযাইনাহ, জুহাইনাহ, আসলাম, গিফার, আশজা আমার বন্ধু মানুষ। আর আল্লাহ তাআলা ও তাহাঁর রসূল ছাড়া তাদের কোন অভিভাবক ও পৃষ্ঠপোষক নেই।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২১০, ইসলামিক সেন্টার- ৬২৫৭]
৬৩৩৪. সাদ ইবনি ইবরাহীম [রা] থেকে এ সূত্র হইতে বর্ণীতঃ
অবিকল বর্ণিত আছে। তবে সাদ তাহাঁর বর্ণিত হাদীসে কোন কোন সময় বলেছেন, “আমার জানা মতে”।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২১১, ইসলামিক সেন্টার- ৬২৫৮]
৬৩৩৫. আবু হুরাইরাহ [রা]-এর সানাদ হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ্ [সাঃআঃ] হইতে বর্ণিত। তিনি বলেছেন: আসলাম, গিফার, মুযাইনাহ এবং যারা জুহাইনাহ গোত্রের অন্তর্ভূক্ত অথবা জুহাইনাহ গোত্র বাণূ তামীম, বানু আমির এবং তাদের দুমিত্র আসাদ ও গাতফানের তুলনায় উত্তম।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২১২, ইসলামিক সেন্টার- ৬২৫৯]
৬৩৩৬. আরাজ [রা] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আবু হুরায়রা [রাদি.] বলেছেন যে, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন: সে সত্তার শপথ! যাঁর নিয়ন্ত্রণে মুহাম্মাদের [সাঃআঃ] জীবন! গিফার, আসলাম, মুযাইনাহ এবং যারা জুহাইনার অন্তর্ভূক্ত তাঁরা আল্লাহর নিকট কিয়ামাতের দিনে উত্তম বলে গণ্য হইবেন আসাদ, তাইয়ী ও গাতফান গোত্র হইতে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২১৩, ইসলামিক সেন্টার- ৬২৬০]
৬৩৩৭. আবু হুরাইরাহ [রা] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন: আসলাম, গিফার, মুযাইনাহ ও জুহাইনার কিয়দংশ কিংবা জুহাইনাহ ও মুযাইনার কিছু লোক আল্লাহর নিকট বর্ণনাকারী বলেন যে, আমার মনে হয় তিনি বলেছেন, কিয়ামাত দিবসে আসাদ, গাতফান, হাওয়াযিন ও তামীম গোত্রের তুলনায় উত্তম বলে গণ্য হইবে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২১৪, ইসলামিক সেন্টার- ৬২৬১]
৬৩৩৮. আবু বাকর [রা] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আকরা ইবনি হাবিস [রাদি.] রাসূলুল্লাহ [সাঃআঃ] এর নিকট আসলেন। তারপর তিনি বলিলেন, আপনার হাতে বাইআত কবূল করিয়াছেন আসলাম, গিফার ও মুযাইনার হাজীদের মালপত্র লুটপাটকারী, আর আমি মনে করি জুহাইনাহও এর অন্তর্ভূক্ত। তখন রাসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ তুমি কি তাই মনে করো? যদি আসলাম, গিফার, মুযাইনাহ এবং আমি মনে করি জুহাইনাহ ও বানূ তামীম, বানূ আমির, আসাদ ও গাতফানের তুলনায় উত্তম। আর তাহলে এরা ক্ষতির মুখোমুখি হইবে, ক্ষতিগ্রস্ত হইবে। তখন তিনি বলিলেন, হ্যাঁ। তারপর তিনি [সাঃআঃ] বললেনঃ সে সত্তার শপথ! যাঁর নিয়ন্ত্রণে আমার জীবন, অবশ্যই এরা তাদের তুলনায় উত্তম। কিন্তু ইবনি আবু শাইবার হাদীসে “মুহাম্মাদ সন্দেহে নিপতিত” কথাটির বর্ণনা নেই।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২১৫, ইসলামিক সেন্টার- ৬২৬২]
৬৩৩৯. বানূ তামীম সম্প্রদায়ের দলপতি মুহাম্মাদ ইবনি আবদুল্লাহ ইবনি ইয়াকূব যাববিয়্যি এ সূত্র হইতে বর্ণীতঃ
অবিকল রিওয়ায়াত করিয়াছেন। তিনি তার বর্ণনায় বলেছেন এবং জুহাইনাহ এবং আমি ধারণা করি কথাটি উল্লেখ করেননি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২১৬, ইসলামিক সেন্টার- ৬২৬৩]
৬৩৪০. আবু বকর [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেছেন: আসলাম, গিফার, মুযাইনাহ ও জুহাইনার লোকজন বানূ তামীম, বানূ আমির এবং তাদের দুমিত্র আসাদ ও গাতফানের তুলনায় উত্তম।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২১৭, ইসলামিক সেন্টার- ৬২৬৪]
৬৩৪১.মুহাম্মাদ ইবনিল মুসান্না ও হারূন ইবনি আবদুল্লাহ [রহ] হইতে বর্ণীতঃ
অপর সানাদে আমর আন নাকিদ [রহ] … আবু বিশর [রা]-এর সূত্রে এ সানাদে অবিকল বর্ণিত রয়েছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২১৮, ইসলামিক সেন্টার- ৬২৬৫]
৬৩৪২. আবু বাকর [রা] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন: তোমরা কি জান যে, জুহাইনাহ, আসলাম, গিফার গোত্র বাণূ তামীম, বানূ আবদুল্লাহ ইবনি গাতফান ও আমির ইবনি সাসাআহ-এর তুলনায় উত্তম? তখন তিনি তাহাঁর কথাগুলো উচ্চ:স্বরে বলেছিলেন। তখন তারা বলিলেন, হে আল্লাহর রাসূল [সাঃআঃ]! তারা ধ্বংস হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন তিনি বলিলেন, অবশ্যই এরা তাদের তুলনায় উত্তম। কিন্তু আবু কুরায়ব [রহ]-এর বর্ণিত হাদীসে “তোমরা কি জান যে, জুহাইনাহ, মুযাইনাহ, আসলাম ও গিফার”-উক্তিটির বর্ণনা আছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২১৯, ইসলামিক সেন্টার- ৬২৬৬]
৬৩৪৩. আদী ইবনি হাতিম [রহ] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি উমর ইবনিল খাত্তাব [রা]-এর নিকট আসলাম। তখন তিনি আমাকে বলিলেন, সর্বপ্রথম যে সাদাকাহ রাসূলুল্লাহ [সাঃআঃ] ও তাহাঁর সাহাবীদের মুখমন্ডল চমকিত করেছিল তা হচ্ছে তাইয়ী সম্প্রদায়ের সাদাকাহ- যা তুমি নিজে রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট নিয়ে এসেছিলে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২২০, ইসলামিক সেন্টার- ৬২৬৭]
৬৩৪৪. আবু হুরাইরাহ [রা] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, তুফায়ল ও তাহাঁর সঙ্গীরা রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট এসে বলিলেন, হে আল্লাহর রাসূল [সাঃআঃ]! দাওস সম্প্রদায় কুফরী অবলম্বন করেছে এবং ইসলাম কবূলে স্বীকৃতি দেয়নি। অতএব আপনি তাদের বিপক্ষে বদদুআ করুন। তখন বলা হলো, দাওস ধ্বংস হয়ে গেল। তিনি বলেন,
اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَائْتِ بِهِمْ
“হে আল্লাহ! দাওসকে হিদায়াত দান করো এবং তাদেরকে [আমার নিকট] এনে দাও”।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২২১, ইসলামিক সেন্টার- ৬২৬৮]
৬৩৪৫. আবু যুরআহ [রা] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আবু হুরায়রা [রাদি.] বলেছেন, আমি তিনটি কারণে বানূ তামীমকে ভালবাসতে থাকব। এ তিনটি ব্যাপারে রাসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনেছি। আমি রাসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনেছি যে, তারা আমার উম্মাতের মধ্যে দাজ্জালের উপর সবচেয়ে বেশী শক্তিধর। রাবী বলেন, যখন তাদের সাদাকাহ আসলো তখন রাসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃএটা আমার জাতির সদাকাহ। রাবী বলেন, তাদের গোত্রের এক নারী আয়িশা [রা]-এর বন্দিনী ছিল। রাসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃএকে আযাদ করে দাও। কারণ, সে ইসমাঈল [আঃ]-এর সন্তানদের একজন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২২২, ইসলামিক সেন্টার- ৬২৬৯]
৬৩৪৬. আবু হুরাইরাহ [রা] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, বানূ তামীম সম্পর্কে রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর তিনটি কথা শোনার পর আমি তাদের পছন্দ করিতে শুরু করি। তারপর তিনি পূর্বের ন্যায় অবিকল বর্ণনা করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২২২, ইসলামিক সেন্টার- ৬২৭০]
৬৩৪৭.আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ [সাঃআঃ] এর নিকট বানূ তামীম গোত্রের তিনটি বৈশিষ্ট বর্ণনা করিতে শুনেছি। তারপর হইতে আমি তাদের পছন্দ করিতে আরম্ভ করি। অতঃপর তিনি এ অনুরূপ অর্থে হাদীসটি রিওয়ায়াত করেন। কিন্তু এ বর্ণনায় দাজ্জালের কথা বর্ণনা করেননি। এর জায়গায় “এরা যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশী বীরত্ব প্রদর্শনকারী ছিলেন।” কথাটি বলেছেন আর দাজ্জালের কথা উল্লেখ করেননি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬২২৩, ইসলামিক সেন্টার-৬৩৭১]
Leave a Reply