খেজুরের বিচি খেজুরের বাহিরে ফেলা মুস্তাহাব …

খেজুরের বিচি খেজুরের বাহিরে ফেলা মুস্তাহাব

খেজুরের বিচি খেজুরের বাহিরে ফেলা মুস্তাহাব >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২২. অধ্যায়ঃ খেজুরের বিচি খেজুরের বাহিরে ফেলা মুস্তাহাব এবং মেজবানের জন্য মেহমানের দুআ করা, সৎ মেহমান থেকে দুআ চাওয়া ও মেহমানের তাতে সাড়া দেয়া মুস্তাহাব।

৫২২৩. আব্দুল্লাহ ইব্‌নে বুস্‌র [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] আমার আব্বার কাছে আসলেন। আমরা তাহাঁর সম্মুখে কিছু খাবার ও ওয়াতবাহ [খেজুর চূর্ণ, পনির ও ঘি যোগে তৈরী এক প্রকার খাদ্য] পেশ করলাম। তিনি তা হইতে খেলেন। অতঃপর খেজুর নিয়ে আসলে তিনি তা খেতে লাগলেন। আর বিচিগুলো মধ্যমা ও সাহাদাত অঙ্গুলি একত্র করে দুআঙ্গুলের মাঝখান দিয়ে ফেলতে লাগলেন। শুবাহ্‌ বলেন, এটা আমার অনুমান। তবে ইন্‌শা আল্লাহ্‌ এতে দুআঙ্গুলের মাঝখানে দিয়ে বীজ ফেলার কথাটি আছে। অতঃপর তাহাঁর নিকটে সুপেয় আনা হলে তিনি তা পান করেন। পরে তিনি তাহাঁর ডান পাশের লোককে দিলেন। আব্দুল্লাহ ইব্‌নে বুস্‌র [রাদি.] বলেন, অতঃপর আমার আব্বা তাহাঁর সাওয়ারীর লাগাম ধরে বলিলেন, আপনি আমাদের জন্য আল্লাহ্‌র নিকট প্রার্থনা করুন। তখন তিনি বলিলেন,

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ ‏

ইয়া আল্লাহ্‌! তুমি তাঁদের রিযকে বারাকাত দাও, তাঁদের ক্ষমা করো এবং তাঁদের প্রতি দয়া করো।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৫৫, ইসলামিক সেন্টার-৫১৬৭]

৫২২৪. শুবাহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

উপরোল্লেখিত সূত্রে হাদীস টি বর্ণনা করিয়াছেন। তবে তাঁরা দুজনেই দুআঙ্গুলের মধ্য দিয়ে বিচি ফেলে দেয়ার ব্যাপারে শুবাহর সন্দেহের কথা উল্লেখ করেননি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৫৬, ইসলামিক সেন্টার-৫১৬৮]


Posted

in

by

Comments

Leave a Reply