রসূলুল্লাহ [সাঃ] এর খিযাব লাগানো
রসূলুল্লাহ [সাঃ] এর খিযাব লাগানো এর হাদিস , এই অধ্যায়ে হাদীস ৩ টি ( ৩৮-৪০ পর্যন্ত ) << শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন
অধ্যায়-৬ঃ রাসূলুল্লাহ (সাঃআঃ) এর খিযাব লাগানো
১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) খিযাব ব্যবহার করিতেন
৩৮. আবু রিমসা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি একবার আমার ছেলেকে নিয়ে রসূলুল্লাহ [সাঃআঃ] এর কাছে এলাম। তিনি তখন জিজ্ঞেস করিলেন, এ ছেলেটি কি তোমার? আমি বললাম, জি— হ্যা। আপনি যদি এর সাক্ষী থাকতেন! তিনি বলিলেন, সে অপরাধ করলে তা তোমার উপর বর্তাবে না এবং তুমি অপরাধ করলে তার উপর বর্তাবে না। বর্ণনাকারী বলেন, তখন আমি তার কেশ লাল দেখলাম। {৩৯}
{৩৯} মুসনাদে আহম্মদ, হাদিস নং/৭১১৩ শারহুস সুন্নাহ, হাদিস নং/৩৬৫৭ ৷ খিযাব লাগানো হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৩৯. উসমান ইবনি মাওহাব [রহঃ] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, একদা আবু হুরায়রা [রাদি.] কে জিজ্ঞেস করা হলো যে, রসূলুল্লাহ [সাঃআঃ] কি খিযাব ব্যবহার করিতেন? তখন তিনি বলিলেন, হ্যা। {৪০}
{৪০} তাহযীবুল আছার, হাদিস নং/৯১৩। খিযাব লাগানো হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৪০. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] এর মাথার চুল খিযাবকৃত দেখেছি।
ব্যাখ্যা ঃ কালো খিযাব ব্যবহার করা জায়েয নয়। রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, শেষ যামানায় এমন লোক পাওয়া যাবে, যারা কালো খিযাব বা কলপ ব্যবহার করিবে। তারা জান্নাতের সুঘ্ৰানও পাবে না। {৪১} {৪১} আবু দাউদ, হাদিস নং/৪২১৪ং নাসাঈ, হাদিস নং/৫০৭৫। খিযাব লাগানো হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
Leave a Reply