কোন মহিলাকে তার ফুফুর কিংবা তার খালার সাথে একত্রে বিবাহ করা হারাম

কোন মহিলাকে তার ফুফুর কিংবা তার খালার সাথে একত্রে বিবাহ করা হারাম

কোন মহিলাকে তার ফুফুর কিংবা তার খালার সাথে একত্রে বিবাহ করা হারাম >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৪. অধ্যায়ঃ কোন মহিলাকে তার ফুফুর কিংবা তার খালার সাথে একত্রে বিবাহ করা হারাম

৩৩২৭. আবু হুরায়রাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ কোন স্ত্রীলোক ও তার ফুফুকে এবং কোন স্ত্রীলোক ও তার খালাকে একত্র [একত্রে বিবাহ] করা যাবে না।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩০২, ইসলামিক সেন্টার- ৩৩০০]

৩৩২৮. আবু হুরায়রাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] চারজন মহিলা গ্রহণের ব্যাপারে এ নিষেধাজ্ঞা করিয়াছেন যে, তাদের যেন কোন স্ত্রীলোক ও তার ফুফুকে এবং কোন স্ত্রীলোক ও তার খালাকে একত্র করা না হয়।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩০৩, ইসলামিক সেন্টার- ৩৩০১]

৩৩২৯. আবু হুরায়রাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ]–কে বলিতে শুনেছি : ভাইঝির উপর তার ফুফুকে বিবাহ করা যাবে না। অনুরূপভাবে খালার উপর বোনঝিকে বিবাহ করা যাবে না।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩০৪, ইসলামিক সেন্টার- ৩৩০২]

৩৩৩০. আবু হুরায়রাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] কোন মহিলা ও তার খালাকে একত্রে বিবাহ করিতে নিষেধ করিয়াছেন।

রাবী শিহাব [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আমরা মনে করি, পিতার খালা ও পিতার ফুফু এ পর্যায়ের।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩০৫, ইসলামিক সেন্টার- ৩৩০৩]

৩৩৩১. আবু হুরায়রাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ কোন মহিলাকে বিবাহ করা যাবে না তার ফুফুর উপরে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩০৬, ইসলামিক সেন্টার- ৩৩০৪]

৩৩৩২. আবু হুরায়রাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ উপরোক্ত হাদীসের অনুরূপ।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩০৭, ইসলামিক সেন্টার- ৩৩০৫]

৩৩৩৩. আবু হুরায়রাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেছেনঃ কোন ব্যক্তি যেন তার [মুসলিম] ভাইয়ের বিবাহের প্রস্তাবের উপর প্রস্তাব না দেয়, তার ভাইয়ের দরদাম করার উপর দিয়ে দরদাম না করে। ফুফুর উপরে তার ভাইঝিকে এবং খালার উপরে তার বোনঝিকে বিবাহ করা যাবে না। কোন স্ত্রীলোক যেন নিজের পাত্র ভরে নেয়ার জন্য তার বোনের [অন্য স্ত্রী লোকের] ত্বলাক্ব দাবী না করে, বরং সে বিবাহ করুক। কারণ আল্লাহ তার জন্য যা নির্ধারণ করিয়াছেন, সে তা পাবেই।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩০৮, ইসলামিক সেন্টার- ৩৩০৬]

৩৩৩৪. আবু হুরায়রাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ ফুফুর উপরে তার ভাইঝিকে এবং খালার উপরে তার বোনঝিকে বিবাহ করিতে এবং কোন মহিলাকে তার নিজের পাত্র পূর্ণ করার জন্য তার বোনের ত্বলাক্বের দাবী করিতে নিষেধ করিয়াছেন। কারণ আল্লাহই তার রিয্‌কদাতা।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩০৯, ইসলামিক সেন্টার- ৩৩০৭]

৩৩৩৫. আবু হুরায়রাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] নিষেধ করিয়াছেন কোন মহিলা ও তার ফুফুকে একত্র করিতে এবং কোন মহিলা ও তার খালাকে একত্র করিতে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩১০, ইসলামিক সেন্টার- ৩৩০৮]

৩৩৩৬. আমর ইবনি দীনার [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

এ সানাদে অনুরূপ বর্ণিত হয়ছে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৩৩১১, ইসলামিক সেন্টার- ৩৩০৯]


Posted

in

by

Comments

Leave a Reply