খাবারের দোষ -ত্রুটি প্রসঙ্গে
খাবারের দোষ -ত্রুটি প্রসঙ্গে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩৫. অধ্যায়ঃ খাবারের দোষ -ত্রুটি প্রসঙ্গে
৫২৭৫. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] কোন সময় কোন খাদ্যকে মন্দ বলেননি। কোন খাদ্য প্রিয় হলে খেয়েছেন আর পছন্দ না হলে ছেড়ে দিয়েছেন। {১৪}
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২০৭, ইসলামিক সেন্টার- ৫২১৯]
{১৪}সকল খাদ্যই আল্লাহর নিআমাত, কোন খাদ্য একজনের জন্য রুচিসম্মত না হলে ও অপরের জন্য তা পছন্দনীয় হইতে পারে। তাই কোন খাদ্য কে মন্দ বলা উচিত নয়, রসূল [সাঃআঃ] এটা অপছন্দ করিতেন।
৫২৭৬. আমাশ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উল্লেখিত সনদে অবিকল রিওয়ায়াত করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২০৮, ইসলামিক সেন্টার- ৫২২০]
৫২৭৭. আমাশ হইতে উল্লেখিত সনদ হইতে বর্ণীতঃ
হুবহু রিওয়ায়াত করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২০৯, ইসলামিক সেন্টার- ৫২২১]
৫২৭৮. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেছেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে কক্ষনো কোন খাদ্যের দোষ-ত্রুটি বর্ণনা করিতে দেখিনি। তাহাঁর [সাঃআঃ] ইচ্ছা জাগলে খেতেন আর অনিচ্ছা হলে চুপ থাকতেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২১০, ইসলামিক সেন্টার-]
আবু কুরায়র ও মুহাম্মাদ ইবনিল মুসান্না [রহমাতুল্লাহি আলাইহি]……… আবু হুরায়রা্ [রাদি.]-এর সনদে নবী [সাঃআঃ] হইতে হুবহু রিওয়ায়াত রয়েছে। [ইসলামিক ফাউন্ডেশন- ৫২১১, ইসলামিক সেন্টার- ৫২২২-৫২২৩]
Leave a Reply