সামান্য খাদ্য সমানভাবে বণ্টনের ফযিলত …

সামান্য খাদ্য সমানভাবে বণ্টনের ফযিলত

সামান্য খাদ্য সমানভাবে বণ্টনের ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৩৩. অধ্যায়ঃ সামান্য খাদ্য সমানভাবে বণ্টনের ফযিলত এবং দুজনের খাবার তিন জনের জন্য যথেষ্ট হওযা প্রসঙ্গে

৫২৬২. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ দুজনের খাদ্য তিনজনের জন্য এবং তিনজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৯৪, ইসলামিক সেন্টার- ৫২০৬]

৫২৬৩. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনেছি যে, একজনের খাদ্য দুজনের জন্য পর্যাপ্ত এবং দুজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট, এমনিভাবে চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট।

ইসহাক্ [রহমাতুল্লাহি আলাইহি]-এর বর্ণনায় রয়েছে, “রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তিনি “আমি শুনেছি” কথাটি বর্ণনা করেননি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৯৫, ইসলামিক সেন্টার- ৫২০৭]

৫২৬৪. জাবির [রাদি.]-এর সনদ হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] থেকে ইবনি জুরায়জ [রহমাতুল্লাহি আলাইহি] হাদীসের হুবহু বর্ণিত আছে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৯৬, ইসলামিক সেন্টার- ৫২০৮]

৫২৬৫. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ একজনের খাদ্য দুজনের জন্য পর্যাপ্ত এবং দুজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৯৭, ইসলামিক সেন্টার- ৫২০৯]

৫২৬৬. জাবির [রাদি.]-এর সূত্র হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] হইতে বর্ণিত। তিনি বলেছেনঃ এক লোকের খাবার দুলোকের জন্য যথেষ্ট। দুলোকের খাদ্য চার লোকের জন্য যথেষ্ট। আর চারজনের খাদ্য আটজনের ক্ষেত্রে যথেষ্ট।

[ই.ফা.৫১৯৮, ইসলামিক সেন্টার- ৫২১০]


Posted

in

by

Comments

One response to “সামান্য খাদ্য সমানভাবে বণ্টনের ফযিলত …”

Leave a Reply