কোমল হওয়া

কোমল হওয়া

পর্বঃ ৮১, কোমল হওয়া, অধ্যায়ঃ (১-৫৩)=৫৩টি

দুনিয়া ও আখিরাত -নেক্কার ব্যক্তিদের বিদায় হয়ে যাওয়া

৮১/১. অধ্যায় : সুস্থতা আর অবসর, আখিরাতের জীবনই সত্যিকারের জীবন ।
৮১/২. অধ্যায় : আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণ ।
৮১/৩. অধ্যায় : নাবী (সাঃআঃ) এর বাণী : দুনিয়াতে থাক যেন তুমি একজন প্রবাসী অথবা পথচারী
৮১/৪. অধ্যায় : আশা এবং এর দৈর্ঘ্য ।
৮১/৫. অধ্যায় : যে ব্যক্তি ষাট বছর বয়সে পৌঁছে গেল, আল্লাহ তার বয়সের ওযর পেশ করার সুযোগ রাখেননি ।
৮১/৬. অধ্যায় : যে আমালের দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয় ।
৮১/৭. অধ্যায় : দুনিয়ার শোভা ও তার প্রতি আসক্তি থেকে সতর্কতা
৮১/৮. অধ্যায় : আল্লাহর বাণী : হে মানুষ! আল্লাহর ওয়াদা সত্য, কাজেই পার্থিব জীবন কিছুতেই যেন তোমাদেরকে প্রতারিত না করে; আর সেই প্রধান প্রতারক (শয়ত্বান) যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে । শয়ত্বান তোমাদের শত্রু, কাজেই তাকে শত্রু হিসেবে গ্রহণ কর । সে কেবল তার দলবলকে ডাকে, যাতে তারা জ্বলন্ত অগ্নির সঙ্গী হয় । (সুরা ফাতির ৩৫/৫-৬)
৮১/৯. অধ্যায় : নেক্কার ব্যক্তিদের বিদায় হয়ে যাওয়া ।

ধন সম্পদ, ধনী গরীব, সচ্ছলতা ও দরিদ্রতার মাহাত্ম্য
৮১/১০. অধ্যায় : ধন-সম্পদের পরীক্ষা থেকে রক্ষা পাওয়া ।
৮১/১১. অধ্যায় : নাবী (সাঃআঃ)-এর বাণী : এ সম্পদ সবুজ ও সুমিষ্ট । আল্লাহ তাআলার বাণী : মানুষের কাছে সুশোভিত করা হয়েছে নারী, সন্তান, স্তুপীকৃত স্বর্ণ ও রৌপ্যভান্ডার, চিহ্নযুক্ত অশ্বরাজি, গৃহপালিত পশু এবং শস্যক্ষেত্র, এসব পার্থিব জীবনের সম্পদ । (সুরা আল ইমরান ৩/১৪)
৮১/১২. অধ্যায় : যে ব্যক্তি তার মাল হইতে অগ্রিম (উত্তম কাজে) খরচ করিবে, তার পুণ্য সে পাবে ।
৮১/১৩. অধ্যায় : (আল্লাহর পথে ব্যয়কুন্ঠ) ধনীরাই প্রকৃতপক্ষে গরীব ।
৮১/১৪. অধ্যায় : নাবী (সাঃআঃ)-এর বাণী : আমার জন্য উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাক আমি তা পছন্দ করি না ।
৮১/১৫. অধ্যায় : প্রকৃত সচ্ছলতা হলো অন্তরের সচ্ছলতা ।
৮১/১৬. অধ্যায় : দরিদ্রতার মাহাত্ম্য
৮১/১৭. অধ্যায় : নাবী (সাঃআঃ) ও তাহাঁর সহাবীগণের জীবন যাপন কিরূপ ছিল এবং তাঁরা দুনিয়া থেকে কী অবস্থায় বিদায় নিলেন ।

আল্লাহ ভীতি, ধৈর্য ধারণ, বাদানুবাদ এবং গুনাহ হইতে বেঁচে থাকা
৮১/১৮. অধ্যায় : আমলে মাঝারি পন্থা গ্রহণ এবং নিয়মিত কাজ সম্পাদন
৮১/১৯. অধ্যায় : ভয়ের সঙ্গে আশা রাখা ।
৮১/২০. অধ্যায় : আল্লাহর নিষেধাবলীর ব্যাপারে ধৈর্য ধারণ করা । (আল্লাহর বাণী) : ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার অপরিমিতভাবে দিয়ে থাকি । (সুরা আয্ যুমার ৩৯/১০)
৮১/২১. অধ্যায় : যে কেউ আল্লাহর উপর ভরসা করে, তবে তার জন্য তিনিই যথেষ্ট । (সুরা ত্বলাক ৬৫/৩)
৮১/২২. অধ্যায় : নিরর্থক বাদানুবাদ অপছন্দনীয়
৮১/২৩. অধ্যায় : যবান সংযত করা ।
৮১/২৪. অধ্যায় : আল্লাহর ভয়ে ক্রন্দন করা ।
৮১/২৫. অধ্যায় : আল্লাহ ভীতি
৮১/২৬. অধ্যায় : গুনাহ হইতে বেঁচে থাকা

ইবাদাত, জাহান্নাম, ভাল, মন্দ, আমানতদারী, আনুগত্য ও বিনীত হওয়া
৮১/২৭. অধ্যায় : নাবী (সাঃআঃ)-এর বাণী : আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা খুব অল্পই হাসতে
৮১/২৮. অধ্যায় : কামনা-বাসনা দিয়ে জাহান্নামকে বেষ্টন করা হয়েছে
৮১/২৯. অধ্যায় : জান্নাত তোমাদের জুতার ফিতার থেকেও সন্নিকটে আর জাহান্নামও সেই রকম
৮১/৩০. অধ্যায় : মানুষ যেন নিজের অপেক্ষা নিম্ন স্তরের ব্যক্তির প্রতি তাকায় এবং নিজের অপেক্ষা উচ্চ স্তরের ব্যক্তির প্রতি যেন না তাকায় ।
৮১/৩১. অধ্যায় : যে ব্যক্তি ভাল বা মন্দের ইচ্ছা করিল ।
৮১/৩২. অধ্যায় : গুনাহকে নগণ্য মনে করা থেকে বেঁচে থাকা ।
৮১/৩৩. অধ্যায় : আমাল শেষ অবস্থার উপর নির্ভরশীল, আর এ ব্যাপারে ভয় রাখা ।
৮১/৩৪. অধ্যায় : অসৎ সংসর্গ হইতে নির্জনতা শান্তিপ্রদ ।
৮১/৩৫. অধ্যায় : আমানতদারী উঠে যাওয়া ।
৮১/৩৬. অধ্যায় : লোকদেখানো ও শোনানো ইবাদাত ।
৮১/৩৭. অধ্যায় : যে আল্লাহর আনুগত্য করার জন্য স্বীয় নফসের সঙ্গে জিহাদ করে
৮১/৩৮. অধ্যায় : বিনীত হওয়া

কেয়ামতের লক্ষন, শিঙ্গায় ফুৎকার, হাশর, সীরাত, হাউযে কাওসার
৮১/৩৯. অধ্যায় : নাবী (সাঃআঃ) এর বাণী : “আমাকে ও কিয়ামাতকে পাঠানো হয়েছে এ দুটি আঙ্গুলের মত” । আল্লাহর ইরশাদঃ : ক্বিয়ামাতের ব্যাপার তো চোখের পলকের মত বরং তাত্থেকেও দ্রুত । আল্লাহ সব কিছু করিতেই সক্ষম । (সুরা নাহল ১৬/৭৭)
৮১/৪০. অধ্যায় : কেয়ামতের লক্ষন
৮১/৪১. অধ্যায় : যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহও তার সাক্ষাৎ পছন্দ করেন ।
৮১/৪২. অধ্যায় : মৃত্যুর যন্ত্রণা
৮১/৪৩. অধ্যায় : শিঙ্গায় ফুৎকার ।
৮১/৪৪. অধ্যায় : আল্লাহ দুনিয়াকে মুষ্ঠিতে ধারণ করবেন ।
৮১/৪৫. অধ্যায় : হাশরের অবস্থা কেমন হইবে
৮১/৪৬. অধ্যায় : কিয়ামাতের কম্পন এক ভয়ানক জিনিস- (সুরা হাজ্জ ২২/১) । আগমনকারী মুহূর্ত (ক্বিয়ামাত) নিকটবর্তী- (সুরা নাজ্‌ম ৫৩/৫৭) । ক্বিয়ামাত নিকটবর্তী হয়েছে- (সুরা আল-ক্বামার ৫৪/১) ।
৮১/৪৭. অধ্যায় : আল্লাহর বাণী : তারা কি চিন্তা করে না যে (তাদের মৃত্যুর পর) তাদেরকে আবার উঠানো হইবে, এক মহা দিবসে । যেদিন মানুষ বিশ্বজগতের প্রতিপালকের সামনে দাঁড়াবে । (সুরা আল-মুতাফ্‌ফিফীন ৮৩/৪-৬)
৮১/৪৮. অধ্যায় : ক্বিয়ামাতের দিন কিসাস গ্রহণ ।
৮১/৪৯. অধ্যায় : যার হিসাব পরীক্ষা করা হইবে তাকে আযাব দেয়া হইবে
৮১/৫০. অধ্যায় : সত্তর হাজার লোকের বিনা হিসাবে জান্নাতে প্রবেশ
৮১/৫১. অধ্যায় : জান্নাত ও জাহান্নাম-এর বিবরণ ।
৮১/৫২. অধ্যায় : সীরাত হল জাহান্নামের পুল
৮১/৫৩. অধ্যায় : হাউয [৫০] আল্লাহর বাণী : আমি তোমাকে অশেষ কল্যাণ দান করেছি (যার মধ্যে) কাওসারও অন্তর্ভুক্ত । আবদুল্লাহ ইবনু যায়দ (রাদি.) বর্ণনা করেন, নাবী (সাঃআঃ) বলেছেন : তোমরা হাউযের কাছে আমার সঙ্গে মিলিত হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করিবে ।

Comments

Leave a Reply