কুরায়শ নারী দের ফযিলত

কুরায়শ নারী দের ফযিলত

কুরায়শ নারী দের ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৪৯. অধ্যায়ঃ কুরায়শ নারী দের ফযিলত

৬৩৫০. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ সর্বোত্তম মহিলা তারাই যারা উষ্ট্রে আরোহণ করে। রাবীদের একজন বলেন, কুরায়শ নারীই নেক বখ্ত সতী-সাধ্বী। অন্যজন বলেন, কুরাইশী ইয়াতীমদের প্রতি অত্যন্ত স্নেহশীল ও মেহেরবান এবং তারা তাদের স্বামীর ধন-সম্পদের প্রতি বিশ্বস্ত রক্ষক।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬২২৬, ইসলামিক সেন্টার-৬৩৭৪]

৬৩৫১. আবু হুরাইরাহ [রাদি.] সূত্র হইতে বর্ণীতঃ

রাসূলুল্লাহ [সাঃআঃ] হইতে অবিকল বর্ণনা করিয়াছেন। কিন্তু তার বর্ণনায় একটু আলাদা আছে-“শৈশবে তারা তাদের শিশুদের প্রতি অত্যন্ত দয়াশীল” এবং তিনি . . . ইয়াতীম শব্দটি বলেননি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬২২৭, ইসলামিক সেন্টার-৬৩৭৫]

৬৩৫২. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

আমি রাসূলুল্লাহ [সাঃআঃ] কে বলিতে শুনেছি, উটের পিঠে আরোহণকারিণী মহিলাদের মধ্যে কুরাইশী মহিলারা সর্বোত্তম নারী। তারা শিশুদের প্রতি স্নেহশীল এবং স্বামীর ধন-সম্পদের ক্ষেত্রে বিশ্বস্ত রক্ষক।

রাবী বলেন, আবু হুরায়রা [রাদি.] এভাবেই বলিতেন। আর মারইয়াম বিনতু ইমরান [রাদি.] কক্ষনো উটে সওয়ার হননি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬২২৮, ইসলামিক সেন্টার-৬৩৭৬]

৬৩৫৩. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

আবু হুরাইরাহ [রাদি.] বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] আবু তালিবের কন্যা উম্মু হানী [রাদি.] এর কাছে বিয়ের প্রস্তাব দিলেন। তখন তিনি বলিলেন, যে আল্লাহর রাসূল [সাঃআঃ]! আমি তো বার্ধক্যে পৌছে গেছি এবং আমার সন্তানাদিও রয়েছে। তারপর রাসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ উটে আরোহন কারিণীদের মধ্যে [তুমি] সর্বোত্তম নারী। তারপর মামার [রাবী] ইউনুস বর্ণিত হাদীসের হুবহু উল্লেখ করেন। কিন্তু তার বর্ণনায় এতটুকু উল্লেখ করিয়াছেন যে, তিনি বলেন, অর্থাৎ -“তারা শৈশবে সন্তানের প্রতি খুবই স্নেহশীল ও যত্নশীল”।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬২২৯, ইসলামিক সেন্টার-৬৩৭৭]

৬৩৫৪. আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ উটে আরোহণকারিণী নারীদের মধ্যে কুরাইশী সৎ নারীরাই উত্তম। তাঁরা তাঁদের সন্তানদের প্রতি শৈশবে যত্নবান এবং স্বামীর ধন-সম্পদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে বিশ্বস্ত দায়িত্বশীল।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৩০, ইসলামিক সেন্টার-৬৩৭৮]

৬৩৫৫. আবু হুরাইরাহ [রাদি.] এর সানাদ হইতে বর্ণীতঃ

রাসূলুল্লাহ [সাঃআঃ] হইতে বর্ণিত মামার এর হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৩১, ইসলামিক সেন্টার-৬৩৭৯]

Comments

Leave a Reply