বিজয়ের পর কুরায়শ দের ধর্মত্যাগের অপরাধে কতল করা হইবে না

বিজয়ের পর কুরায়শ দের ধর্মত্যাগের অপরাধে কতল করা হইবে না

বিজয়ের পর কুরায়শ দের ধর্মত্যাগের অপরাধে কতল করা হইবে না >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৩৩. অধ্যায়ঃ বিজয়ের পর কুরায়শ দের ধর্মত্যাগের অপরাধে কতল করা হইবে না

৪৫১৯. আবদুল্লাহ ইবনি মুতী [রহমাতুল্লাহি আলাইহি] –এর পিতা হইতে বর্ণীতঃ

তিনি বলেছেন, আমি নবী [সাঃআঃ] –কে মক্কা বিজয়ের দিন বলিতে শুনেছি যে, আজকের দিনের পর কিয়ামাত পর্যন্ত কুরায়শগণকে [ধর্মত্যাগের অপরাধে ও যুদ্ধে] হত্যা করা হইবে না। {৩৯}

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৪৭৬, ইসলামিক সেন্টার- ৪৪৭৮]

{৩৯} ঈমাম নাবাবী [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, এর অর্থ হলো এরপর আর কোন কুরায়শ অমুসলিম থাকিবে না। [মুখতাসার শারহে মুসলিম লিন নাবাবী, আল্লামা ওয়াহিদুজ্জামান; ৫ম খণ্ড, ৬১ পৃষ্ঠা]

৪৫২০. যাকারিয়্যা [রহমাতুল্লাহি আলাইহি] হইতে এ সূত্র হইতে বর্ণীতঃ

উল্লিখিত হাদীস বর্ণনা করিয়াছেন। কিন্তু তিনি অতিরিক্ত বর্ণনা করিয়াছেন যে, কুরায়শদের মধ্য থেকে কোন আসী ইসলাম গ্রহণ করেনি, মুতী ব্যতীত, তার নাম ছিল আসী [অবাধ্য]। কিন্তু রসূলুল্লাহ [সাঃআঃ] তার নাম রাখলেন মুতী [অনুগত]।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৪৭৭, ইসলামিক সেন্টার- ৪৪৭৯]


Posted

in

by

Comments

Leave a Reply