মক্কা, মদীনা, নববী, বায়তুল মাকদিসের ও কুবা মসজিদ এর ফযীলত

মক্কা, মদীনা, নববী, বায়তুল মাকদিসের ও কুবা মসজিদ এর ফযীলত

মক্কা, মদীনা, নববী, বায়তুল মাকদিসের ও কুবা মসজিদ এর ফযীলত >> বুখারী শরীফ এর মুল সুচিপত্র পড়ুন

পর্বঃ ২০, মক্কা ও মদীনার মসজিদে সালাতের মর্যাদা, অধ্যায়ঃ (১-৬)=৬টি

২০/১. অধ্যায়ঃ মক্কা ও মদীনার মসজিদে সালাতের মর্যাদা।
২০/২. অধ্যায়ঃ কুবা মসজিদ। [১]
২০/৩. অধ্যায়ঃ প্রতি শনিবার যিনি কুবা মসজিদে আগমন করেন।
২০/৪. অধ্যায়ঃ পদব্রজে কিংবা সওয়ারীতে করে কুবা মসজিদে আগমন করা।
২০/৫. অধ্যায়ঃ কবর ও (মসজিদে নববীর) মিম্বরের মধ্যবর্তী স্থানের ফযীলত।
২০/৬. অধ্যায়ঃ বায়তুল মাকদিসের মসজিদ।

২০/১. অধ্যায়ঃ মক্কা ও মদীনার মসজিদে সালাতের মর্যাদা।

১১৮৮. কাযআ (রহমাতুল্লাহি আলাইহি) হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরী (রাদি.)-কে চারটি (বিষয়) বলিতে শুনিয়াছি। তিনি বলেছেন, আমি নাবী (সাঃআঃ) হইতে শুনিয়াছি। আবু সাঈদ খুদরী (রাদি.) নাবী (সাঃআঃ)-এর সঙ্গে বারটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

১১৮৯. আবু হুরাইরা (রাদি.) হইতে বর্ণিতঃ

তিনি নাবী (সাঃআঃ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মসজিদুল হারাম, মসজিদুর রাসুল এবং মসজিদুল আক্‌সা (বায়তুল মাক্‌দিস) তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে (সালাতের) উদ্দেশে হাওদা বাঁধা যাবে না (অর্থাৎ সফর করা যাবে না)।

১১৯০. আবু হুরাইরা (রাদি.) হইতে বর্ণিতঃ

আল্লাহর রাসুল (সাঃআঃ) বলেছেনঃ মসজিদুল হারাম ব্যতীত আমার এ মসজিদে সালাত আদায় করা অপরাপর মসজিদে এক হাজার সালাতের চেয়ে উত্তম।

২০/২. অধ্যায়ঃ কুবা মসজিদ। [১]

[১] কুবা মসজিদ : মসজিদে নববী থেকে প্রায় তিন মাইল দূ্রে অবস্থিত মদীনার প্রথম মসজিদ এবং মদীনায় হিজরত কালে রাসূলুল্লাহ (সাঃআঃ) এর প্রথম অবস্থান স্থল।

১১৯১. নাফি (রহমাতুল্লাহি আলাইহি) হইতে বর্ণিতঃ

ইবনু উমর (রাদি.) দু দিন ছাড়া অন্য সময়ে চাশ্‌তের সালাত আদায় করিতেন না, যে দিন তিনি মক্কায় আগমন করিতেন। তাহাঁর অভ্যাস ছিল যে, তিনি চাশ্‌তের সময় মক্কায় আগমন করিতেন। তিনি বাইতুল্লাহ ত্বওয়াফ করার পর মাকামে ইবরাহীম-এর পিছনে দাঁড়িয়ে দুরাকআত সালাত আদায় করিতেন। আর যে দিন তিনি কুবা মসজিদে গমন করিতেন। তিনি প্রতি শনিবার সেখানে গমন করিতেন এবং সেখানে সালাত আদায় না করে বেরিয়ে আসা অপছন্দ করিতেন। নাফি (রহমাতুল্লাহি আলাইহি) বলেন, তিনি (ইবনু উমর (রাদি.) হাদীস বর্ণনা করিতেন যে, আল্লাহর রাসুল (সাঃআঃ) কুবা মসজিদ যিয়ারত করিতেন- কখনো সওয়ারীতে, কখনো পদব্রজে।

১১৯২. See previous Hadith. নাফি (রহমাতুল্লাহি আলাইহি) হইতে বর্ণিতঃ

তিনি [ইবনু উমর (রাদি.)] তাঁকে আরো বলিতেন, আমি আমার সাথীদেরকে যেমন করিতে দেখেছি তেমন করব। আর কাউকে আমি দিন রাতের কোন সময়ই সালাত আদায় করিতে বাধা দিইনা, তবে তাঁরা যেন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় (সালাতের) ইচ্ছা না করে।

২০/৩. অধ্যায়ঃ প্রতি শনিবার যিনি কুবা মসজিদে আগমন করেন।

১১৯৩. ইবনু উমর (রাদি.) হইতে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী (সাঃআঃ) প্রতি শনিবার কুবা মসজিদে আসতেন, কখনো পদব্রজে, কখনো সওয়ারীতে। আবদুল্লাহ ইবনু উমর (রাদি.)-ও ঐরূপ করিতেন।

২০/৪. অধ্যায়ঃ পদব্রজে কিংবা সওয়ারীতে করে কুবা মসজিদে আগমন করা।

১১৯৪. ইবনু উমর (রাদি.) হইতে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী (সাঃআঃ) আরোহণ করে কিংবা পায়ে হেঁটে কুবা মসজিদে আসতেন। ইবনু নুমায়র (রহমাতুল্লাহি আলাইহি) নাফি (রহমাতুল্লাহি আলাইহি) হইতে অতিরিক্ত বর্ণনা করিয়াছেন যে, নাবী (সাঃআঃ) সেখানে দু রাকআত সালাত আদায় করিতেন।

২০/৫. অধ্যায়ঃ কবর ও (মসজিদে নববীর) মিম্বরের মধ্যবর্তী স্থানের ফযীলত।

১১৯৫. আবদুল্লাহ ইবনু যায়দ-মাযিনী (রাদি.) হইতে বর্ণিতঃ

আল্লাহর রাসুল (সাঃআঃ) বলেছেনঃ আমার ঘর ও মিম্বার-এর মধ্যবর্তী স্থানটুকু জান্নাতের বাগানগুলোর একটি বাগান।

১১৯৬. আবু হুরাইরা (রাদি.) হইতে বর্ণিতঃ

নাবী (সাঃআঃ) বলেছেনঃ আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানগুলোর একটি বাগান আর আমার মিম্বর অবস্থিত আমার হাউয (কাউসার)-এর উপরে।

২০/৬. অধ্যায়ঃ বায়তুল মাকদিসের মসজিদ।

১১৯৭. যিয়াদের আযাদকৃত দাস কাযাআ (রাদি.) হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরী (রাদি.)-কে নাবী (সাঃআঃ) হইতে চারটি বিষয় বর্ণনা করিতে শুনিয়াছি, যা আমাকে আনন্দিত ও মুগ্ধ করেছে। তিনি বলেছেনঃ নারীগণ স্বামী কিংবা মাহরাম

[১] ব্যতীত দুদিনের দূরত্বের পথে সফর করিবে না। ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিনগুলোতে সিয়াম নেই। দু (ফরজ) সালাতের পর কোন (নফল ও সুন্নাত) সালাত নেই। ফজরের পর সূর্যোদয় পর্যন্ত এবং আসরের পর সূর্যাস্ত পর্যন্ত। এবং ১. মসজিদুল হারাম ২. মসজিদুল আক্‌সা এবং ৩. আমার মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে (যিয়ারতের উদ্দেশে) হাওদা বাঁধা যাবে না। (সফর করা যাবে না)।. [১] মাহরামঃ স্থায়ীভাবে বিবাহ করা হারাম এমন সম্পর্কযুক্ত পুরূষ যেমন-দাদা,বাবা,ভাই,ভাতীজা,মামা,চাচা,শুশুর ইত্যাদি।


Posted

in

by

Comments

Leave a Reply