কিয়ামাতের পূর্বে মাদীনার ঘর-ভাড়ি ও অট্টালিকার বর্ণনা
কিয়ামাতের পূর্বে মাদীনার ঘর-ভাড়ি ও অট্টালিকার বর্ণনা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৫. অধ্যায়ঃ কিয়ামাতের পূর্বে মাদীনার ঘর-ভাড়ি ও অট্টালিকার বর্ণনা
৭১৮২. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রাসুলুল্লাহ [সাঃআঃ]বলেন, মাদিনার [মানুষের] বাড়ি ঘর “ইহাব” অথবা “ইয়াহাব” পর্যন্ত পৌঁছে যাবে।
যুহায়র [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আমি সুহায়ল [রহমাতুল্লাহি আলাইহি]- কে প্রশ্ন করলাম, সেটা মাদীনাহ্ হইতে কত দূরে হইবে? তিনি বলিলেন, এতো এতো মাইল দূরে অবস্থিত।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭০২৬, ইসলামিক সেন্টার- ৭০৮৩]
৭১৮৩. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেন, অনাবৃষ্টির কারণেই কেবল দুর্ভিক্ষ হইবে না। বরং অধিক বৃষ্টিপাত হইতে থাকিবে এবং জামিন কোন কিছু উৎপাদন করিবে না [ফলে তা দুর্ভিক্ষের কারণ হয়ে থাকে]।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭০২৭, ইসলামিক সেন্টার- ৭০৮৫]
Leave a Reply