পরকালে হত্যার পরিণাম , কিয়ামাতের দিন এর বিচারই প্রথম করা হইবে
পরকালে হত্যার পরিণাম , কিয়ামাতের দিন এর বিচারই প্রথম করা হইবে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৮. অধ্যায়ঃ পরকালে হত্যার পরিণাম , কিয়ামাতের দিন এর বিচারই প্রথম করা হইবে
৪২৭৩
আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ কিয়ামাত দিবসে মানুষের মধ্যে সর্বপ্রথম খুনের বিচার করা হইবে। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২৩৪, ইসলামিক সেন্টার- ৪২৩৪]
৪২৭৪
আবদুল্লাহ [রাদি.]-এর সূত্রে নবী [সাঃআঃ] হইতে বর্ণীতঃ
অনুরূপ বর্ণনা করেন। তবে তাদের কেউ কেউ শুবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে …………… [বিচার করা হইবে] কথাটি বর্ণনা করিয়াছেন। আর কেউ কেউ ………………. [মানুষের মাঝে হুকুম [বিচার] করা হইবে] কথাটি বর্ণনা করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২৩৫, ইসলামিক সেন্টার- ৪২৩৫]
Leave a Reply