রসূলুল্লাহ [সাঃ] এর কিরাআত ।আস্তে এবং উচ্চৈঃস্বরে পাঠ

রসূলুল্লাহ [সাঃ] এর কিরাআত

রসূলুল্লাহ [সাঃ] এর কিরাআত , এই অধ্যায়ে হাদীস ৭ টি ( ২৪০-২৪৬ পর্যন্ত )<< শামায়েলে তিরমিযী হাদীসের মুল সুচিপত্র দেখুন

অধ্যায়-৪৪ঃ রাসূলুল্লাহ (সাঃ) এর কিরাআত 

১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) টেনে টেনে কিরাআত পাঠ করিতেন
২।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) প্রতিটি আয়াত আলাদা আলাদা করে পাঠ করিতেন
৩।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) কখনো আস্তে এবং কখনো উচ্চৈঃস্বরে কিরাআত পাঠ করিতেন
৪।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) এর তিলাওয়াত প্রতিবেশীর ঘরের ছাদ থেকেও শুনা যেত
৫।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) উষ্ট্রের উপর বসেও তিলাওয়াত করিতেন
৬।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) গানের সূরে তিলাওয়াত করিতেন না
৭।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) এর তিলা

১।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) টেনে টেনে কিরাআত পাঠ করিতেন

২৪০. কাতাদা হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি আনাস ইবনি মালিক [রাদি.] কে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ (সাঃআঃ) এর কিরাআত কিরূপ ছিল? তিনি বলিলেন, টেনে পড়তেন।{১}

{১} সহিহ বোখারী, হাদিস নং/৫০৪৬; সুনানে নাসাঈ, হাদিস নং/১০১৪; মুসনাদে আহম্মদ, হাদিস নং/১৩০২৫; দার কুতনী, হাদিস নং/১১৭৭ বায়হাকী, হাদিস নং/২২২২ শারহুস সুন্নাহ, হাদিস নং/১২১৪; মুজামুল আওসাত, হাদিস নং/৪৮৬৮। কিরাআত হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

২।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) প্রতিটি আয়াত আলাদা আলাদা করে পাঠ করিতেন

২৪১. উম্মে সালামা [রাদি.] হইতে বর্ণীতঃ

উম্মে সালামা বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) প্রতিটি আয়াত আলাদা আলাদা করে পড়তেন। যেমন, “আলহামদু লিল্লা-হি রব্বিল আ-লামীন” পাঠ করে একটু থামতেন। তারপর “আর রহমা-নির রহীম” পাঠ করে একটু থামতেন। তারপর “মা-লিকি ইয়াওমিদ্দীন” পাঠ করিতেন।{১}

{১} আবু দাউদ, হাদিস নং/৪০০৩; মুসনাদে আহম্মদ, হাদিস নং/২৬৬২৫; মুস্তাদরাকে হাকিম, হাদিস নং/২৯১০; দার কুতনী, হাদিস নং/১১৯১; জামেউস সগীর, হাদিস নং/৯১৩১ঃ শুআবুল ঈমান, হাদিস নং/৩২২৫। কিরাআত হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

.৩।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) কখনো আস্তে এবং কখনো উচ্চৈঃস্বরে কিরাআত পাঠ করিতেন

২৪২. আবদুল্লাহ ইবনি আবু কায়স হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি আয়েশাহ [রাদি.] কে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ (সাঃআঃ) কি আস্তে কিরাআত পড়তেন, না উচ্চৈঃস্বরে? তিনি বলিলেন, উভয়টিই করিতেন। কখনো আস্তে পড়তেন, আবার কখনো উচ্চৈঃস্বরে পড়তেন। আমি বললাম, আল্লাহর প্রশংসা যে, তিনি এ ব্যাপারে দুধরনেরই সুযোগ রেখেছেন।

কিরাআত হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৪।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) এর তিলাওয়াত প্রতিবেশীর ঘরের ছাদ থেকেও শুনা যেত

২৪৩. উম্মু হানী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি আমার গৃহে ছাদে অবস্থান করে রাত্রিবেলায় নাবী (সাঃআঃ) এর কিরাআত শুনতে পেতাম।{১}

{১} সুনানে নাসাঈ, হাদিস নং/১০১৩; ইবনি মাজাহ, হাদিস নং/১৩৪৯; মুসনাদে আহমদ, হাদিস নং/২৯৬৫০; শুআবুল ঈমান, হাদিস নং/১৯৪৫; শারহুল মাআনী, হাদিস নং/২০২৫; মুসান্নাফে ইবনি আবি শায়বা, হাদিস নং/৩৬৯২। কিরাআত হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৫।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) উষ্ট্রের উপর বসেও তিলাওয়াত করিতেন

২৪৪. আবদুল্লাহ ইবনি মুগাফফাল [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, মক্কা বিজয়ের দিন আমি রসূলুল্লাহ (সাঃআঃ) কে উষ্ট্রের উপর বসা অবস্থায় পড়তে শুনেছিঃ

অর্থাৎ নিশ্চয় আমি আপনার জন্য এমন একটা ফায়সালা করে দিয়েছি, যা সুস্পষ্ট। যাতে আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যৎ ত্রুটিসমূহ মার্জনা করে দেন এবং আপনার প্রতি তাহাঁর নিয়ামত পূর্ণ করেন।{১} রসূলুল্লাহ (সাঃআঃ) তা তারজী করে পড়ছিলেন।

মুআবিয়া ইবনি কুররা বলেন, আমি যদি আমার কাছে লোক জড়ো হওয়ার আশংকা না করতাম, তাহলে আমি সেরূপ স্বরে তোমাদেরকে শুনাতাম। বর্ণনাকারী الصَّوْتِ কিংবা اللَّحْنِ শব্দ ব্যবহার করিয়াছেন।{2}

{১} সূরা ফাতহ- ১, ২। {2} সহিহ বোখারী, হাদিস নং/৪২৮১; মুসনাদে আহম্মদ, হাদিস নং/২০৫৭৭; মুস্তাখরাজে ইবনি আবি আওয়ানা, হাদিস নং/৩১৩৭; মুসনাদে ইবনি জাদ, হাদিস নং/১১১১; মুসনাদুত তায়ালুসী, হাদিস নং/৮৮৭। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৬।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) গানের সূরে তিলাওয়াত করিতেন না

২৪৫. কাতাদা হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক নাবীকেই সুন্দর চেহারা ও সুন্দর কণ্ঠস্বর দিয়ে প্রেরণ করিয়াছেন। তোমাদের নাবী মুহাম্মাদ (সাঃআঃ)-ও সুন্দর চেহারা ও সুন্দর স্বরের অধিকারী ছিলেন। তবে তিনি গানের সুরে তিলাওয়াত করিতেন না।

কিরাআত হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৭।পরিচ্ছদঃ রসূলুল্লাহ (সাঃআঃ) এর তিলা

২৪৬. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃআঃ) এর কিরাআত এমন হতো যে, তিনি যখন তাহাঁর ঘরে বসে পড়তেন, তখন বারান্দা থেকে তা শুনা যেত।{১}

{১} আবু দাউদ, হাদিস নং/১৩২৯; মুসনাদে আহম্মদ, হাদিস নং/২৪৪৬; বায়হাকী, হাদিস নং/৪৪৭৪; শারহুস সুন্নাহ, হাদিস নং/৯১৭ঃ শুআবুল ঈমান, হাদিস নং/২৩৬৯; শারহুল মাআনী, হাদিস নং/২০২৩। কিরাআত হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস


by

Comments

One response to “রসূলুল্লাহ [সাঃ] এর কিরাআত ।আস্তে এবং উচ্চৈঃস্বরে পাঠ”

Leave a Reply