কিতাবুত তাওহীদ – মুহাম্মদ বিন আব্দুল ওহহাব

কিতাবুত তাওহীদ

তাওহীদের বিশ্বাস [বাংলা]
মুহাম্মদ বিন আব্দুল ওহহাব
অনুবাদ: উলামাদের একটি দল
islamhouse.com ২০১১ – ১৪৩২


র্ব

ধ্যা
য়
বিষয়
৬টিতাওহীদ শিরক ও “লা-ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা
তাওহীদ
তাওহীদের মর্যাদা
তাওহীদের উপরে প্রতিষ্ঠিত ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যাবে
শিরক সম্পর্কীয় ভীতি
“লা-ইলাহা ইল্লাল্লাহ” এর প্রতি
তাওহীদ এবং লা-ইলাহা ইল্লাল্লাহর
৮টিমুসীবত, ঝাড়ফুঁক, তাবিজ ও গাইরুল্লাহ এর কাছে চাওয়া
বালা মুসীবত দূর করা অথবা প্রতিরোধ করার উদ্দেশ্যে রিং, তাগা {সূতা} ইত্যাদি পরিধান করা শিরক
ঝাড়-ফুঁক ও তাবিজ-কবজ
গাছ, পাথর ইত্যাদি দ্বারা বরকত হাসিল করা
১০গাইরুল্লাহর উদ্দেশ্যে যবেহ করা
১১যে স্থানে গাইরুল্লাহর উদ্দেশ্যে {পশু} যবেহ করা হয় সে স্থানে আল্লাহর উদ্দেশ্যে যবেহ করা শরীয়ত সম্মত নয়।
১২গাইরুল্লাহর উদ্দেশ্যে মান্নত করা শিরক
১৩গাইরুল্লাহর কাছে আশ্রয় চাওয়া শিরক
১৪গাইরুল্লাহর কাছে সাহায্য চাওয়া অথবা দোয়া করা শিরক
৯টিনেক লোক, শাফাআত, হেদায়াত, তাওহীদ ও মূর্তি পুজা
১৫তাওহীদের মর্মকথা
১৬অধ্যায়
১৭শাফাআত {সুপারিশ}
১৮একমাত্র আল্লাহই হেদায়াতের মালিক
১৯নেককার পীর-বুজুর্গ লোকদের ব্যাপারে সীমা লংঘন করা আদম সন্তানের কাফের ও বেদ্বীন হওয়ার অন্যতম কারণ
২০নেককার বুজুর্গ ব্যক্তির কবরের পাশে ইবাদত করার ব্যাপারে যেখানে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে ঐ নেককার ব্যক্তির উদ্দেশ্যে ইবাদত কিভাবে জায়েয হতে পারে?
২১নেককার ও বুজুর্গ ব্যক্তিদের কবরের ব্যাপারে সীমা লংঘন করলে তা তাকে মূর্তি পূজা তথা গাইরুল্লাহর ইবাদতে পরিণত করে
২২তাওহীদের হেফাযত ও শিরকের সকল পথ বন্ধ করার ক্ষেত্রে নবী মুস্তাফা [সাঃআঃ] এর অবদান
২৩মুসলিম উম্মাহর কিছু সংখ্যক লোক মূর্তি পুজা করবে
৯টিঅশুভ লক্ষণ, যাদু, গনক, নাশরাহ ও জ্যোতির্বিদ্যা
২৪যাদু
২৫যাদু এবং যাদুর শ্রেণীভূক্ত বিষয়
২৬গনক
২৭নাশরাহ বা প্রতিরোধমূলক যাদু
২৮কুলক্ষণ সম্পর্কীয় বিবরণ
২৯জ্যোতির্বিদ্যা সম্পর্কীয় শরিয়তের বিধান
৩০নক্ষত্রের ওসীলায় বৃষ্টি কামনা করা
৩১অধ্যায়
৩২আল্লাহর ভয়
১৩টিআল্লাহর হক, ভরসা, তাকদীর, রিয়া, কসম ও গালি দেয়া
৩৩তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা
৩৪অধ্যায়
৩৫তাকদীরের {ফায়সালার} উপর ধৈর্য ধারণ করা ঈমানের অঙ্গ
৩৬রিয়া [প্রদর্শনেচ্ছা] প্রসংগে শরিয়তের বিধান
৩৭নিছক পার্থিব স্বার্থে কোন কাজ করা শিরক
৩৮যে ব্যাক্তি আল্লাহর হালালকৃত জিনিস হারাম এবং হারামকৃত জিনিসকে হালাল করার ব্যাপারে {অন্ধভাবে}, আলেম, বজুর্গ ও নেতাদের আনুগত্য করলো, সে মূলত তাদেরকে রব হিসেবে গ্রহণ করলো
৩৯অধ্যায়
৪০আল্লাহর ‘আসমা ও সিফাত’ {নাম ও গুণাবলী} অস্বীকারকারীর পরিণাম
৪১আল্লাহর নেয়ামত অস্বীকার করার পরিণাম
৪২আল্ল¬াহ তাআলার সাথে কাউকে শরিক না করা
৪৩আল্লাহর নামে কসম করে সন্তুষ্ট না থাকার পরিণাম
৪৪‘আল্ল¬াহ এবং আপনি যা চেয়েছেন’ বলা
৪৫যে ব্যক্তি যমানাকে গালি দেয় সে আল্লাহকে কষ্ট দেয়
১৫টিআল্লাহর বিধান, সুপারিশ ও সুন্দরতম নামসমূহ
৪৬কাযীউল কুযাত {মহা বিচারক} প্রভৃতি নামকরণ প্রসংগে
৪৭আল্লাহর সম্মানার্থে {শিরকী} নামের পরিবর্তন
৪৮আল্লাহর যিকির, কুরআন এবং রসুল সম্পর্কিত কোন বিষয় নিয়ে খেল- তামাশা করা প্রসংগে
৪৯অধ্যায়
৫০অধ্যায়
৫১আল্ল¬াহ তাআলার আসমায়ে হুসনা {বা সুন্দরতম নামসমূহ}
৫২“আসসালামু আলাল্ল¬াহ” {আল্লাহর } উপর শান্তি বর্ষিত হোক} বলা যাবে না
৫৩‘হে আল্লাহ তোমার মর্জি হলে আমাকে মাফ করো’ প্রসঙ্গে
৫৪অধ্যায়
৫৫আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইলে বিমুখ না করা
৫৬“বি ওয়াজহিল্ল¬াহ’ বলে একমাত্র জান্নাত ব্যতীত আর কিছুই প্রার্থনা করা যায় না।
৫৭{বাক্যের মধ্যে ‘যদি’ ব্যবহার সংক্রান্ত আলোচনা}
৫৮বাতাসকে গালি দেয়া নিষেধ
৫৯অধ্যায়
৬০তাকদীর অস্বীকারকারীদের পরিণতি
৭টিছবি অঙ্কনকারী ও কসম সম্পর্কে শরিয়তের বিধান
৬১ছবি অঙ্কনকারী বা চিত্র শিল্পীদের পরিণাম
৬২অধিক কসম সম্পর্কে শরিয়তের বিধান
৬৩আল্লাহ ও তাঁহার রসুলের জিম্মাদারী সম্পর্কিত বিবরণ
৬৪আল্লাহর ইচ্ছাধীন বিষয়ে কসম করার পরিণতি
৬৫সৃষ্টির কাছে আল্লাহর সুপারিশ করা যায় না
৬৬রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ল¬াম কর্তৃক
৬৭মানুষ আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ মর্যাদা নিরুপনে অক্ষম
৬৭মোট




Posted

in

by

Comments

Leave a Reply