কালো কাবাস [পিলু ফল]-এর ফযিলত

কালো কাবাস [পিলু ফল]-এর ফযিলত

কালো কাবাস [পিলু ফল]-এর ফযিলত` >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২৯. অধ্যায়ঃ কালো কাবাস [পিলু ফল]-এর ফযিলত

৫২৪৪. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমরা নবী [সাঃআঃ]-এর সঙ্গে মার্রুয যাহ্রান নামক জায়গায় কাবাস [পিলু ফল] সংগ্রহ করেছিলাম। নবী [সাঃআঃ] বললেনঃ তোমরা তাত্থেকে শুধু কালোগুলো সংগ্রহ। বর্ণনাকারী বলেন, আমরা সে সময় বললাম, হে আল্লাহর রসূল! আপনি সম্ভবত বকরী চরিয়েছেন। তিনি বলিলেন, হ্যাঁ। সকল নবীই বকরী চরিয়েছেন [বর্ণনাকারী বলেন] কিংবা তিনি শুধু এ ধরনের কোন কথা বলেছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৭৬, ইসলামিক সেন্টার- ৫১৮৮]


Posted

in

by

Comments

Leave a Reply